Saturday, May 13, 2023

যখন আল্লাহ পাক কোন বান্দাকে ধ্বংস করতে ইচ্ছা করেন, তখন তার মধ্যে তিনটি অবস্থার সৃষ্টি করেন।

যখন আল্লাহ পাক কোন বান্দাকে ধ্বংস করতে ইচ্ছা করেন, তখন তার মধ্যে তিনটি অবস্থার সৃষ্টি করেন। যেমন-
(১) তাকে ইলম দান করেন, কিন্তু তদনুযায়ী আমলের তাওফীক প্রদান করেন না।
(২) নেককারদের সংস্পর্শে থাকার সুযোগ দান করেন, কিন্তু তাদের মর্যাদা অনুধাবন শক্তি এবং তাদের সম্মান অন্তর থেকে ছিনিয়ে নেন।

(৩) নেক কাজ করার সুযোগ দেন কিন্তু এখলাস থেকে বঞ্চিত রাখেন । আর এটি বদনিয়ত এবং আত্মার অপবিত্রতার ফলেই হয়ে থাকে। অন্যথায় যদি নিয়ত ঠিক হয়, তা হলে ইল্‌ম থেকে ফায়দা এবং আমলের মধ্যে এখলাস ও বুযুর্গের মর্যাদা ও সম্মানের অনুধাবন অবশ্যই হবে।

সূত্রঃ তাম্বীহুল গাফিলিন, পৃষ্ঠা ৫

No comments:

Post a Comment