অযু সংক্রান্ত কিছু মাসআলা।
____ অযুর ফরজ ৪ টি
১/সমস্ত মুখ ধৌত করা।(কপালের চুলের গোড়া হতে থুতনির নীচ পর্যন্ত, এক কানের লতি হতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা)
২/উভয় হাতের কুনুইসহ ধৌত করা (হাত পরিহীত সকল গহনা আংটি, চুড়ি,ঘড়ি ইত্যাদি নাড়িয়া চাড়িয়া পানি পৌছানো।
৩/ মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা।
৪/উভয় পা টাখনুসহ ধৌত করা। (পায়ের আংগুল ভালভাবে খিলাল করা ও টাখনুর নিচের শক্ত অংশ ডলিয়া ধৌত করা।
_____ অযুর সুন্নত ১৭ টি
১/নিয়্যত করা
২/বিসমিল্লাহি ওয়ালহামদু লিল্লাহ পড়ে অযু শুরু করা
৩/দু হাতের কব্জিসহ তিনবার ধৌত করা
৪/মিসওয়াক করা।
৫/তিনবার কুলি করা
৬/তিনবার নাকের ভেতরের নরম স্থান পর্যন্ত পানি পৌছানো,
৭/প্রতিবার নাক ঝাড়া দেওয়া,
৮/তিন বার মুখ ধোয়া,
৯/দাড়ি খেলাল করা,
১০/উভয় হাত তিনবার ধৌত করা,
১১/সমস্ত মাথা একবার মাসেহ করা,
১২/দু কান মাসেহ করা,
১৩/দু' পা টাখনু সহ ধৌত করা
১৪/ হাত এবং পায়ের আংগুলি খেলাল করা,
১৫/হাত ,মুখ ও পা ভালভাবে ধৌত করা,
১৬/ধারাবাহিক ভাবে সকল অঙ্গ সঙ্গে সঙ্গে ধৌত করা,
১৭/ অযু শেষ করে কালিমাতুশ শাহাদা পড়া,
______অযু ভঙ্গের কারণ ৭ টি
১/পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া।
২/ শরিরের কোন স্থান হতে রক্ত, পানি, পুজ, বাহির হয়ে গড়িয়ে পড়া,
৩/মুখ ভরিয়া বমি হওয়া,
৪/থুতুর মধ্য রক্তের ভাগ সমান বা বেশি হওয়া,
৫/পাগল,মাতাল অথবা বেহুশ হলে,
৬/চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমাইলে,
৭/নামাজে উচ্ছ স্বরে হাসিলে।