একাধিক বিয়ে সম্পর্কে এক মহিলা শাইখার চমৎকার আরবি বক্তৃতার অনুবাদ
"পাশ্চাত্য যে বিষয়ে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি আক্রমণ করে এবং মুসলিম উম্মাহর অধিকাংশ নারী যেটা গ্রহণ করে নিয়েছে সেটি হল, ইসলাম কর্তৃক একজন পুরুষকে চারটি বিয়ের বৈধতা প্রদান।
ইসলাম বাস্তবতা বিবর্জিত কাল্পনিক কোনো জীবনব্যবস্থা নয়। সুতরাং একাধিক বিয়ের বিষয়টি একটি সমস্যার সমাধান যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তা হল, যেমন সমীক্ষা বলছে:
পৃথিবীতে মেয়ে শিশুর জন্মের হার ছেলেদের থেকে বেশি, জন্মের পরে মেয়ে শিশুর রোগ-প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে তাদের তুলনায় ছেলে শিশুর মৃত্যুর হার বেশি, গাড়ি এক্সিডেন্টে যুবতীদের তুলনায় যুবকদের মৃত্যুর হার বেশি, যুদ্ধ-বিগ্রহে মহিলাদের তুলনায় পুরুষদের নিহত হওয়ার সংখ্যা বেশি-যেমনটি আপনারা দেখছেন।
তাছাড়া পুরুষদের তুলনায় মহিলারা দীর্ঘজীবী হয়। ফলাফল, নারীর সংখ্যাধিক্য। এটি একটি সমস্যা। সুতরাং সমাধান কি এবং কিভাবে হবে?
একাধিক বিয়ে হল, শারীরের রোগমুক্তি এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য অস্ত্রপাচারের ন্যায়।
প্রিয় বোন, ওরা তোমাকে (স্ত্রী হিসেবে নয় বরং) বাস্তু চ্যুত গার্ল ফ্রেন্ড হিসেবে পেতে চায়। যেখানে না থাকবে আপনার কোনো অধিকার; না আপনার সন্তানদের অধিকার।
ইসলামের নিয়ামতের জন্য সকল প্রশংসা আল্লাহর জন্য।
(চুম্বক অংশের অনুবাদ)
বক্তৃতার লিংক:
...
------------------
অনুবাদক:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব