Friday, March 28, 2025

শিশুর জেদ দূর করার দোয়া

শিশুর জেদ দূর করার দোয়া

أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ

উচ্চারণ: আফাগাইরা দ্বি-নিল্লাহি ইয়াবগুন, ওয়ালাহু আসলামা মান ফিস্-সামাওয়াতি ওয়াল আরদ্ব, তাউআং ওয়া কারহাং; ওয়া ইলাইহি ইয়ুরজাঊন।

অর্থ : ‘তারা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে? নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে— স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তার অনুগত হবে। সবাই তার কাছে ফিরে যাবে।’ (সুরা আলে ইমরান, আয়াত : ৮৩)

ফজিলত ও হাদিস : যে ব্যক্তির সন্তান বা প্রাণী তাকে কষ্ট দেয়, সে যেন তার কানে সূরা আল ইমরানের ৮৩ নং আয়াত পড়ে। (আল-মুজামুল আউসাত লিত্ তাবারানি, হাদিস : ৬৪)


শিশুর জেদ দূর করার আমল

সন্তানের অতিরিক্ত জেদ থাকলে, কথা না শোনলে, কথা না মানলে প্রতিদিন ৭ বার সন্তানের কপালের উপরিভাগের চুলে হাত রেখে এ আয়াতখানা পাঠ করে তার চেহারা ও কানে ফুঁ দিলে— জেদ কমে আসে। এ আমল নূন্যতম ২১ দিন লাগাতার করতে হয়।

কালেক্টেড

Thursday, March 27, 2025

একজন আদর্শ স্বামীর ৩টি গুণ 🩵

বিয়ের আগে দুআ করবেন, আপনার স্বামীর মাঝে নিচের তিনটি গুণ যেন অবশ্যই থাকে। অন্যথায় আপনাকে ভুগতে হবে জীবনভর।

এক. দায়িত্বশীল মনোভাব। বিয়ের পর নারীরা যখন বাস্তব জীবনে প্রবেশ করে, তখন একজন বাস্তববাদী পুরুষের গুরুত্ব তারা উপলব্ধি করতে থাকে। স্ত্রী ও পরিবারের কখন কী প্রয়োজন, তা সময়মতো বুঝতে পারা এবং তা পূরণ করা, স্ত্রী অসুস্থ হলে তার যথাযথ কেয়ার করা, বাচ্চাদের প্রতি যত্নশীল থাকা, পরিবারের সবার সুবিধা অসুবিধার প্রতি সজাগ দৃষ্টি রাখা—এসবই একজন দায়িত্বশীল পুরুষের বৈশিষ্ট্য।

এমন অনেককে দেখেছি, যারা মুখে হাজার বার 'আইলাভইউ' বললেও বাস্তব জীবনে দায়িত্বশীল আচরণ করে না। এমনও দেখেছি, মাসের পর মাস তাবলিগে সময় লাগায়, ওদিকে পরিবারের ভরণ-পোষণ ও বাজার সদাইয়ের কোনো খবরই তার নেই।

দুই. সেক্রিফাইস ও হজম করার মানসিকতা। আসলে বৈবাহিক সম্পর্ককে সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে 'ধৈর্যশীল' মনোভাব অর্জনের বিকল্প নেই। স্ত্রীর ভুলগুলো হাসিমুখে মেনে নেওয়া ও তার বাচ্চাসূলভ আচরণ খুব সহজে হজম করতে পারা একজন সত্যিকার পুরুষের বৈশিষ্ট্য। অল্পতে সিরিয়াস হওয়া চলবে না। ভুলে যেতে শিখতে হবে। ত্যাগেই সুখ খুঁজে পায়, এমন পুরুষ হতে হবে।

পুরুষের 'পুরুষত্ব' তো এখানেই। তাকে গোটা একখানা ঘরের 'ছাদের' বৈশিষ্ট্য ধারণ করতে হয়। পরিবারের অভ্যন্তরীণ ও বহিরাগত সকল প্রতিকূল পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দিতে জানতে হয়।

তিন. স্ত্রীর ভালো গুণগুলোর কদর করা ও তাকে মূল্যায়ন করা। অনেক পুরুষ তো বউয়ের প্রশংসাই করতে জানে না। নারী তার প্রিয় মানুষটির কাছ থেকে প্রশংসা শুনতে পছন্দ করে। কাজেই রান্না ও ঘর সামলানো থেকে শুরু করে নারীর প্রতিটি কাজের পরিমিত প্রশংসা করা চাই।

এর বিপরীতে নারীরা যে বিষয়টা সবচেয়ে বেশি অপছন্দ করে, সেটা হলো অন্য নারীর সঙ্গে তাকে 'তুলনা' করা। কে কোন দিক থেকে তারচেয়ে বেটার, সেটা সে শুনতে পারে না। এমন অহেতুক অভ্যাস যেসব পুরুষের মাঝে আছে, তারা আর যাই হোক স্ত্রীকে সুখী করতে পারে না।