Friday, February 21, 2025

গায়রে মাহরাম এর ক্ষতি

পড়লাম আর বুঝলাম আবারো যে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গায়রে মাহরাম থেকে কোটি হাত দূরে থাকতে বলেছেন।
ইস আপনি যদি গার্লস কলেজ এ ভর্তি হতেন বা অন্তত এত খাতির না জমাইতেন!


।।।


আসসালামু আলাইকুম। আমি একজন মেয়ে।বয়স ৩৪। পেশায় একজন সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।আমার জীবনের কিছু অভিশাপ আজ আমাকে নি:স্ব করে দিছে।কিন্তু এগুলো র কোন টার জন্যই আমি যে একাই দায়ী তা না।মূলত আমার ইচ্ছাকৃত কোন অপরাধ নেই বললেই চলে।বলা বাহল্য আমি ২ সংসারের মেয়ে।আমার আগের মা মারা যাওয়ার পর বাবা আমার মাকে বিয়ে করেন। এটাই যেন আমাদের মূল অপরাধ।আত্মীয়স্বজন,প্রতিবেশি,সমাজ সব খানেই যেন আমাদের দোষ টাই সবার চোখে ধরা পরে। যাই হোক আমার জীবনের প্রথম ভুল ছিল আমি যখন এইচ এস সি তে পড়ি! তখন বয়েজ কলেজে ভর্তি হওয়ায় মেয়ে বলতে আমার গ্রুপে আমিই ছিলাম তাই প্রাইভেটের পড়ার ব্যপারে কখনো কিছু জানার থাকলে আমি এক ছেলে ফ্রেন্ডের কাছে জানতাম সব।মাঝেমাঝেই আলাপ হত নানা বিষয়ে। ৩;৪ বার আমাদের বাসাতেও আসছে।সে আমাকে যে লাইক করতো সেটা আমি কখনো পাত্তা দিতাম না।জেনেও কথা বলেছি। কিন্তু ওকে আমার লাইক হত না তাও অনেকবার বলেছি। ৩ বছর সময় আমি যখন জব পাই ২০১১ সাল তখন আর আমি ওর সাথে কথা বলিনা।মূলত জব পড়াশোনা নিয়ে ব্যাস্ত ছিলাম।আমি তার সাথে কথা না বলাতে ওকে রিজেক্ট করাতে সে যা করে আমার সাথে সেগুলোর বর্ননা দিচ্ছি।
১ম: সে আমার মেয়ে/ছেলে অন্যান্য যত ফ্রেন্ড আছে তাদেরকে গিয়ে.,
২য়:আমার প্রতিবেশি যারা আছে যাদের সাথে পারছে তাদেরকে বলছে আমার সাথে ওর প্রেম,আমার সাথে সে শারীরিক সম্পর্ক করছে,আমাকে নিয়ে নাকি সিলেট গেছে,,, আমার নাকি এব রেশন হয়েছে এসব নানা নোংরা কথা সারা এলাকায় ছড়াইছে। 
৩য়:আমার নামে ফেসবুক একাউন্ট খুলে এবং দেই ফেসবুকে আমার নিজের কাজিন দের ছবি পোস্ট করে,আমার ফেসবুক থেকে আমার ছবি নিয়ে এবং ফেসবুকে নানা বাজে কথা পোস্ট করে আমাকে ভাইরাল করছে! আমার আত্মীয় যারা আছে! আমার অচেনাও যারা আছে তাদেরকেও ফেসবুক ফ্রেন্ড করে আমি হয়ে চ্যাট করছে।আমার ঘনিস্ট আত্মীয়/ফ্রেন্ড দের জামাইয়ের সাথেও ওই ফ্রেন্ডের নামে মিথ্যা বলে বেড়াইছে যাতে আমার রিলেটিভ/ফ্রেন্ড রা ভাবে আমি ওদের নামে দুর্নাম করি। এই ফেসবুক টা ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত চালাইছে আমার নামে।ফেক আইডি 
এসব করার ফলে আমার যা ক্ষতি গুলো হয়েছে
১:এলাকায় আমার ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত যত মনের মত পাত্রপক্ষ আসতো ওই ছেলের মুখে মিথ্যা প্রেম শুনে চলে যেত!
২য় :২০১৭ সালে এলাকার বাইরে গিয়ে ১ দিনের মাঝে বিয়ে হয় কিন্তু সেটার তথ্য আমার পরিবার ভালভাবে না জেনেই বিয়ে দেয়।বিয়ের পর জানতে পারি ছেলের অন্য মেয়ের সাথে রিলেশন। ছেলের বাবা সুদের ব্যবসা করে।ছেলের ছোট ভাই ও একটা মেয়েকে বিয়ে করে ডিভোর্স দেয়।মা যাত্রাপালাতে গান করতো।পরে আমাকে বিভিন্ন ভাবে কথাতে ছোট করে। স্বামীও কিছু করতোনা।খারাপ আচরণে চলে আসি ।এরপর আমি বিয়ে করি ২০২১ সালে একজন ডিভোর্সি কলেজের লেকচারার । ভেবেছিলাম হয়ত হুজুর পরিবার ভাল হবে! আগুন মনে এখন আরো জ্বলে গেল! আমার সাথে কাবিন হওয়ার পরেই ৫ লাখ টাকা চায়। যখন আমি রাজি না হলাম তখন আমাকে এলাকায় নানা মিথ্যা রটিয়ে চলে গেল!এখন শুনি ওর সব মিলে ৪ টা বউ গেছে।এখন ৫ নম্বর বিয়ে করছে!
যাই হোক বলা বাহুল্য আমার পরিবার খুব স্বনামধন্য । আমি দেখতেও ভালই ছিলাম। যেখানে আমার ক্যাডার পাত্রের সাথে বিয়ে হওয়ার কথা সেখানে আজ আমার ২ টা এক্সিডেন্ট হলো তাও ২ টাই ছেলেদের দোষে!, আর আমার সাথে অন্যায় করা ছেলেটার জন্য! 
এখন কথা হলো বিয়ের জন্য কাউকেই লাইক হয়না!,যোগ্য মত কাউকে এখন আর পাইনা।তাই আর মন ও চায়না বিয়ে করতে! যেখানে আমার সুন্দর একটা সংসার থাকার কথা সেখানে ওই কাফের ফাজিল ছেলের জন্য নি:স্ব।
এখন কি করব?আমি খুব ই ডিপ্রেশনে ভুগছি। 
বি:দ্র:আমার নামে যখন ফেসবুক খুলছে তখন সাইবার আইন আমার কাছাকাছি ছিলনা।যখন আসলো তখন আর ওই আইডি চালায়না।তাই কোন কিছু করতে পারিনি আর আমরা ২ য় সংসারের দেখে ওরাই আমার নামে ওই ছেলের কথা শুনে মিথ্যা গুজব আরো জোরদার করছে।) আমার এক্সের ৪ টা বউ চলে গেল সেটা আমার এলাকার কাছে কিছুইনা।আর আমি শুধু ১জনকে না পেরে ডিভোর্স দিছি এতেই নানা কথা শুনতে হয়!যেই ছেলের সাথে আমি ফ্রেন্ড হিসেবে প্রয়োজনে ২ বছর কথা বলছি তাও সেটা ২০১১ সালের অনেক আগে এখনো লোক জন বলে আমার নাকি প্রেম ছিল! তাই আমি ডিভোর্স দিয়েছি! তাই পরের টা কাবিন করেও প্রেম শুনে চলে গেছে!,অথচ ওই ছেলেও বিবাহিত!কই আমি তো ওই ছেলের বিয়ের সংবাদ শুনেও ওর নামে এলাকায় গিয়ে বাজে কথা বলিনি? আমি আরো চাচ্ছিলাম এই ছেলে কেন ২০১০ সালের মাঝে বিয়ে করলোনা?তাহলে তো আমার নামে এসব মিথ্যাও ছড়াতো না এলাকায়!আমার ও বেকার ছেলে বিয়ে করতে হতনা,
ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দীর্ঘ করার জন্য।কিছু করার নেই এতটুকু উপস্থাপন না করলে কেউ বুঝতে পারবেনা,।আরো হয়ত বিস্তারিত বলা দরকার ছিল কিন্তু ফেসবুক পোস্ট দীর্ঘ এত করা যায়না।
অগ্রীম ধন্যবাদ সবাইকে।

Saturday, February 15, 2025

নারীর সুগন্ধি ব্যবহার

সুগন্ধি বা খুশবোর ব্যবহার মূলত সুন্নত। আল্লাহর রাসুল (স.) সুগন্ধি পছন্দ করতেন এবং নিজে ব্যবহার করতেন। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, মহানবী (স.) ইরশাদ করেছেন, ‘তোমাদের দুনিয়া থেকে আমার কাছে তিনটি জিনিস অধিক প্রিয়। স্ত্রী, সুগন্ধি আর আমার চক্ষু শীতল হয় নামাজের মাধ্যমে।’ (নাসায়ি: ৩৯৩৯)

নারীদের জন্যও ঘরের ভেতরে সুগন্ধি ব্যবহার জায়েজ। সেন্ট, পারফিউম, বডি স্প্রে ইত্যাদিতে যদি কোনো ধরনের নাপাক বস্তু মিশ্রিত না থাকে, তাহলে মুসলিম নারীরা ঘরের মধ্যে অবশ্যই সুগন্ধি ব্যবহার করবে। (তুহফাতুল আহওয়াজি: ৮/৭১)

তবে, পরপুরুষ গন্ধ পাবে এমন জায়গা দিয়ে নারীদের সুগন্ধি মেখে চলাচল করা নিষেধ। এতে পর্দার লঙ্ঘন হয়। কেননা ইসলামে নারীদের সুগন্ধি ব্যবহারের বিধান পর্দার বিধানের মতোই। অর্থাৎ নারী সুগন্ধি মেখে ঘর থেকে বের হলে শরয়ি পর্দা আদায় হয় না। হাদিসে ওসব নারীর ওপর অভিসম্পাত করা হয়েছে। মহানবী (স.) বলেছেন, ‘প্রত্যেক চক্ষুই ব্যভিচারী। আর কোনো নারী যদি (কোনো ধরনের) সুগন্ধি ব্যবহার করে কোনো (পুরুষের) মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে, তবে সে ব্যভিচারিণী।’ (আবু দাউদ, তিরমিজি, নাসায়ি, ইবনে হিব্বান, ইবনে খুজাইমা, হাকেম, সহিহুল জামে: ৪৫৪০)

‘যে মহিলা সুগন্ধি ব্যবহার করে লোকজনের পাশ দিয়ে যাওয়ার ফলে তারা তার ঘ্রাণ পেল সে মহিলা ব্যভিচারিণী।’ (নাসায়ি: ৫০৩৬) 

এমনকি নারীরা আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে মসজিদে যেতেও সুগন্ধি ব্যবহারে নিষেধাজ্ঞা এসেছে হাদিসে। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে বারণ করো না, তবে তারা যেন খুশবো ব্যবহার ছাড়া সাধাসিধাভাবে আসে।’ (আহমদ, আবু দাউদ, সহিহ জামে: ৭৪৫৭)

‘যে মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায়, তার গোসল না করা পর্যন্ত কোন নামাজ কবুল হবে না।’ (ইবনে মাজাহ, সহিহ আল-জা-মিউস সাগির ওয়া জিয়াদাতুহ: ২৭০৩)

জীবনের মোড়

জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো শক্তিশালী একটি লেখা।
সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, "Compound Interest হল এই পৃথিবীর অষ্টম আশ্চর্য্য"।
.
উনার এই কথার সাথে একমত হয়ে SUCCESS Magazine- এর Publisher Darren Hardy একটি বই লিখেন The Compound Effect নামে, যেটি The New York Times Bestseller.
.
এই বইটিতে কিছু চমৎকার Key Idea আছে যা আমাদের সবাইকে একটা Perfect Life Resolution বানাতে সাহায্য করতে পারে। 
.
আচ্ছা বলুনতো,
কোন মানুষের Successful বা Failure হওয়ার পিছনে Root Factor হিসেবে কাজ করে কোনটা? তার ছোটবেলা, সে কিভাবে বড় হয়েছে, তার পরিবেশ নাকি অন্য কিছু?
.
লেখকের মতে সেই Root Factor হল তার নিজের নেয়া ছোট ছোট চয়েজগুলো।
.
এই পুরো পৃথিবীতে শুধুমাত্র একটাই জিনিস আছে যেটা যদি আমরা চাই তাহলে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে আমাদের চয়েজ। আর এই চয়েজগুলোই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আউটকামের জন্য দায়ী।
.
আপনি যদি ইচ্ছা করেন তাহলে অফিস থেকে ফেরার পর জিমে যেতে পারেন বা সোফাতে শুয়ে টিভিও দেখতে পারেন। আপনি যদি চান কোন কারনে আপনার বউয়ের সাথে ঝগড়া হওয়ার পর সবকিছু ভুলে পিছনে ফিরে তাকে জড়িয়ে ধরতে পারেন বা আপনার ইগোকে প্রশ্রয় দিয়ে সেখান থেকে বেড়িয়েও আসতে পারেন।
.
এরকম ছোট ছোট চয়েজগুলোই আমাদের সবকিছুর আউটকামগুলোকে নির্ধারন করে: আপনি সারাজীবন সুস্থ্য থাকবেন নাকি রোগের বয়ে বেড়াবেন, আপনি একটা দীর্ঘ এবং মধুর সম্পর্ক পাবেন নাকি আপনার মেয়েকে জবাব দিতে হবে কেন তার মাকে আপনি ডিভোর্স দিয়েছিলেন।
.
কিন্তু আমরা এরকম ছোট ছোট চয়েজগুলোতে বেশি মন দিই না, যদি আমি আপনাকে এখন দুটো অপশন দেই: আপনাকে এখন ১ টাকা দিব যেটা আগামী ১ মাস প্রতিদিন দিগুন হবে অথবা এখনই একবারে ১০ কোটি টাকা দিব; তাহলে আপনি এর মধ্যে কোন অফারট নিতে পছন্দ করবেন।
.
বেশিরভাগ মানুষই, হয়তো প্রায় সবাই ২ নাম্বার অপশন অর্থাৎ ১০ কোটি টাকাই নিবে। আচ্ছা তাহলে আমি ১ নাম্বার অফারটা নিজের কাছে রেখে দিলাম। এবার দেখা যাক ১ মাস পর এর আউটকাম কি আসে।
.
৫ দিন পর আমার কাছে আছে ১৬ টাকা আর আপনার কাছে ১০ কোটি। ১০ দিন পর আমার কাছে আছে ৫১২ টাকা আর আপনার কাছে সেই ১০ কোটি। ২০ দিন পর আমার কাছে ৫,২৪,২৮৮ আর আপনার কাছে সেই ১০ কোটি টাকা। আপনি এত টাকায় অনেক মজাতেই আছেন।
.
এবার ৩১ দিন পর আপনার কাছে আছে এখনো সেই ১০ কোটি কিন্তু আমার কাছ আছে ১০৭,৩৭,৪১,৮২৪ অর্থাৎ ১০৭ কোটি টাকা। যেটা কিনা আপনার থেকে ১০ গুন বেশি।
.
এবার তো বুঝা যাচ্ছে আইনস্টাইন কেন Compound Interest ব্যাপারটাকে 8th Wonder of World বলেছেন। সাকসেস জিনিসটাও ঠিক এই প্যাটার্নটাই ফলো করে।
.
Darren Hardy বলেছেন, "After 31 months or 31 years, the person who uses the positive nature of the compound effect appears to be an overnight success."
.
যেমন রুপক অর্থে রাশেদ, বিজয়, জুয়েল তিন বন্ধুর উদাহরন দেখা যাক। তিনজনই একরকম পরিবেশে বড় হয়েছে, একই জায়গায় থাকে আর ইনকাম মোটামুটি একই রকম। আর হ্যা ধরা যাক তিনজনেরই বিয়ে হয়ে গেছে এবং সবারই ওয়াইফের সাথে একটু মনোমালিন্য চলছে।
.
নতুন মাস বা বছরের শুরু থেকে রাশেদ সবসময় যা করে সেটাই করতে থাকল, কারন তার মনে হয় এটাতেই সে খুশী আছে। হ্যা শুধু কখনো কখনো সবার ব্যাপারে বিভিন্ন বিষয়ে অভিযোগ করা শুরু করল।
.
অন্যদিকে বিজয় একটি Daily Checklist বানিয়ে নিজের মধ্যে কিছু ছোট ছোট Insignificant Positive Change আনা শুরু করল। যেমন-
১- প্রতিদিন ঘুমানোর আগে একটা ভাল বইয়ের ১০ পৃষ্ঠা পড়া।
২- প্রতিদিন অফিসে যাওয়ার বা ফেরার সময় গাড়িতে বসে বা সুবিধামত সময়ে ৩০ মিনিট কোন Self Help/Motivational ভিডিও দেখা।
৩- নিজের ডেইলি ডায়েট প্ল্যান থেকে ১২৫ ক্যালরি কমালো।
৪- প্রতিদিন এক্সট্রা অন্তত ২ লিটার পানি খাওয়া।
৫- প্রতিদিন ১ মাইল হাটা।
৬- ব্যবসায়ীক স্বার্থ জড়িত প্রতিদিন অন্তত এমন ২/১ জনকে ফোন দিয়ে খোজখবর নেয়া বা সম্পর্কোন্নয়ন।
৭- নিজের বউকে নিয়ে প্রতি সপ্তাহে শুধুমাত্র ১ দিন বাইরে ডিনারের জন্য যাওয়া।
.
এবার অন্যদিকে জুয়েল কিছু ছোট ছোট Insignificant Negative Change আনা শুরু করল। যেমন:
১- প্রতিদিন লাঞ্চে একটু করে জাংকফুড খাওয়া।
২- কাজের চাপের অজুহাতে সপ্তাহে ৩/৪ দিন জিম মিস দেয়া।
৩- প্রতিদিন অফিস থেকে ফেরার সময় ১ বোতল কোল্ডড্রিঙ্কস খাওয়া।
৪- টিভিতে ফেভারিট শো দেখার জন্য ইভিনিং ওয়াক বন্ধ করে দেয়া।
৫- সময়ের অভাবের অজুহাতে অফিসিয়াল যোগাযোগ কমিয়ে দেয়া।
৬- ব্যস্ততার অজুহাতে বউয়ের সাথে বাইরে যাওয়াও বন্ধ করে দিল।
.
পরব্ররতী ৫ মাসে ৩ বন্ধুর তেমন কোন পার্থক্য দেখা গেল না। ১০ মাস পরেও একই। এবার বিজয় একটু একটু ফ্রাস্ট্রেট হতে লাগল। কেননা এখনো সে কোন পজটিভ রেজাল্ট দেখতে পায়নি তাও সে কোনরকমে জেদ ধরে চালিয়ে গেল, যেখানে জুয়েল কম কাজ করে জীবনকে উপভোগ করতে থাকল। আর রাশেদও খুশিতেই আছে।
.
কিন্তু ২৫ মাস পর হঠাৎই এদের মধ্যে কিছুটা বড় পার্থক্য দেখতে পাওয়া গেল, আর ২৭ মাস পর সেটা আরো ক্লিয়ারলি দেখতে পাওয়া গেল।
.
And after 31 months the differences become poles apart.
.
রাশেদ এখন আরো বেশি কম্পলেইন করে সবার ব্যাপারে। সে বেশিরভাগ সময়ই Bore এবং Purposeless অনুভব করে।
.
জুয়েল রোজ একটু একটু জাংকফুড খেয়ে এবং জিম বাদ দিয়ে ১৫ কেজি ওজন বাড়ালো, সাথে নানান রোগব্যাধি। যোগাযোগ কমিয়ে দেয়ার ফলে বিজনেসের অবস্থাও খারাপ হতে লাগল। ফলস্বরূপ আর্থিক অবস্থাও খারাপ হয়ে গেল সেই সাথে বউয়ের সাথেও সম্পর্ক খারাপ হয়ে ডিভোর্সের পর্যায়ে চলে গেল।
.
Small negative changes compounded for 31 months brought a horrific result.
.
এবার আসা যাক বিজয়ের ব্যাপারে। এই ৩১ মাসে সে প্রায় ৫০ টি বই এবং ৪৬৫ ঘন্টা উপকারী ভিডিও দেখে নিয়েছে যেটাতে তার Knowledge & Wisdom দুটোই আগের থেকে অনেকগুণ বেড়ে গেল।
.
প্রতিদিন শুধু ১২৫ ক্যালরি কমিয়ে আর ১ মাইল হেটে ১৫ কেজি ওজন কমালো যে কারনে সে এখনো আগের মতই স্লিম আর হ্যান্ডসাম। প্রতিদিন মাত্র ২ লিটার পানি খেয়ে মোট প্রায় দুই হাজার লিটার পানি খেয়ে নিল যা কিনা তার নিজের ভিতরে অনেক রোগকে বেড়ে ওঠা কমিয়ে দিল।
.
আর প্রতিদিন মাত্র দুইটা কল করে সে মোট ১৮০০ কল দিল যাতে সম্পর্ক ভালো হল ফলে বিজনেসও বাড়তে থাকল।
সপ্তাহে মাত্র একদিন বউকে ডিনারে নিয়ে গিয়ে মোট ১২৪ টা ডিনার ডেট করে ফেলল, যাতে তার বউ খুশী হল, নিজেদের সম্পর্কটাও মজবুত হল।
.
Strong insignificant changes compounded for 31 months brought an outstanding result for him.
.
.
কিন্তু!!
যদি সাকসেস পাওয়া এতটাই সোজা হয় আর আমরা সবাই প্রসেসটাও জানি, তাহলে কেন আমরা এই সূত্রটা ফলো করতে ব্যর্থ হয়ে যাই?
.
লেখকের মতে চারটি ফাঁদ আছে যার কারনে আমরা ব্যর্থ হই বা Consistency ধরে রাখতে পারি না।
.
1- Starting Results Are Invisible
.
ভাবুন যদি আপনি আজ একটা বার্গার খান আর পরদিন সকালে ১৫ কেজি ওজন বাড়িয়ে ঘুম থেকে ওঠেন তাহলে কি আপনি কোনদিনও একটা বার্গার খেতেন? অথবা আজ একটি সিগারেট খান আর পরদিন সকালে আপনি গলায় ক্যান্সার নিয়ে ঘুম থেকে ওঠেন, তাহলে কি আপনি কোনদিনও একটা সিগারেট খাওয়ার সাহস করতেন?
.
কিন্তু সমস্যাটা হল শুরুতে কোন পরিবর্তনই চোখে ধরা পরে না। কিছু মাস বা কিছু বছর পর হঠৎ যেন রাতারাতি কিছু ভয়ানক ফলাফল সামনে এসে যায়, যতক্ষণে সেটাকে আটকানোর আর সুযোগ থাকে না।
.
এই ফাঁদ থেকে বাঁচার জন্য আপনাকে সবসময় এটা মনে রাখতে হবে, "Every choice you make ignites a butterfly effect" মানে আপনাকে সতর্ক হয়ে প্রতিটা চয়েজ মন দিয়ে নিতে হবে।
.
2-Deceptiveness
.
লস এঞ্জেলসগামী কোন বিমান যদি ১ ডিগ্রিও Off Route হয়ে যায় তো সেই প্লেন লস এঞ্জেলস থেকে ১৫০ মাইল দূরে অন্য কোন দ্বীপে গিয়ে ল্যান্ড করবে। এবার আপনি ভাবুন যদি আপনিও নিজের জীবনে শুধুমাত্র ১ ডিগ্রীও Off Route হয়ে যান ১০ বা ১৫ বছরের জন্য, তাহলে জীবনের কোথায় গিয়ে ল্যান্ড করবেন!
.
এটা থেকে বাঁচার জন্য একটা গাইডলাইন থাকা খুবই দরকার। যেমন একটা Daily Checklist যেটা একটা ফুটপ্রিন্টের মত আপনাকে On Track থাকার জন্য সাহায্য করবে। যদি আপনি কোন কারনে কিছুদিনের জন্য অফট্র‍্যাক হয়েও যান তখন এই চেকলিস্টটা আপনাকে অন ট্র‍্যাকে ফিরে আসার জন্য অনেকটা সাহায্য করবে।
.
3- Immediate Gratification
.
আপনার কাছে দুটো অপশন আছে, ডিনারের পর আপনি একটা হট চকলেট কেক খেতে পারেন বা শুধু ১ গ্লাস পানি খেতে পারেন। আপনি পানি বেছে নিলেন আর আপনার একটা বন্ধু নিল কেক। বন্ধু খুব আনন্দে ওই কেকটাকে আপনার চোখের সামনে মজা করে খেতে লাগল। আর এদিকে আপনি শুধু পানি খাচ্ছেন যেটার এতটুকুও কোন স্বাদ নেই। তখন কেমন লাগবে আপনার?
.
এটাই ফাঁদ!
যদি আপনি শর্ট টার্মে দেখেন তাহলে কোন ভাল চয়েজ বেছে নিলে তাতে আপনি কিছুই পান না কিন্তু যদি একটা খারাপ চয়েজকে বেছে নেন তাহলে আপনি অনেক খুশী আর মজা লাভ করেন।
.
Which is a great paradox.
.
যেমন Darren Hardy বলেছেন,
"Short term pleasures create long term pains and short term pains create long term pleasures.
.
জীবনে একবার তো আপনাকে কষ্ট করতেই হবে, আপনি এটাকে Skip করতে পারবেন না। এই কষ্ট দুই ধরনের হয়: Pain of Discipline এবং Pain of regret.
কিন্তু ডিসিপ্লিনের কষ্টে ওজন শুধু কয়েক গ্রাম এবং কিছুদিনের যেখানে রিগ্রেটের কষ্টের ওজন কয়েক টন এবং আজীবনের।
এবার চয়েজ আপনার।
.
4- What is easy to do is also not easy to do.
.
চেকলিষ্ট Maintain করা, প্রতিদিন শুধুমাত্র দুই বোতল পানি খাওয়া, ১ মাইল হাটা; এইসব কাজ করা খুবই সহজ।
হ্যা সহজ তো বটেই কিন্তু এটা করা অনেকটা মুশকিলও।
.
লেখক বলেছেন শুধুমাত্র একটা জিনিস এরকম আছে যেটা Successful এবং Unsuccessful দুধনের লোকেদের মধ্যেই Common, তাদের কেউই ভাল চয়েজটা বেছে নিতে ভালবাসে না।
.
হ্যা এটাই সত্যি!
হট চকলেট কেকের পরিবর্তে শুধু স্বাদহীন পানি খেতে কেউই ভালবাসে না, কিন্তু সাকসেসফুল লোকেরা তাও যেকোন ভাবে তাদের Will Power বা নিজের Why Power- কে কাজে লাগিয়ে সেই কাজটা করে নেয়।
.
যেমন মোহাম্মদ আলী বলেছেন,
"I hated every minute of training but I love being a world champion."
.
তো এই ফাঁদ থেকে বাঁচার জন্য আপনার ওই Why টাকে খুজে বের করতে হবে। এই Why যত পাওয়ারফুল হবে আপনিও ততটাই পাওয়ারফুল হবেন।
.
So prepare a Checklist on daily basis, which will guide you throughout the year to stay on the right track.
.
One thing is fixed that you can never escape from the compound effect, either u earn it or you pay for it.

Collected

A desperate success story

স্টোরিঃ সুজি_নাকামুরা 

টমাস এডিসনের বৈদ্যুতিক বাল্বের ভার্সনগুলোর একটা বড় সমস্যা আছে। এখানে বিদ্যুৎ থেকে প্রথমে ফিলামেন্টে তাপশক্তি তৈরি হয়, তারপর সেই তাপ থেকে আলো তৈরি হয়। এফিশেন্সী মাত্র ১০-১৫%। অর্থাৎ মোট শক্তির মাত্র দশভাগের একভাগ আলো তৈরি হয়; বাকিটা নষ্ট।    

গত শতাব্দীর মাঝামাঝি সময়ে বিজ্ঞানীরা সেমিকন্ডাক্টর নিয়ে খেলতে খেলতে একধরণের নতুন বাতি তৈরি করে ফেলেন, সংক্ষেপে ডাকা হয় 'LED' (এল ই ডি)। যেখানে মলেকুলার লেভেলে পদার্থকে ম্যানিপুলেট করে সরাসরি ফোটন নির্গত করা হয় হয়। ফলে মোট শক্তির ৭০ পার্সেন্টকে আলোতে রুপান্তরিত করা যায়।  

এলইডি এর আসল মহাত্ম হলো এটাকে ইচ্ছামত ছোট করা যায়। চাইলেও আগের লাইট বাল্বগুলোকে বেশী ছোট বানাতে পারবেন না। কারন ফিলামেন্ট এবং সেমি-ভ্যাকিউম টিউবের আকারের একটা সীমাবদ্ধতা আছে। সেখানে এলইডি কে একটা ডটের সমানও বানানো যায়। সুতরাং বলা যায় এলইডি না থাকলে কম্পিউটার ও ফোনের স্ক্রিন তৈরি করা সম্ভব হত না।  

যাইহোক, লাল ও সবুজ রঙ্গের এলইডি তৈরি করা হয়ে গেলেও নীল এলইডি বানাতে গিয়ে প্রচুর হিমশিম খাচ্ছিলেন ইঞ্জিনিয়াররা। বিভিন্ন কোম্পানি প্রচুর বিনিয়োগ করে প্রায় ফতুর হয়ে যাবার দশা হয়েছিল। নীল LED তৈরি করা গেলে RGB স্ক্রিন তৈরি করা সম্ভব হত সহজেই। আজকের গল্প সুজি নাকামুরা নামের একজন জাপানিজ টেকনিশিয়ানকে নিয়ে, যিনি প্রায় নিজের একক চেষ্টাতে এই অসম্ভবকে সম্ভব করেছিলেন।   

নাকামুরার ভার্সিটি ভর্তি পরীক্ষা খুব ভালো হয়নি, ফলে সাধারণ লোকাল একটা ভার্সিটিতে পড়াশুনা করতে হয়। স্বপ্ন ছিল থিওরেটিক্যাল ফিজিসিস্ট অথবা গণিতবিদ হবেন। এক শিক্ষক বলল যে পদার্থবিজ্ঞানে ভাত নাই, সুতরাং ইঞ্জিনিয়ারিং পড়াই ভালো হবে। অতঃপর ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলেন যেহেতু এটা ছিল ফিজিক্সের সবথেকে কাছাকাছি।  

ভার্সিটির প্রথম দুই বছরে নানা রকম ইরিলিভেন্ট কোর্স দেখে নাকামুরা হতাশ হয়ে ক্লাসে যাওয়া বন্ধ করে দিল। এই সময় ফিজিক্সের বিভিন্ন বই পড়ে কাটাতো। থার্ড ইয়ারে থাকতে সেমিকন্ডাক্টরের উপর একটা কোর্স করার পর আবার ক্লাস করার আগ্রহ ফিরে এল। 

মাস্টার্সে নাকামুরা চাইছিল কোন একটা থিওরেটিক্যাল কাজ করতে। কিন্তু তার প্রফেসর টাডা ছিলেন জাঁদরেল এক্সপেরিমেন্টালিস্ট। সুতরাং বাধ্য হয়ে তাকে এক্সপেরিমেন্টাল কাজই করতে হয়। সে নিজেও তখন জানত না যে এই এক্সপেরিমেন্টাল ফিজিক্সই তাঁর জন্য ব্লেসিং হয়ে আসবে। তাকে একসময় নোবেল এনে দিবে।  

প্রফেসর টাডার ল্যাব ছিল ভাঙ্গারির দোকানের মত। ভাঙ্গাচোড়া টেলিভিশন খুলে সেখান থেকে স্পেয়ার পার্টস নেয়া হত। নাকামুরা যখন কাজ করত তখন তাকে স্টিলের দোকানে কাজ করা শ্রমিকের থেকে আলাদা দেখাতো না। প্রতিটা স্কিলই নাকামুরার কাজে লেগেছিল পরবর্তীতে।     

মাস্টার্স শেষে কাজ নেন নিশিয়া নামে ছোট একটা কোম্পানিতে। জাপান তখন ইলেক্ট্রনিক্সে বেশ নাম কামাচ্ছে, ছোট বড় অনেক ইলেক্ট্রনিক্স কোম্পানি গড়ে উঠেছে। নিশিয়া কোম্পানি টেলিভিশনের জন্য পার্টস বানাতো। ল্যাবের ফসফরাস লিক থেকে প্রায়ই বুম করে শব্দ হত, কলিগেরা যেয়ে দেখত ধোঁয়ায় ঘর ভরে গেছে আর নাকামুরা এক কোণায় বসে কাশছে। একসময় বিষয়টা এত নরমাল ব্যাপার যায় যে কলিগেরা বিস্ফোরণের শব্দ পেলেও আর পাত্তা দিত না।    

তখনকার বড় বড় কোম্পানী ছিল সনি, প্যানাসনিক, তোশিবা, বেল ল্যাব ইত্যাদি। এই কোম্পানিগুলো ব্লু এলইডি তৈরি করতে ফেইল করেছে। তখন নিশিয়ার মালিক একটা বড় বাজি ধরলেন। নাকামুরাকে দায়িত্ব দেয়া হলো এই উচ্চভিলাষী প্রজেক্টের, বাজেট ৩ মিলিয়ন ডলার দেয়া হল। 

ব্লু এলইডি বানানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হাইকোয়ালিটি ক্রিস্টাল বানানো। সামান্য খুঁত থাকলেই সেটা আর কাজ করবে না। নাকামুরাকে বলা হল ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা থেকে এক বছরের জন্য ঘুরে আসতে। সেখানকার পোলাপান নাকি হাইকোয়ালিটির ক্রিস্টাল বানানোর নতুন ধরণের রিয়্যাক্টর নিয়ে কাজ করে। এই মেশিনে একটা গরম চেম্বারের ভেতর নজেল দিয়ে বাষ্প ইনজেক্ট করে ক্রিস্টাল বানানো হয়। 

নাকামুরা গেলেন এক বছরের জন্য, কিন্তু সময় খুব একটা ভালো কাটলো না। আগেই বলেছি নাকামুরার মাস্টার্স ছিল খুব সাধারণ ভার্সিটি থেকে আর করতেন টেকনিশিয়ানের কাজ। পোশাক আশাকে কখনোই স্কলার মনে হত না, তার ওপর ইংরেজিও কাঁচা, কোন পেপারও পাবলিশ হয়নি। সেই ল্যাবে কাজ করত পিএচডি ছাত্ররা, যারা ছিল তার থেকে বয়সে ছোট। ওরা তাকে নিয়ে বিদ্রুপ করত।  

এই অভিজ্ঞতা নাকামুরার জেদ বাড়িয়ে দিল। তিনি বলেন- “I feel resentful when people look down on me, At that time, I developed more fighting spirit – I would not allow myself to be beaten by such people.”

তাকে ভালো রিয়্যাক্টরে কাজ করতে দেয়া হল না, নষ্ট একটা রিয়্যাক্টর দেয়া হল। নাকামুরা প্রথম ১০-১২ মাস প্রচুর খাটনি করে মেশিনটা কিভাবে কাজ করে বুঝে নিলেন আর ঠিকমত এসেম্বল করলেন। তারপর সময় শেষ হলে তিনি নিশিয়া কোম্পানির জন্য নতুন একটা রিয়্যাক্টর অর্ডার করলেন। সাথে ঠিক করলেন যেভাবেই হোক একটা পিএচডি নিতে হবে। 

তখন কিন্তু তাঁর বয়স ৩৫, এই বয়সে অন এভারেজ মানুষ পিএইচডি শেষ করে ফেলে।  

এখন রিয়্যাক্টরতো আনা হলো, তো প্রশ্ন হচ্ছে এখানে কোন ধরণের ক্রিস্টাল বানানো যেতে পারে? হাতে আছে অপশন দুইটা- জিঙ্ক সেলেনাইড আর গ্যালিয়াম নাইট্রাইড। জিঙ্ক সেলেনাইড ছিল তখনো পর্যন্ত ব্লু এলইডি গবেষনার ক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন। এটা নিয়ে প্রচুর কাজ হয়েছে। অন্যদিকে গ্যালিয়াম নাইট্রাইডের কিছু সমস্যা ছিল কারণ এর হাইকোয়ালিটি ক্রিস্টাল বানানো অনেক কঠিন। বেল ল্যাবের মত কোম্পানি গ্যালিয়াম নিয়ে পুঙ্খানুপুঙ্খু কাজ করে রায় দিয়েছে যে এই দিকে যাওয়া কানা গলিতে পরার মতনই।    

তখন জাপানে নিয়ম ছিল কেউ যদি একটা বিষয়ে ৫ টা পেপার পাবলিশ করতে পারে তাকে পিএইচডি দেয়া হবে। নাকামুরা ভাবলো, ‘আমি হয়তো ব্লু এলইডি বানাতে পারবো না। কিন্তু গ্যালিয়াম নাইট্রাইডে অনেক নতুন কাজ করার স্কোপ আছে, তাতে অন্তত একটা পিএচডি পাওয়া যাবে’।  

জাপানের একটা বড় বৈজ্ঞানিক কনফারেন্স হলো। সেখানে জিঙ্ক সেলেনাইড নিয়ে কাজ করেছে এমন লোক ছিল ৫০০, আর গ্যালিয়াম নাইট্রাইড নিয়ে কাজ করছে এমন লোক আছে নাকামুরাসহ মাত্র ৫ জন। এর মধ্যে দুইজন হলেন ইশামু আকাজাকি ও হিরোশি আমানো। এরা দুইজন ক্রিস্টাল তৈরির প্রথম সমস্যা অলরেডি সমাধান করে ফেলেছেন। 

বাকি আছে দুইটা সমস্যা- পি-টাইপ বানানো ও ডিফেক্ট যথাসম্ভব কমানো। আকাজাকি ও আমানোরা মিলে পি-টাইপ বানিয়েছে, কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো না। নিশিয়ায় ফিরে নাকামুরা প্রথম ৬ মাস বহু চেষ্টা করে সাধারণ ক্রিস্টালও বানাতে পারলেন না। ডেস্পারেট হয়ে সিদ্ধান্ত নিলেন রিয়্যাক্টরটা নিজের মত চেঞ্জ করে নিবেন। ফ্লোরিডায় ১০ মাস ভাঙ্গাচোরা রিয়্যাক্টর জোড়া দিয়ে যে স্কিল অর্জন করেছেন সেটা অমূল্য হয়ে ধরা দিল। 

এই সময়ে নাকামুরার রুটিনের কথা বলা যাক। প্রতিদিন ৭ টায় ল্যাবে আসতেন। ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কাটিং ও ওয়েল্ডিং চলত। এমন কিছু নাই যেটা পরীক্ষা করে দেখা হয় নাই। কখনো মেশিনের হাইট বাড়ানো, পাইপ বাঁকিয়ে দেয়া, গ্যাস নজেলের শেইপ চেঞ্জ করে নতুন করে ওয়েল্ড করা ইত্যাদি।  

তারপর দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলত এক্সপেরিমেন্ট, এটা দেখার জন্য যে মেশিনের নতুন ভার্সন ভালো রেজাল্ট দিচ্ছে কিনা। ৭ টায় বাসায় যেয়ে, খেয়ে দেয়ে ঘুম। আবার সকালের ৭ টায় কাজ শুরু। নোবেল প্রাইজের ওয়েবসাইটে লেখা আছে নাকামুরা এই কাজ করে গেছেন দিনের পর দিন কোন ছুটি না নিয়ে। সপ্তাহের ৭ দিনই কাজ করতেন। বছরে কেবল একবার ছুটি নিতেন, জাপানিজ নববর্ষের দিনে। 

বছর খানেক পর, নাকামুরা নতুন একটা পরিবর্তন আনলেন রিয়্যাক্টরে। বাষ্প ইনজেক্ট করার নজেল ছিল একটা, তিনি ওয়েল্ড করে উপরে আরেকটা নজেল লাগিয়ে দিলেন। এবার দুই দিক থেকে বাষ্প পড়বে সাবস্ট্রেটের উপর- টু ফ্লো সিস্টেম। ১৯৯০ সালের এক শীতের দিনে ল্যাবে বানানো স্যামপল নিয়ে পরীক্ষা করতে গিয়ে কাঙ্ক্ষিত ফল পেলেন। গ্যালিয়াম নাইট্রেটের এত পিউর ক্রিস্টাল এর আগে কেউ বানায় নি। তিনি সেদিনটাকে বলছেনে- জীবনের সবথেকে এক্সাইটিং সময়। 

নাকামুরা তার প্রোটোটাইপ ব্লু এলইডি নিয়ে একটি বক্তৃতা দেন আমেরিকায়। শ্রোতারা তাকে স্ট্যান্ডিং ওভেশন দেয়। নাকামুরা কিন্তু তখনো কাজ থামাননি, তখনো এটা ছিল একটা প্রটোটাইপ। এর দুই বছর পর নিশিয়া পৃথিবীর প্রথম ব্লু LED এর কথা প্রকাশ করে।  

দেখেন সুজি নাকামুরা কোন প্রিভিলেজ থেকে শুরু করেন নি, ভালো ডিগ্রি বা ভালো ল্যাবে কাজ করার সৌভাগ্য হয়নি। সত্যি বলতে গেলে তাঁর যায়গায় ৯৯% পার্সেন্ট মানুষ লেগে থাকার কোন কারণ খুঁজে পেত না। এই মানুষদের মধ্যে আমি নিজেও পরি।  

কারণ তাঁর থেকে ভালো বেতনে, অনেক ভালো ল্যাবে ভালো মেশিনপাতি দিয়ে, তার উপর ভালো প্রফেসরের আন্ডারে অনেকে একই গবেষণা করছিল। 'ওদের তুলনায় আমি একা কি বা এমন করতে পারব?'- এমন মনে হওয়া অস্বাভাবিক না। এই কাহিনী আমার একটা পছন্দের সিনেমার ডায়ালগের কথা মনে করিয়ে দেয়-   

: But is there a line? You know, maybe you go too far, and you discourage the next Charlie Parker from ever becoming Charlie Parker?

: No, man, no. Because the next Charlie Parker would never be discouraged.

(সূত্রঃ Veritasium, নোবেল প্রাইজের ওয়েব সাইট)

Monday, February 10, 2025

দুঃখ, দুশ্চিন্তা, অসুস্থতা) দূর করে

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম‌ বলেন,

"যে ব্যক্তি কোনো দুঃখ, দুশ্চিন্তা, অসুস্থতা কিংবা কাঠিন্য অনুভব করবে এবং বলবে,

الله ربي لا شريك له
(আল্লাহু রব্বি‌ লা‌ শারিকা‌ লাহু‌)
"আল্লাহ আমার রব, তাঁর কোনো শরিক নাই"

আল্লাহ তার থেকে উক্ত (দুঃখ, দুশ্চিন্তা, অসুস্থতা) দূর করে দিবেন।" [১]

অন্য বর্ণনায় নিম্নোক্ত বাক্যটি পড়ার কথা বলা হয়েছে,

اَللّٰهُ، اَللّٰهُ رَبِّيْ لَآ اُشْرِكُ بِهٖ شَيْئًا 
(আল্লাহু আল্লাহু, রব্বী, লা উশরিকু বিহী শাই’আ)
"আল্লাহ! আল্লাহ! (তিনি) আমার রব! আমি তাঁর সাথে কোনো কিছুকে শরীক করি না।" [২]

[১] সহিহুল‌ জামে‌: ৬০৪০
[২] মাওয়ারিদুয যামআন: ৭/৪০০-৪০১

Md Moniruzzaman vai

Saturday, February 1, 2025

একটি হাদীস : জীবন পরিবর্তনকারী চারটি কথামাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক

একটি হাদীস : জীবন পরিবর্তনকারী চারটি কথা
মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক

আজকের এ মজলিসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস সম্পর্কে সংক্ষেপে মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

হাদীসটি ‘মুস্তাদরাকে হাকেম’সহ হাদীসের অনেক কিতাবে বর্ণিত হয়েছে—

সা‘দ ইবনে আবী ওয়াক্কাস রা. বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, আল্লাহর রাসূল! আমাকে নসীহত করুন এবং সংক্ষেপে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন—

(১) মানুষের হাতে যা আছে, তা থেকে নিরাশ হয়ে যাও।

(২) লোভ করবে না। কারণ লোভই হল নগদ দারিদ্র্য।

(৩) তুমি নামায এমনভাবে আদায় করবে, যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ!

(৪) এমন কথা ও এমন কাজ থেকে বিরত থাকবে, যার জন্য পরে তোমাকে ক্ষমা চাইতে হয়। —মুস্তাদরাকে হাকেম, হাদীস ৭৯২৮

লক্ষ করুন, সাহাবী বলেছেন— আমাকে নসীহত করুন এবং সংক্ষেপে বলুন। أَوْجزْ শব্দের মধ্যে ‘সংক্ষেপ করুন’-এর অর্থ যেমন আছে, তার চেয়েও বেশি রয়েছে ‘তাসীরপূর্ণ হওয়া’র কথা। অর্থাৎ আমার অন্তরে ও আমলে প্রভাব ফেলে এমন নসীহত করুন!

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চারটি নসীহত করলেন—

এক.

عَلَيْكَ بِالْإِيَاسِ مِمَّا فِي أَيْدِي النَّاسِ.

অর্থাৎ মানুষের হাতে কী আছে, দেখবে না। কার পকেটে কী আছে, কার কাছে কী ধন-সম্পদ আছে, তার দিকে যেন তোমার নযর না যায়! তা থেকে নিরাশ ও বিমুখ হয়ে তোমার দৃষ্টি থাকবে একমাত্র আল্লাহর রহমতের দিকে। আল্লাহ যা দিয়েছেন তার ওপর সন্তুষ্ট থাকবে। অন্যের পকেটের দিকে কখনো তাকাবে না!

হালাত ও জরুরত আসতেই পারে। প্রথমেই তোমার মাথায় আসতে হবে যে, আল্লাহ দান করবেন। সেই উদ্দেশ্যে দুই রাকাত সালাতুল হাজত পড়ে দুআ করবে। আর তার জন্য কোনো বৈধ উপায়-উপকরণ গ্রহণ করার থাকলে সেটিও করবে। কিন্তু অন্য কেউ আমাকে দিয়ে দিক— এমনটা যেন আমার মাথায় না আসে। আসলে সেটা মাথা থেকে সরাতে হবে!

অনেক সময় মানুষের হঠাৎ জরুরত এসে যায়। হঠাৎ কোনো ঠেকা এসে যায়। যেটা বাহ্যত তার সামর্থ্যরে বাইরে। এই ধরনের ক্ষেত্রে অনেকের মাথায় প্রথমেই যা আসে তা হল, কেউ যদি আমার সহযোগিতা করত! অমুক যদি আমার জরুরতটা পূরণ করে দিত! কিন্তু না; এমন করা যাবে না। এমনকি করয বা ঋণ নিতে হলে, সে ক্ষেত্রেও প্রথমে আমার মাথায় সালাতুল হাজত ও দুআর কথা আসতে হবে।

এককথায় মানুষের কাছে কিছু পাওয়ার আশা করবে না। ‘আশা’ তো থাকতেই পারবে না, বরং থাকতে হবে নিরাশা। কে দেবে আমাকে? কেন দেবে? কিছু চাইব তো নয়-ই; চাওয়ার ভানও করব না।

তোমার মেযাজ যদি এমন হয়ে যায়, তোমাকে মানুষ ভালবাসবে। মানুষের ভালবাসা পাওয়ার এটাও একটা উপায়।

দুই.

وَإِيَّاكَ وَالطَّمَعَ فَإِنَّهُ الْفَقْرُ الْحَاضِرُ.

লোভ করবে না। কারণ লোভই হল নগদ দারিদ্র্য।

সুবহানাল্লাহ! আবার খেয়াল করুন। নবীজী বলেছেন—

فَإِنَّهُ الْفَقْرُ الْحَاضِرُ.

লোভই হল নগদ দারিদ্র্য।

কারণ লোভ করা মানে তুমি নিজের অবস্থার ওপর কখনোই সন্তুষ্ট হতে পারবে না। কেবল মনে করবে, আমার নাই! আমার নাই!!

আমাকে আল্লাহ যা দিয়েছেন তার ওপর যদি আমি সন্তুষ্ট থাকি এবং লোভ না করি, তাহলে আমার চেয়ে প্রাচুর্যবান আর কে আছে!

কারণ অন্তরের প্রাচুর্যই প্রকৃত প্রাচুর্য। হাদীস শরীফে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—

لَيْسَ الْغِنى عَنْ كَثْرَةِ الْعَرَضِ، وَلكِنَّ الْغِنى غِنَى النَّفْسِ.

অভাবমুক্তি ও প্রাচুর্য সম্পদের আধিক্যের কারণে হয় না; বরং প্রকৃত প্রাচুর্য তো হল অন্তরের প্রাচুর্য। —সহীহ বুখারী, হাদীস ৬৪৪৬; সহীহ মুসলিম, হাদীস ১০৫১

সেজন্য লোভ থেকে সর্বদা বাঁচতে হবে। লোভ যদি করা হয়, তাহলে যত বেশিই থাকুক, তাতে মন কখনো ভরবে না। সে সর্বদা অভাবের মধ্যেই ডুবে থাকবে।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—

لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ لَابْتَغَى وَادِيًا ثَالِثًا، وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللهُ عَلى مَنْ تَابَ.

আদমের বেটার যদি দুই উপত্যকা সম্পদ থাকে, সে তৃতীয় উপত্যকা চাইবে। আদমের বেটার পেট কেবল মাটিই ভরতে পারে। আর যে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। —সহীহ মুসলিম, হাদীস ১০৪৮; সহীহ বুখারী, হাদীস ৬৪৩৯

খরচ না বাড়িয়ে কমানোর চিন্তা করি

দুনিয়ার জীবনে আমরা শান্তি পাই না। আমাদের জীবনে শান্তি আসে না। শান্তি না আসার বড় কারণ কী? শান্তি না আসার বড় একটা কারণ হল আমাদের প্রয়োজন বাড়িয়ে ফেলা। জরুরি নয় এমন অনেক কিছুকে আমরা জরুরি মনে করি। তাই আমাদের কর্তব্য হল, আমি কী কী ছাড়া চলতে পারি আর কী কী ছাড়া চলতে পারি না, সেটা শনাক্ত করা।

কোনো খরচ বাড়ানোর আগে আমাকে চিন্তা করতে হবে খরচ কমানোর। এটা যিন্দেগীর গুরুত্বপূর্ণ ফালসাফা এবং অনেক হাদীসের নির্যাস এই চিন্তাটা।

ভাষাটা প্রফেসর হামীদুর রহমান ছাহেব রাহ.-সহ আরো অনেক বুযুর্গের। প্রফেসর হযরত রাহ. বলতেন, খরচ বাড়ানোর চিন্তা করবে না; বরং যা এখন খরচ হচ্ছে, সেটা কমানোর চিন্তা কর!

আমরা তো মনে করি, এখন যেভাবে খরচ বাড়ছে, আমাদের আয় বাড়ানো দরকার।

হযরত বলতেন, আয় বাড়ানো তো তোমার হাতে নয়; এটা কি মানুষ চাইলে বা ইচ্ছা করলেই পারে? বরং এটা তো সময়সাপেক্ষ ও তাকদীরের বিষয়। চেষ্টা করলে হতেও পারে, আবার নাও হতে পারে। হলেও সেটা নগদ পারব কিনা নিশ্চিত নয়। কিন্তু নগদ যে কাজটা আমি করতে পারি তা হল, খরচ কমিয়ে দেওয়া। আমি দেখি, যে যে খাতে আমি খরচ করছি, ওই খাতগুলোর মধ্যে ‘অপ্রয়োজনীয়’ বা ‘কম প্রয়োজনীয়’ কোনো খাত আছে কি না!

আমাদের নিজেদের মাঝে এবং পরিবারের সদস্যদের মাঝে যদি এ কথার ওপর আমল এসে যায়, যিন্দেগী অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং অপ্রয়োজনীয় এবং কম প্রয়োজনীয় জিনিসগুলো পরিহার করি। এটাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন।

কিন্তু আমি যদি ভাবতে থাকি, অমুকের ওটা আছে, আমারও সেটা দরকার। তাহলে জীবন কঠিন হয়ে যাবে। আর যদি লোভ করা হয়, তবে তো আরো মুশকিল! খোদ লোভটাই এক বড় মসিবত। বড় এক অশান্তি। আর হাদীসের ভাষায়— فَإِنَّهُ الْفَقْرُ الْحَاضِرُ নগদ দারিদ্র্য।

তিন.

وَصَلِّ صَلَاتَكَ وَأَنْتَ مُوَدِّعٌ.

নামায আদায় করবে এমনভাবে, যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ!

এই নামাযই হয়তো আমার জীবনের শেষ নামায— এমন অনুভূতি নিয়ে নামায আদায় কর। নামাযে এমনভাবে মন লাগাও, যেন জীবনের শেষ নামায পড়ছ।

এমনভাবে নামায পড়লে নামাযে এমনিতেই খুশূ-খুযূ আসবে, ইনশাআল্লাহ।

চার.

وَإِيَّاكَ وَمَا تَعْتَذِرُ مِنْهُ.

এমন কথা ও এমন কাজ থেকে বিরত থাক, যার জন্য পরে তোমাকে ক্ষমা চাইতে হয়।

এমন কথা বলবেই না। এমন কথা বা কাজ করবেই কেন যে, পরে আবার ওযরখাহি করতে হয়? ‘সরি’ বা ‘দুঃখিত’ বলতে হয়?

হাঁ, অনিচ্ছাকৃত কখনো হয়ে গেলে তার জন্য ক্ষমা চেয়ে নেবে; এটা ভালো গুণ। কিন্তু তোমাকে তো সতর্ক থাকতে হবে, যেন এমন কাজ না হয়। আর বুঝে-শুনে এমন কাজ করার তো কোনো প্রশ্নই আসে না।

উপরোক্ত হাদীসে এ চারটি নসীহত করা হয়েছে।

আচ্ছা, আমাদের যিন্দেগী ঠিক হওয়ার জন্য অনেক বেশি নসীহতের প্রয়োজন আছে কি? এই চারটা জিনিসের প্রতি লক্ষ রাখলে দ্বীন-দুনিয়া সবই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, তাওফীক দান করুন— আমীন!