Saturday, May 20, 2023

উত্তম নারী who is best woman?

|| উত্তম নারী ||

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো- কোন নারী সবচেয়ে উত্তম। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন-

“সেই নারী যার দিকে স্বামী তাকালে সে স্বামীকে আনন্দ দান করে, স্বামী কোনো কিছুর আদেশ করলে তা মান্য করে এবং স্বামীর সম্পদ ও তার নিজের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তার বিরুদ্ধাচরণ করে না।" ★

সুতরাং উল্লিখিত আলোচনা থেকে প্রতিভাত হয় যে, স্বামীদের জন্য প্রশংসার যোগ্য স্ত্রীদের বৈশিষ্ট্য হলো, তারা –
১- সৎকর্মশীলা, অর্থাৎ কল্যাণমূলক কর্মে এবং স্বামীর প্রতি উত্তম আচরণে।
২- অনুগতা, তাদের স্বামীদের, এমন সব কাজে যেখানে আল্লাহর অসন্তুষ্টি নেই।
৩- সংরক্ষণকারিনী, স্বামীর অনুপস্থিতিতে তারা নিজের চারিত্রিক পবিত্রতা রক্ষা করে চলে।
৪- সংরক্ষণকারিনী, তারা স্বামীর রেখে যাওয়া সম্পদকে সংরক্ষণ করে চলে।
৫- স্বামীর সামনে সর্বদা এমনভাবে উপস্থাপিত হয় যাতে স্বামী আনন্দবোধ করে। যেমন- হাস্যোজ্জ্বল চেহারায় থাকা, সাজগোজ অবলম্বন করে থাকা, রূপসজ্জা অবলম্বন করা এবং স্বামীর বিপদের সময় স্বামীকে সান্ত্বনা দেয়া।

নোটঃ
★ আহমাদ (৪৩২), নাসাঈ (৬৬৮)
"যে নারী নয়ন জুড়ায়" বই থেকে চয়িত...

No comments:

Post a Comment