ربِّ اغفِرْ لي خَطِيئتي وجَهْلي وإسرافي في أمري وما أنتَ أعلَمُ به منِّي اللَّهمَّ اغفِرْ لي خطاياي وعَمْدي وجَهْلي وجِدِّي وهَزْلي وكلُّ ذلكَ عندي اللَّهمَّ اغفِرْ لي ما قدَّمْتُ وما أخَّرْتُ وما أسرَرْتُ وما أعلَنْتُ إنَّك أنتَ المُقدِّمُ وأنتَ المُؤخِّرُ وأنتَ على كلِّ شيءٍ قديرٌ
[রাব্বিগফির লি খত্বিয়াতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়ামা আনতা আ'লামু মিন্নি। আল্লাহুম্মাগফিরলি খাত্বায়ায়া ওয়া আমদি ওয়া জাহলি ওয়া জিদ্দি ওয়া হাযলি ওয়া কুল্লু যালিকা ইনদি। আল্লাহুম্মাগফিরলি মা ক্বদ্দামতু ওয়া মা আখখারতু ওয়ামা আসরারতু ওয়ামা আলানতু ইন্নাকা আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু ওয়া আনতা আলা কুল্লি শাইইন ক্বদির]
অর্থ: মাওলা! আমার গুনাহ মাফ করে দাও। না জেনে যা করেছি মাফ করে দাও। আমার যত বাড়াবাড়ি ছেড়ে দাও। আমার যে কাজ আমি গুনাহ মনে করিনি কিন্তু তুমি জানো সেগুলো গুনাহ সেসবও মাফ করে দাও। ওগো আমার রব! ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে যা ভুল আমি করেছি সবটা মাফ করে দাও। বুঝে শুনে ও হাসি তামাশায় যা কিছু আমার দ্বারা হয়ে গেছে সব ক্ষমা করো। মালিক! আগে যা গুনাহ করেছি পরে যা করব সেগুলোও মাফ করে দাও। গোপনে কিবা প্রকাশ্যে যত গুনাহ করে ফেলেছি তাও দাও মাফ করে। আপনিই তো আগে বাড়িয়ে দেয়ার মালিক। পিছিয়ে দেয়ারও মালিক আপনিই। সবকিছুতে আপনিই ক্ষমতাবান।
[সহীহ ইবনে হিব্বান ৯৫৭ | আবু মূসা আল আশআরী রাদ্বিয়াল্লাহু আনহুর বর্ণনা]
আল্লাহর কোনো গোলাম আল্লাহর কাছে তার হাবীবের শিখিয়ে দেয়া এই দুয়া করবে আর আল্লাহ মাফ করবেন না তা কি কখনো সম্ভব!
Ammarul Hoque হাফিযাহুল্লাহ
No comments:
Post a Comment