Wednesday, May 12, 2021

যাদু-আক্রান্ত ব্যক্তির জন্য প্রাথমিক রুকইয়াহ

 May be an image of text that says 'যাদু আক্রান্তের জন্য সংক্ষিপ্ত সাজেশন'

 

যাদু-আক্রান্ত ব্যক্তির জন্য প্রাথমিক রুকইয়াহ

আপনি যদি মনে করেন আপনাকে কেউ তাবিয/যাদু করেছে তবে প্রাথমিকভাবে নিচের সাজেশন ১/২ সপ্তাহ ফলো করে গ্রুপে অবস্থা জানিয়ে পোস্ট দিতে পারেন
রুকইয়াহ শোনা বা পড়াঃ
ruqyahbd.org/p থেকে ৩ নং পিডিএফটা ডাওনলোড করে নিয়ে সেটা সকাল/বিকাল ৩০-৪০ মিনিট করে পড়ুন। বিশেষ করে সিহরের আয়াতগুলো বার বার রিপিট করে পড়বেন। সিহরের আয়াতগুলোর নিচে গোসলের নিয়মে দেয়া হয়েছে।
আর পড়তে না পারলে রুকইয়াহ অডিও শুনবেন শায়খ লুহাইদানেরটা (২০ নং) এবং ৩ কুলের রুকইয়াহ। মোট ২ ঘন্টা শুনতে চেষ্টা করবেন। যদি আরো বেশি পারেন উত্তম, আরো কম পারলেও সমস্যা নাই।
যদি ঘুমে ভয়ের স্বপ্ন দেখা, রাতে ভয় লাগা, কারো উপস্থিতি টের পাওয়া, স্বপ্নে অদ্ভুত প্রানী/জ্বিন দেখেন তবে আয়াতুল কুরসিও পড়বেন প্রতিদিন ৩০ মিনিট অন্তত। পড়তে না পারলে আয়াতুল কুরসির রুকইয়াহ শুনবেন।
রুকইয়াহ পড়া বা শোনায় যত বেশি সময় দিতে পারবেন তত উপকার হবে ইনশা আল্লাহ
রুকইয়ার পানি খাওয়াঃ
আপনি ১ সপ্তাহের জন্য পানি একবারেই তৈরি করে নিতে পারেন। দিনে ২ গ্লাস করে যতটুকু পানি লাগবে ততটুকু নিয়ে তাতে সিহরের আয়াতগুলো ১/৩/৭বার পড়ে ফুঁ দিবেন। এরপরে এই পানি থেকে সকাল-সন্ধ্যা ১ গ্লাস করে খাবেন। সিহরের আয়াতগুলো হলো
  • বাকারাহ ১০২
  • আয়াতুল কুরসি (বাকারাহ ২৫৫)
  • আরাফ ১১৭-১২২
  • ইউনুস ৮১-৮২
  • তহা ৬৯
  • সুরা ফালাক (বিশেষ করে ৪ নং আয়াত)
  • সুরা নাস
রুকইয়ার গোসলঃ
উপরে খাওয়ার পানি তৈরির মত করেই গোসলের পানিতে আয়াতগুলো পড়ে ফুঁ দিয়ে গোসল করে নিবেন। ১ বার করে পড়লেই হবে। পড়তে না পারলে খাওয়ার পড়া পানি থেকে এক গ্লাসের মত মিশিয়ে গোসল করবেন। সম্ভব হলে বরই পাতার গোসলটা করতে পারেন bit.ly/boroibath
অন্যান্যঃ
  • ফরজ, ওয়াজিব আমলগুলির সাথে সাথে সুরক্ষার আমলগুলি করবেন সকাল/সন্ধ্যা আর ঘুমের আগে 
  • আল্লাহর কাছে শিফার জন্য দুয়া করবেন
  • কোন ব্যবহার্য তাবিয গায়ে/ঘরে থাকলে আগে নষ্ট করবেন এইভাবে bit.ly/tabij। সব তাবিয যদি নষ্ট করতে না পারেন তবে যতটা পারেন করে রুকইয়াহ শুরু করে দিবেন
  • রুকইয়াহ করতে গিয়ে গায়ে ব্যথা হলে সিহরের আয়াতগুলো অলিভ অয়েল বা কালোজিরার তেল বা সরিষার তেলে পড়ে ফুঁ দিয়ে ব্যথার জায়গায় লাগাবেন।

 

 

 

 

 

 

No comments:

Post a Comment