==========================
হযরত উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিত, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি,
কোন মানুষের উপর যখন কোন বিপদ আসে তখন যদি সে বলে-
< إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا >
অর্থঃ আমরা আল্লাহর জন্যে এবং আমরা তার কাছেই ফিরে যাব; হে আল্লাহ!! আমাকে এ মুসীবাতের বিনিময় দাও এবং এর বদলে উত্তম কিছু দাও।।
তবে আল্লাহ তাকে এই বিপদের বদলে এর থেকে ভালো কিছু দান করবেন।।
হযরত উম্মে সালামা (রহঃ) বলেন, যখন আবূ সালামার (তার তৎকালীন স্বামী) ইন্তেকাল হল তখন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অনুযায়ী দুআটি পাঠ করলাম, ফলে আল্লাহ আমাকে তার চেয়ে উত্তম স্থলাভিষিক্ত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে (স্বামী হিসেবে) দান করলেন।।
সূত্রঃ সহিহ মুসলিম - ১৯৯৯ (ই.ফা)
---------------------------------------------
Maksudul Hakim ভাই
No comments:
Post a Comment