Tuesday, April 8, 2025

মানিসক অসুস্থতায় মায়ের অভিশাপ

মানিসক অসুস্থতায় মায়ের অভিশাপ
আপনার মা যদি মানসিকভাবে অসুস্থ হন ও এমন অবস্থায় আপনাকে বদ দুয়া গালি দেন , তবে আপনার কর্তব্য হলো— যেন তাঁর রাগ, বকাঝকা বা অন্যায্য আচরণকে খারাপভাবে গ্রহণ না করেন এবং সবসময় ধৈর্যের সঙ্গে সহ্য করেন। কখনো তাঁর সঙ্গে তর্কে জড়ানো বা দুর্ব্যবহার করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবেন। বরং নিয়মিতভাবে তাঁর জন্য আল্লাহ তাআলার দরবারে সুস্থতা ও আরোগ্য কামনা করবেন।

যদি আপনার মা মানসিক অসুস্থতার কারণে অহেতুক রাগ করেন বা অভিশাপ দেন, তবে ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না—যতক্ষণ আপনি চুপ থেকে সহ্য করেন এবং কোনো অসভ্যতা না করেন। এমনকি অন্তরেও যেন তাঁর প্রতি কোনো রকম বিরক্তি বা ঘৃণা না আসে। বরং আন্তরিকতার সঙ্গে তাঁর সেবা করুন ও দোয়া করুন, যেমন তিনি আপনার শৈশবে কষ্ট সহ্য করে আপনাকে লালন-পালন করেছেন।

তবে যদি ভুলবশত কখনো কোনো ধরনের অসভ্যতা বা অবমাননাকর আচরণ হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাঁর কাছে ক্ষমা চেয়ে মন জয় করে নিন।

একটি হাদীসে এসেছে—একজন ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ–এর কাছে এসে আরয করলেন: “আমার বাবা-মা বার্ধক্যে পৌঁছেছেন, আমি তাঁদের সেই রকম সেবা করছি যেভাবে তাঁরা আমার শৈশবে করতেন। তাহলে কি আমি তাঁদের হক আদায় করে ফেললাম?” রাসূলুল্লাহ ﷺ বললেন: “না, তুমি তাঁদের হক আদায় করো নি; কারণ, তাঁরা তোমার জন্য ভালোবাসা ও বেঁচে থাকার কামনায় তোমার সেবা করতেন, আর তুমি তাঁদের মৃত্যুর আশঙ্কা মনে রেখে সেবা করছো।”


Thursday, April 3, 2025

দুয়া

গুরুত্বপূর্ণ তিনটি সহজ দু'আর বাক্য শব্দে শব্দে অর্থসহ শিখুন—নামাজের সিজদায় পাঠ করার জন্য এগুলো দারুণ হবে ইনশাআল্লাহ্ (৪ নং পর্ব)
.
দু'আ তিনটির মাধ্যমে দুনিয়াতে অবিচ্ছিন্ন নিয়ামত, মানসিক প্রশান্তি এবং আখিরাতে স্বাচ্ছন্দময় জীবন—সবই অন্তর্ভুক্ত আছে, আলহামদুলিল্লাহ!
.
নবীজির প্রিয় সাহাবি আম্মার ইবনু ইয়াসার (রা.) নামাজে এসব বাক্য দিয়ে দু'আ করেছিলেন আর বলেছিলেন, এগুলো তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন। [নাসাঈ, হাদিস: ১৩০৪, সহিহ]
.
দু'আটি ছিলো অনেক অনেক লম্বা। সেখান থেকে আমরা সহজ তিনটি বাক্য তুলে ধরছি, যাতে সবাই শিখতে পারেন।
.
اللّٰهُمَّ أَسْأَلُكَ نَعِيْماً لَا يَنْفَدُ وَأَسْأَلُكَ الرِّضٰى بَعْدَ الْقَضَاءِ وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ
.
[মোটামুটি উচ্চারণ: আল্লাহুম্মা আসআলুকা না‘ঈমান লা ইয়ানফাদ, ওয়া আসআলুকার রিদ্বা বা‘অদাল ক্বাদ্বা, ওয়া আসআলুকা বারদাল ‘আইশি বা‘অদাল মাওত]
(আরবি ع ‘আইন’সহ বিভিন্ন হরফের উচ্চারণ বাংলায় লেখা যায় না। সুতরাং আমরা অনুরোধ করব—আপনারা আরবির সাথে মিলিয়ে পড়ুন। না হয়, নিশ্চিত ভুল শিখবেন)
.
[অর্থ: হে আল্লাহ! তোমার কাছে এমন নিয়ামত (অনুগ্রহ) চাই, যা কখনো শেষ হবে না; তোমার কাছে চাই, যেন তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারি এবং তোমার কাছে মৃত্যুর পর আরামদায়ক জীবন চাই]
.
এবার শব্দে শব্দে অর্থ মুখস্থ করুন—
.
اللّٰهُمَّ আল্লাহুম্মা [হে আল্লাহ] 
أَسْأَلُكَ আসআলুকা [আমি তোমার কাছে চাই]
نَعِيْماً না‘ঈমান [নিয়ামত বা অনুগ্রহ]
لَا يَنْفَدُ লা ইয়ানফাদ [শেষ হবে না]
وَأَسْأَلُكَ ওয়া আসআলুকা [তোমার কাছে চাই]
الرِّضٰى আর-রিদ্বা [সন্তুষ্টি/খুশি]
بَعْدَ বা‘অদা [পরে]
الْقَضَاءِ আল-ক্বাদ্বা [সিদ্ধান্ত]
وَأَسْأَلُكَ ওয়া আসআলুকা [তোমার কাছে চাই] 
بَرْدَ বারদা [শীতল (আরাম]
الْعَيْشِ আল-‘আইশ [জীবন]
بَعْدَ বা‘অদা [পরে]
الْمَوْتِ আল-মাওত [মৃত্যু]
.
এবার মুখস্থ করুন এভাবে—
.
اللّٰهُمَّ আল্লাহুম্মা [হে আল্লাহ]
.
أَسْأَلُكَ نَعِيْماً لَا يَنْفَدُ আসআলুকা না‘ঈমান লা ইয়ানফাদ
[তোমার কাছে এমন নিয়ামত (অনুগ্রহ) চাই, যা কখনো শেষ হবে না]
.
وَأَسْأَلُكَ الرِّضٰى بَعْدَ الْقَضَاءِ ওয়া আসআলুকার রিদ্বা বা‘অদাল ক্বাদ্বা
[তোমার কাছে চাই, যেন তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারি]
.
وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ ওয়া আসআলুকা বারদাল ‘আইশি বা‘অদাল মাওত
[তোমার কাছে মৃত্যুর পর আরামদায়ক জীবন চাই]
.
কয়েকটি কথা:
--------------------
[এক.] প্রথম বাক্যটি দিয়ে দুনিয়ার সকল নিয়ামতই সম্পৃক্ত করা যায়। অন্তত দু'আর সময় মাথায় এমনটিই রাখবেন। 
.
[দুই.] আমরা বিভিন্ন খারাপ পরিস্থিতিতে পড়লে হতাশ হয়ে যাই; আল্লাহর সিদ্ধান্তকে সম্মান জানাতে পারি না। এমনটি করা খুবই খারাপ অভ্যাস। তাই এ থেকে মুক্তি পেতে আমরা দু'আ করব ‘তোমার কাছে চাই, যেন তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারি'। আর, যে সর্বাবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারে, তার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে নেই।
.
[তিন.] তৃতীয় বাক্যে মৃত্যুর পর আরামদায়ক জীবন চাওয়া হচ্ছে। এটা তো জরুরি। কারণ কেউ সর্বাধিক আনন্দে জীবন কাটাক অথবা সর্বাধিক দুঃখী জীবন কাটাক, তাদের প্রত্যেকের মৃত্যু আছে। আসলে মৃত্যুর পরের জীবনটাই মূল জীবন। তাই, সেই জীবনটা সুন্দর হওয়ার জন্যও এখানে দু'আ করা হচ্ছে। 
.
[চার.] ফেইসবুক লাইটে যের, যবর, পেশ বোঝা যায় না, অথচ আমরা এগুলো দিয়েছি।
.
[পাঁচ.] তাশদিদের উপরের হরকত যবর হয় এবং তাশদিদের নিচের হরকত যের হয় (যদিও তা হরফের উপরে হোক না কেন)
.
#আল্লাহর_নিরাপত্তায়
#মহান_রবের_আশ্রয়ে (৪ নং পর্ব)
আমাদের এই সিরিজ কমপক্ষে ২০ পর্ব হবে, ইনশাআল্লাহ্। পূর্বের তিন পর্বের লিংক কমেন্টে দেওয়া হলো।
.
#Tasbeeh