Sunday, August 27, 2023

সূরা ফুরকানের আলোকে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে যে ১৩টি গুনের প্রয়োজনঃ

সূরা ফুরকানের আলোকে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে যে ১৩টি গুনের প্রয়োজনঃ

রহমান রহীম আল্লাহ্ তায়ালার নামে-

১) আল্লাহ তাআলার দাসত্ব করা। (সুরা ফুরকান-৬৩)
২) পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করা। (সুরা ফুরকান-৬৩)
৩) মূর্খজনোচিত আচরণের বিপরীতে শান্তির বার্তা প্রদান করা। (সুরা ফুরকান-৬৩)
৪) সিজদা ও নামাজরত অবস্থায় রাত্রিজাগরণ করা। (সুরা ফুরকান-৬৪)
৫) জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা। (সুরা ফুরকান-৬৫)
৬) অপচয় ও কার্পণ্য না করা। (সুরা ফুরকান-৬৭)
৭) শিরক থেকে বেঁচে থাকা। (সুরা ফুরকান-৬৮)
৮) অন্যায় হত্যাকাণ্ডে না জড়ানো। (সুরা ফুরকান-৬৮)
৯) ব্যভিচার লিপ্ত না হওয়া। (সুরা ফুরকান-৬৮)
১০) অনৈতিক ও মিথ্যা কাজে যোগদান না করা। (সুরা ফুরকান-৭২)
১১)অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হলে ভদ্রভাবে পাশ কেটে যাওয়া। (সুরা ফুরকান-৭২)
১২) আল্লাহর নিদর্শনাবলীর আলোচনা করা হলে বধিরের মতো আচরণ না করা। (সুরা ফুরকান-৭৩)
১৩) স্ত্রী-সন্তানের মাঝে চোখের শীতলতা চেয়ে দোয়া করা। (সুরা ফুরকান-৭৪)

উপর্যুক্ত ১৩ গুণে যারা বৈশিষ্ট্যমণ্ডিত হবেন, তাঁদের কি পুরস্কার দেওয়া হবে, সে ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেন,
‘তাদের ধৈর্য্য ধারণের বিনিময়ে জান্নাতে কক্ষসমূহ দেওয়া হবে এবং সেখানে তাদের অভিবাদন ও সালাম জানানো হবে। সেখানে তারা চিরকাল বসবাস করতে থাকবে। অবস্থান ও আবাসস্থল হিসেবে তা কতই না চমৎকার! (সুরা ফুরকান ৭৫-৭৬)

আল্লাহ তাআলা আমাদের এসব গুণাবলিতে বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার তাওফিক দান করুন। আমিন।

আসুন নিজে জানি, জেনে আমল করি এবং অন্যকে জানাই।।

রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

"কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [তিরমিযীঃ২৬৭৪]

No comments:

Post a Comment