Saturday, November 11, 2023

সংসার

একটা প্যাটার্ন লক্ষ্য করি

লিবারেল আইডিওলজির লোকেরা আপনাদেরকে কি কি মেসেজ দিচ্ছে?

১. ছেলে মেয়ে একসাথে মিশতেই পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার থাকতেই পারে-ওপেন/ফ্রি মিক্সিং কোনো খারাপ কিছু না। যারা আপত্তি জানায়, তাদের মানসিকতা ভালো না। মানসিকতা ভালো হলে এসবে কারো সমস্যা হয় না।

খেয়াল করেন, স্বয়ং আল্লাহ কিংবা তাঁর নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই ব্যাপারগুলোকে আয়াত বা হাদিসের মাধ্যমে নিষেধ করে গেছেন/দিয়েছেন সেই কাজগুলোকে মেনে নিতে পারা কে এরা বলছে ভালো মানসিকতা, আর মেনে না নিলে বলছে মানসিকতা খারাপ। কেউ কেউ এসবের বিরুদ্ধে যারা বলে তাদেরকে সেক্সুয়ালি ফ্রাস্টেটেড বলে গালিও দেয়।
কিন্তু এখানে অপোজিশনের যায়গাটা দেখেন।

স্বয়ং আল্লাহ নিজে যেটাকে মানা করেছেন, সেটাকে মেনে নেওয়াকে এরা ভালো মানসিকতার বলছে!

এমনকি আজ থেকে ৩০ বছর আগেও জাস্ট বাংলাদেশের সমাজে এগুলোকে মানুষ বাজে চোখে দেখতো- খারাপ ভাবে নিতো, ধর্মীয় যায়গার কথা নাই বা বললাম। তাদের হাজার বছর ধরে যেই সংস্কৃতি মডেস্টির সংজ্ঞা দিয়েছে- সেটাকে কি এরা খারাপ মানসিকতার বলছে? 

হাজার বছরের সংস্কৃতির কথা তুলে পহেলা নববর্ষ যারা পালন করছে, তারাই এই যায়গায় বিরোধীতা করছে!

সিলেক্টিভ অপোজিশন এবং ভাষার ব্যবহার টা খেয়াল করি! 

আসলে যেই ব্যাপারটাই মানুষের জন্য লজ্জাজনক- সেটাকে এরা ভালো মানসিকতার সাথে মিলাচ্ছে!

২. এরা আপনাদেরকে এই মেসেজ দেয় যে- বিয়ের আগে সম্মতি থাকলে ছেলে মেয়ে এক সাথে থাকতে পারবে, বিছানায় যাবে, এগুলা নিয়ে বিয়ের সময় অন্য কেউ প্রশ্ন করতে পারবে না, জানলে মেনে নিতে হবে- এগুলাই ভালো মানসিকতার পরিচায়ক! যারা আপত্তি করে- এদের মানসিকতা ভালো না!

ওয়েট, হোয়াট!

সমগ্র বিশ্বে হাজার বছরের ইতিহাসে জিনা ব্যভিচার একটা লজ্জাজনক ন্যাক্কার জনক কাজ হিসেবে বলা যায় সকল সমাজে স্বীকৃত ছিলো! কেউ ব্যভিচার করলে পুরো পরিবার/গোত্রের ইজ্জতহানি হতো- এমনকি এখনকার দিনেও তাই! কিন্ত এই ব্যাপারটাকে মেনে নেওয়াকে ভালো মানসিকতা এবং মেনে না নেওয়াকে গোড়ামি, নষ্ট মানসিকতার বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

সম্মান, ডিগনিটি আসলে কিসে? একজন ব্যক্তির চরিত্র - তার ডিগ্নিটির পরিচায়ক। এই মৌলিক যায়গায় তারা আঘাত হেনে পুরো সামাজিক ব্যবস্থাকে ভেঙে ফেলতে চাইছে। কেন? 

আমরা লেজ কাটা শেয়ালের গল্প পড়েছিলাম। একবার ভাবুন তো- এরা কি সেই লেজ কাটা শেয়াল না?

নিজেকে দুইটা প্রশ্ন করুন-

বিয়ের ব্যাপারটা রেস্পন্সিবিলিটির। তাই তো? যেই মানুষ যত বেশি রেস্পন্সিবল- তার সম্মান ঠিক ততটাই বেশি নয় কি?

অন্যদিকে যেই ব্যক্তির কোনো রেস্পন্সিবিলিটি নেই- তার অবস্থা টা কেমন?

যেই পুরুষ এক বা একাধিক মেয়ের সাথে বিয়ের পূর্বেই ব্যভিচারে লিপ্ত হচ্ছে- একদিকে সে চরম অপরাধী, অন্যদিকে সে ইররেস্পন্সিবল নয় কি? সে বিয়ে করে দায়িত্ব নিয়ে চায় না, তবে ভোগ করতে চায়।

একই সাথে যেই মেয়ে এতে লিপ্ত হচ্ছে, তার সেল্ফ রেস্পেক্ট আসলে কতটুক থাকে? নিজের আব্রুকে যে ধরে রাখতে পারে না- তার সেল্ফ রেস্পেক্ট কি থাকে?

কিন্তু নিজেদের হায়া লজ্জা আত্নসম্মান নেই বলে অন্যদেরকেও তাদের এই নোংরামো কে মেনে নিতে বাধ্য করা- এটাকি লেজ কাটা শেয়ালের গল্পের মডার্ন ভার্শন হয়ে যায় না?

আল্লাহদ্রোহীতা হয় না? এরা তো আল্লাহর আয়াতের বিরুদ্ধে কথা বলছে!

এর উপর আরেক সোসাইটির জন্ম হয়েছে যেখানে নারীরা এক ডিলিউশনাল স্টেট এ বাস করে। এরা এমন টা চায় যে-

মেয়ে কোনো সংসারের কোনো দায়িত্বই নিবে না, কাজ নিবে না, শুধু বসে বসে আরাম করবে, মনে যা চায় তাই করবে। ব্যাসিক কথা- এটা হলো ইররেস্পন্সিবল এটিচুড। তার এমন কর্মকাণ্ড সবাইকে মেনে নিতে হবে। সে যা চাইবে সবাই তাই সমর্থন করতে বাধ্য থাকবে। কেউ সামান্যতম বিরোধীতা করলেই সেটা টক্সিক! 

who is the real toxic person here?

কোনো সংসার আজকাল যেন টেকেই না! এসবের পেছনে এমন এবসার্ড ভিউপয়েন্টও বড় কারণ।

কেবলমাত্র সেল্ফ রেস্পেক্ট নাই- রেস্পন্সিবিলিটি নাই- এমন মানুষেরাই এদের আইডিওলজিকে গ্রহণ করতে পারে।

Friday, November 10, 2023

পুরুষ কই

১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। সেই উপলক্ষ্যে একটি কোম্পানির শুধুমাত্র পুরুষ কর্মী, অফিসারদের কাছে এই ফরমটা পাঠানো হয়েছে।

প্রশ্নগুলোর ধরন খেয়াল করে দেখুন।

প্রথম প্রশ্ন : How would you redefine masculinity in 2023 in terms of activities that are not traditionally practiced by men?

এখানে পুরুষত্ব বা ম্যাসকিউলিনিটিকে নতুন করে সংজ্ঞায়িত করতে বলা হচ্ছে। সেই সাথে এটাও বলে দেওয়া হচ্ছে সংজ্ঞায়নটা করতে হবে এমন সব কাজ দিয়ে যেগুলো সাধারণত পুরুষরা করে না! 

তার মানে তারা পুরুষত্বকে নারীসুলভ কর্মকান্ড দিয়ে সংজ্ঞায়িত করতে বলছে। কর্তৃপক্ষ প্রশ্ন এমনভাবে করেছে যেন কর্মীরা উত্তরটা কর্তৃপক্ষের মনমতো দিতে বাধ্য হয়। ভিন্নমত জানানোর কোনো সুযোগই রাখা হয়নি।

দ্বিতীয় প্রশ্ন : Are there any hobbies or interests that you're passionate about that are not typically seen as masculine by societal standards?

আপনার এমন কোনো শখ বা আগ্রহের জিনিস আছে কিনা যা সামাজিকভাবে ম্যাসকিউলিন ধরা হয় না?

আন্তর্জাতিক পুরুষ দিবসে এধরনের প্রশ্ন করার মানে কি? যা ম্যাসকিউলিন না, পুরষ সুলভ না সেই জিনিসকে হাইলাইট করতে এত মরিয়া কেন কর্তৃপক্ষ? স্পষ্ট বোঝা যাচ্ছে, এখানে মেয়েলি পুরুষদের প্রোমোট করা হচ্ছে। এবং ম্যাসকিউলিন পুরুষদের নিজেদের ব্যাপারে কিছু বলার সুযোগই দেওয়া হচ্ছে না।

তৃতীয় প্রশ্ন : If we were to launch a campaign to redefine masculinity in 2023, what tagline would you use to express your perspective?
For example, "I am [Your Name] & I love [Non-Traditional Masculine Interest]" or "I am [Your Name] & I stand against [Toxic Masculine Interest]"

আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষ্যে একটা স্লোগান বা ট্যাগলাইন লিখতে বলা হয়েছে। সাথে দুটো উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে কেমন ট্যাগলাইন দিতে হবে। 

উদাহরণ ১ :
I am [Your Name] & I love [Non-Traditional Masculine Interest]
আন্তর্জাতিক পুরুষ দিবসের ট্যাগলাইন বা স্লোগান কেন পুরুষ বিরোধী হবে? 

উদাহরণ ২ :
I am [Your Name] & I stand against [Toxic Masculine Interest]"
একটা দিবসের ট্যাগলাইনে কেন পজেটিভ কিছু না লিখে জোরপূর্বক নেতিবাচক জিনিস লিখতে হবে। তাও আবার যে পুরুষদের নিয়েই দিবস, সেই পুরুষদের বিরুদ্ধেই! 

পশ্চিমারা পয়সা খরচ করে পুরুষদেরকে মেয়েলি বানানোর মিশনে নেমেছে এতে কোনো সন্দেহ নেই। তারা সিস্টেমেটিকভাবে পুরুষদেরকে খর্ব এবং দুর্বল করার পায়তারা করছে। পুরুষরা দুর্বল হয়ে গেলে তাদের বিজয় সুনিশ্চিত। নিজেদের ক্ষমতা ও প্রভাব নিশ্চিত করার জন্য পুরুষদেরকে মেয়েলি করাটা খুবই ধূর্ত একটা কৌশল। পুরুষত্ববিহীন মেয়েলি পুরুষরা কোনো বিপ্লবে যাবে না, যুদ্ধ করবে না, অন্যায়ের প্রতিবাদ করবে না। তারা হবে নরম, আবেগপ্রবণ। তাদেরকে দমিয়ে রাখা সহজ হবে।

মেকআপ, মডেলিং, নারীবাদ, পতিতাবৃত্তি সহ নানা ধরনের জাগতিক চাকচিক্যময় মূলা দেখিয়ে নারীকে বিপ্লব, যুদ্ধ, প্রতিবাদ থেকে দূরে রাখা তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু ক্ষমতাশালী, জালিমদের জন্য পুরুষ আমজনতা হলো হুমকিস্বরূপ। তাই পুরুষকে দমিয়ে রাখা গেলেই তারা ৮০% সফল। আর তারা ঠিক সেটাই করছে। 
.
এখানে যে কোম্পানির ফরম দিয়েছি সেটা বাংলাদেশি কোম্পানি, ইনভেস্টর বিদেশি।