Wednesday, May 12, 2021

যাদু-আক্রান্ত ব্যক্তির জন্য প্রাথমিক রুকইয়াহ

 May be an image of text that says 'যাদু আক্রান্তের জন্য সংক্ষিপ্ত সাজেশন'

 

যাদু-আক্রান্ত ব্যক্তির জন্য প্রাথমিক রুকইয়াহ

আপনি যদি মনে করেন আপনাকে কেউ তাবিয/যাদু করেছে তবে প্রাথমিকভাবে নিচের সাজেশন ১/২ সপ্তাহ ফলো করে গ্রুপে অবস্থা জানিয়ে পোস্ট দিতে পারেন
রুকইয়াহ শোনা বা পড়াঃ
ruqyahbd.org/p থেকে ৩ নং পিডিএফটা ডাওনলোড করে নিয়ে সেটা সকাল/বিকাল ৩০-৪০ মিনিট করে পড়ুন। বিশেষ করে সিহরের আয়াতগুলো বার বার রিপিট করে পড়বেন। সিহরের আয়াতগুলোর নিচে গোসলের নিয়মে দেয়া হয়েছে।
আর পড়তে না পারলে রুকইয়াহ অডিও শুনবেন শায়খ লুহাইদানেরটা (২০ নং) এবং ৩ কুলের রুকইয়াহ। মোট ২ ঘন্টা শুনতে চেষ্টা করবেন। যদি আরো বেশি পারেন উত্তম, আরো কম পারলেও সমস্যা নাই।
যদি ঘুমে ভয়ের স্বপ্ন দেখা, রাতে ভয় লাগা, কারো উপস্থিতি টের পাওয়া, স্বপ্নে অদ্ভুত প্রানী/জ্বিন দেখেন তবে আয়াতুল কুরসিও পড়বেন প্রতিদিন ৩০ মিনিট অন্তত। পড়তে না পারলে আয়াতুল কুরসির রুকইয়াহ শুনবেন।
রুকইয়াহ পড়া বা শোনায় যত বেশি সময় দিতে পারবেন তত উপকার হবে ইনশা আল্লাহ
রুকইয়ার পানি খাওয়াঃ
আপনি ১ সপ্তাহের জন্য পানি একবারেই তৈরি করে নিতে পারেন। দিনে ২ গ্লাস করে যতটুকু পানি লাগবে ততটুকু নিয়ে তাতে সিহরের আয়াতগুলো ১/৩/৭বার পড়ে ফুঁ দিবেন। এরপরে এই পানি থেকে সকাল-সন্ধ্যা ১ গ্লাস করে খাবেন। সিহরের আয়াতগুলো হলো
  • বাকারাহ ১০২
  • আয়াতুল কুরসি (বাকারাহ ২৫৫)
  • আরাফ ১১৭-১২২
  • ইউনুস ৮১-৮২
  • তহা ৬৯
  • সুরা ফালাক (বিশেষ করে ৪ নং আয়াত)
  • সুরা নাস
রুকইয়ার গোসলঃ
উপরে খাওয়ার পানি তৈরির মত করেই গোসলের পানিতে আয়াতগুলো পড়ে ফুঁ দিয়ে গোসল করে নিবেন। ১ বার করে পড়লেই হবে। পড়তে না পারলে খাওয়ার পড়া পানি থেকে এক গ্লাসের মত মিশিয়ে গোসল করবেন। সম্ভব হলে বরই পাতার গোসলটা করতে পারেন bit.ly/boroibath
অন্যান্যঃ
  • ফরজ, ওয়াজিব আমলগুলির সাথে সাথে সুরক্ষার আমলগুলি করবেন সকাল/সন্ধ্যা আর ঘুমের আগে 
  • আল্লাহর কাছে শিফার জন্য দুয়া করবেন
  • কোন ব্যবহার্য তাবিয গায়ে/ঘরে থাকলে আগে নষ্ট করবেন এইভাবে bit.ly/tabij। সব তাবিয যদি নষ্ট করতে না পারেন তবে যতটা পারেন করে রুকইয়াহ শুরু করে দিবেন
  • রুকইয়াহ করতে গিয়ে গায়ে ব্যথা হলে সিহরের আয়াতগুলো অলিভ অয়েল বা কালোজিরার তেল বা সরিষার তেলে পড়ে ফুঁ দিয়ে ব্যথার জায়গায় লাগাবেন।

 

 

 

 

 

 

বদনজরের প্রাথমিক রুকইয়াহ

 May be an image of text that says 'বদনজরের সংক্ষিপ্ত সাজেশন'

 

বদনজরের প্রাথমিক রুকইয়াহ

------------

নিজের উপর কোন কারণে বদনজর লেগেছে আশংকা করলে প্রাথমিকভাবে নিচের নিয়মে রুকইয়াহ করতে পারেন।
রুকইয়াহ শোনা বা পড়া
ruqyahbd.org/p থেকে বদনজরের রুকইয়াহ শীর্ষক পিডিএফ ফাইলটা নামিয়ে ওখানের আয়াতগুলো পড়বেন নজর দূর করার নিয়তে। সকালে ৩০ মিনিট আর সন্ধ্যায় ৩০ মিনিট পড়তে পারেন।
যদি এটা না পারেন তবে সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, সুরা ইখলাস, ফালাক, নাস ৩০ মিনিট করে পড়বেন, হাতের তালুতে ফুঁ দিয়ে গা মুছবেন।
যদি এসবও পড়তে না পারেন তবে ruqyahbd.org/d থেকে ১ বা ২ নং অডিওর যেকোন একটা দিনে ২ বার করে শুনবেন।
রাতে ভয় পাওয়া, আশেপাশে কারো উপস্থিতি আছে মনে করা, ভয়ের স্বপ্ন দেখা এসব সমস্যা থাকলে উপরের সাজেশনের সাথে অতিরিক্ত হিসেবে সুরা ইয়াসিন, সফফাত, দুখান, জ্বিন পড়বেন অথবা ৮ সুরার রুকইয়াহ শুনবেন প্রতিদিন।
রুকইয়াহ পড়া বা শোনায় যত বেশি সময় দিবেন তত উত্তম।
গোসলঃ
গোসলের পানিতে হাত রেখে দুরুদ শরিফ, ফাতিহা, আয়াতুল কুরসি, ৩ কুল পড়বেন ৭বার করে। এরপরে আবার দুরুদ শরীফ ৭বার পড়বেন। এরপরে ঐ পানি দিয়ে গোসল করে নিবেন। যদি ৭বার পড়তে না পারেন তবে ৩ বার করে, তাও না পারলে ১বার করে পড়লেও হবে।
যদি এটাও না পারেন তবে ফাতিহা, আয়াতুল কুরসি, ৩ কুল পড়ে পানিতে ফুঁ দিয়ে গোসল করে নিবেন
অন্যান্যঃ
  • ফরজ, ওয়াজিব আমলগুলো ভালভাবে করার সাথে সাথে সকাল, সন্ধ্যা ও ঘুমের আগে সুরক্ষার আমলগুলি নিয়মিত করবেন। এখানে দেখুন bit.ly/masnun-amal
  • জ্বিনের ক্ষতি থেকে বাঁচতে এই লেখার পরামর্শ গুলোও মেনে চলবেন bit.ly/jinntips
  • পর্দা করাও ফরজ। তাই ভালভাবে পর্দার দিকে খেয়াল রাখবেন।
  • কেউ প্রশংসা করলে তাকে মাশা আল্লাহ বলতে বলবেন। সে না বললে অন্তত আপনি নিজে বলবেন আলহামদুলিল্লাহ/মাশা আল্লাহ ইত্যাদি।
  • সমস্যা থেকে মুক্তির জন্য সবসময় দুয়া করবেন। বেশি বেশি ইস্তেগফার করবেন।