বিয়ে আপনার জীবনের সবচে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত।
লাইফ ইজ আ রেস কথাটা একমাত্রিক হলেও জীবন অন্ততপক্ষে একটা সফর এটা কিন্তু ধ্রুব সত্য। এই সফরে নারী ও পুরুষ পরস্পরের জন্য রাহবার ও রাহী; সওয়ার ও সওয়ারী।
সওয়ারী দুর্বল হলে সফর কঠিন হবে, সওয়ার যদি অতি বেশি ভারী হয়, সফরে দুর্ঘটনা ঘটবে, রাহী যদি বিশ্বস্ত না হয়, আপনি বেঈমানীর শিকার হবেন, রাহবার যদি বুদ্ধিমান ও জ্ঞানী না হয়, আপনি গন্তব্যে পৌছানো দূরে থাক, গন্তব্য কি আর পথ কি, তাই বুঝতে ভুল করবেন।
দুর্বল সওয়ারীর উদাহরন হচ্ছে একজন অলস, ভীতু বা দুর্বল পুরুষ, যে প্রয়োজনে নিজের অপছন্দের কাজ করে হলেও নিজের পুরুষসুলভ দায়িত্ব পালন করতে চায় না। অথবা, একজন নারী, যে বিপদের সময় ধৈর্য ধারন করতে পারেনা, ফলে তার কারনে অতি দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে নানা বিপর্যয়ের সৃষ্টি হয়।
অতি ভারী সওয়ারের উদাহরন হচ্ছে একজন পুরুষ বা নারী, যার মধ্যে ভালো স্বভাবের চেয়ে মন্দের আনাগোনা বেশি এবং সম্পর্কে যে আনুগত্যের চেয়ে বেশি অবাধ্যতা নিয়ে আসে। এদের নিয়ে পথ চলতে গিয়ে সওয়ারীর মেরুদণ্ড ভেঙ্গে যায় এবং সে সময়ের আগেই মারা যায়।
বিশ্বস্ত রাহী হচ্ছে সেই নারী বা পুরুষ, যে পথের বিপদ সম্পর্কে স্বামী বা স্ত্রীকে সজাগ করে, তার ছোটখাট ভুল শুধরে দেয়, নিজে সফরের এমন প্রস্তুতি নেয় যেন কোথাও তার স্বামী/স্ত্রী আটকে গেলেও সে তাকে এগিয়ে নিয়ে যেতে পারে৷ অবিশ্বস্ত রাহী এর বিপরীত। সে মূলত স্বামী/স্ত্রীর কাছ থেকে সুবিধা নিয়ে তাইএ ফেলে এগিয়ে যাওয়ার পরিকল্পনা আটে।
জ্ঞানী রাহবার হচ্ছে সেই স্বামী বা স্ত্রী, যে তাৎক্ষনিক আনন্দ ও ভোগের পথের বদলে দীর্ঘমেয়াদী সুখ, প্রশান্তি ও সন্তুষ্টির দিকে স্বামী/স্ত্রীকে পরিচালিত করে। হক ও বাতিলের জ্ঞান রাখে, দুনিয়া ও আখিরাতের ভারসাম্য বোঝে এবং যখন স্বামী/স্ত্রী দৈহিক/মানসিকভাবে ভাবে ভেঙ্গে পড়ে, তার আশ্রয় হয়।
যারা আমার কাছে বিয়ে সংক্রান্ত বিষয়ে পরামর্শ চান, এই চার ক্রাইটেরিয়ার প্রতিটিতে আপনার পছন্দের মানুষকে বসান। সিদ্ধান্ত নেয়া সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ।
সজল ভাই
No comments:
Post a Comment