Friday, September 22, 2023

কিভাবে বেশী প্রোডাক্টিভ হওয়া যায়, কাজ করার মোটিভেশন আনা যায় অথবা Procrastination দূর করা যায়।

#২২

আমি আগের মত প্রতিটা ইমেইলের লম্বা রিপ্লাই দেয়ার সময় পাচ্ছি না, তবে ইমেইল দেখেছি আর শর্টকাটে হলেও রিপ্লাই দিয়ে দিব পরের সপ্তাহে। একটা প্রশ্ন রিপিটেডলি আসে সেটা হচ্ছে কিভাবে বেশী প্রোডাক্টিভ হওয়া যায়, কাজ করার মোটিভেশন আনা যায় অথবা Procrastination দূর করা যায়। 

আগেই বলে নেই আমি কোন বোদ্ধা বা স্কলার না। কোন বইতে বা পোডকাস্টে দেখেছি এমন কিছু টিপস জানি, দুইটা টেকনিক বলছি যেগুলো আমার ক্ষেত্রে ভালো কাজ করেছে   

১) ৫ সেকেন্ড রুল

কোন কাজ করার সময় হলে ৫ সেকেন্ডের মধ্যেই সেটা করা শুরু করে দিতে হবে। ১৫ টা পুশাপ দিবেন? ৫-৪-৩-২-১ বলে শুরু করে দিন। বই পড়ার প্ল্যান ছিল? দ্রুত বইটা খুলে প্রথম চ্যাপ্টার থেকে পড়া শুরু করুন। আজান দিয়েছে? এখনই অজু করতে দৌড় দিন। কোন সেকেন্ড থট ব্রেইনকে দিবেন না, নাহলে ব্রেইন পালাতে চাইবে [1]। 

ব্রেইন এমন ভাবেই তৈরি যে এটা আপনাকে অজানা বিপদ থেকে সেইভ করতে চায়, আপনি যখন নতুন কোন হ্যাবিট তৈরি করতে চান বা কনফোর্ট জোনের বাইরে বেরুতে চান তখন মস্তিষ্ক নানা রকম দুশ্চিন্তা আর টক্সিক সেলফ টক তৈরি করে আপনাকে ওয়ার্নিং দিবে। এজন্যে চেঞ্জ আনাটা এত কঠিন।  

৫ সেকেন্ডের বেশী দেরী করা মানে ব্রেইনকে অদরকারি ওভার এনালাইজ করার সুযোগ দেয়া। ভয়, কনফিউশন আর হেইজিটেশন মাথায় ভর করতে দেয়া। ধরুন আপনি ঠিক করেছেন বিকালে পার্কে দৌড়াতে যাবেন, আপনার ব্রেইন প্রথমে সায় দিবে। তারপর আপনি একটু অপেক্ষা করছেন আর ততক্ষণে মনে হলো আপনার বাইরে যাবার গেঞ্জিটার রঙ আসলে ক্ষ্যাত বা আপনার একটা রানিং শু কেনার পরেই দৌড়ানো শুরু করা উচিত। এভাবে নানারকম চিন্তার ফিকিরে পরে আপনি ফেসবুক স্ক্রল শুরু করে দিলেন, আপনার এই সপ্তাহে আর দৌড়ানোই হলো না। 

এডাল্ট হিসেবে আপনি জানেন কোন সময়ে আপনার কি করা উচিত, সময়ের আগে কাজটা নিয়ে অতশত ভাববেন না। সময় হবে, এলার্ম বাজবে তখন নিজেকে একটা কাউন্ট ডাউনদিন, 5-4-3-2-1 তারপর রকেটের মত নিজেকে কাজের দিকে লঞ্চ করুন- নো সেকেন্ড থট! এই কাউন্ট ডাউনটা গুরুত্বপূর্ণ, এটা প্রিফ্রনটাল কর্টেক্সকে জাগ্রত করবে। 

একটা সময়ে আমি এলার্ম দেয়ার পরেও ঘুম থেকে উঠতে পারতাম না। এই মেথডে আমি এক দিনের মধ্যেই সকালে উঠেতে পেরেছি। এলার্ম শুনলেই কোন চিন্তা না করে 5-4-3-2-1 বলে উঠে বিছানা থেকে উঠে বসতাম। এসম্পর্কে আরো জানতে মেল রবিন্সের “The 5 second rule” বইটা পড়তে পারেন।       
 
২) রিভার্স সাইকোলজি 

এই পদ্ধতিটা শুধু তাদের জন্য যারা কোন ভাবেই প্রোক্রাস্টিনেশন থেকে বের হতে পারছেন না। প্রথমে মনে রাখুন যে আপনার ব্রেইন সার্ভাইবলের জন্য অসাধারণ একটা যন্ত্র, হঠাৎ করে সামনে একটা জংলি ভাল্লুক পড়লে আপনি হয়তো ট্রেইনিং ছাড়াই হাই জাম্প দিতে পারবেন [2]। এটা মস্তিষ্কের কামাল, মস্তিষ্ক মাসেলকে ট্রিগার করে। প্রথমেই বলেছি ব্রেইন চায় আপনি বেঁচে থাকুন, তাই কমফোর্ট জোন বা ডেইলি রুটিনের বাইরে অজানা, অচেনা কোন অভ্যাস ফর্ম করতে প্রচুর রেজিস্ট করে।  

দেখুন আপনি আপনার লক্ষ্য নিয়ে সিরিয়াস এতে সন্দেহ নাই। কিন্তু আপনার দুষ্ট ব্রেইন আপনাকে প্রোগ্রাম করে রেখেছে “অনেক সময় আছে, পরে কাজ করা যাবে”, এজন্যেই আপনি হাই তুলে ঘুরে বেড়াচ্ছেন আবার ডেডলাইনের একেবারে আগের দিন আপনি সুপারম্যানের মত কাজ করছেন। এই অভ্যাস থেকে বাঁচতে ব্রেইনকে নেগেটিভ প্রোগ্রামিং করতে হবে। 

আপনি যদি একজন ক্রোনিক প্রোক্রাস্টিনেটর হয়ে থাকেন আর আপনার কাছে সময় থাকে তাহলে, “ডেইলি দৈনিক ৬ ঘন্টা পড়ব” ভাবার কোন দরকার নাই। ভাবুন “জাস্ট ১ ঘন্টা পড়ব, এর বাইরে এক মূহুর্তও না”। এক ঘন্টা পড়ার পর যতই পড়ার ইচ্ছা করুক না কেন পড়বেন না। এতে আপনার ব্রেইন ভয় পাবে, পড়ার আগ্রহ বাড়বে। 

কারণ ব্রেইন তখন রিভার্স ক্যালকুলেশন করবে, আগে নিশ্চিত ভাবে ভাবত যে ৬ ঘন্টা পড়ে সব শেষ হয়ে যাবে। এখন চিন্তা করবে ১ ঘন্টা পড়ে তো সিলেবাস শেষ হবে না। এক সপ্তাহ পরে পড়ার সময় আরো এক ঘন্টা বাড়ান, এভাবে দেখবেন আপনি পড়ার টেনশনে একসময় আগের থেকে বেশীই পড়ছেন। 

এই টেকনিক আমি ফলো করেছিলাম একাডেমিক রাইটিং লেখার সময়টাতে। এক সপ্তাহের মধ্যে আমার প্রোডাক্টিভিটি বুস্ট করেছিল। এই পদ্ধতিতে চিট করবেন না, বেশী পড়তে ইচ্ছা হলেই পড়তে বসবেন না। কয়েকদিন অপেক্ষা করুন তারপর পড়ার সময় বাড়ান। ব্রেইনকে রিয়াক্ট করার সুযোগটা দিন। 

একটা এক্সট্রা টিপ হলো- কাজ করতে মোটিভেশন না পেলেও কাজটা শুরু করে দেয়া উচিত। কারণ কাজ করতে করতে মোটিভেশন একসময় চলে আসবে। কাজটা শুরু করে কিছুটা এগিয়ে গেলে যে ডোপামিন রিলিজ হবে সেটা থেকেই কাজটা শেষ করার মোটিভেশন পাওয়া যাবে [3]। 

1. The 5 Second Rule - Mel Robbins

2. https://www.scientificamerican.com/article/extreme-fear-superhuman/ 

3. The Subtle Art of Not Giving a F*ck - Mark Manson


- Omar Bin Mahtab 

পুরুষের দায়িত্ব

নারীদের বেপর্দা, ফ্রি মিক্সিং ও বহির্মুখীর যেই প্রবণতা, সেটাকে থামাতে হল সর্বপ্রথম পুরুষদের পুরুষত্বকে ঠিক করতে হবে। একজন পুরুষের পুরুষত্বের গুরুত্বপূর্ণ দুটি বৈশিষ্ট্য হল, দায়িত্বশীলতা ( ক্বাওয়ামাহ) ও আত্মমর্যাদাবোধ (গায়রাত)। 

অধিকাংশ নারীদের বেপর্দা ও ক্যারিয়ারমুখীতার পিছনে পুরুষ জাতি কোন না কোনভাবে দায়ী। ব্যতিক্রম তো অবশ্যই আছে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় প্রথম চিত্রের সংখ্যাই বেশি। হয়ত পুরুষরা তাদের দায়িত্বে অবহেলা করছে কিংবা সে তার গায়রাতকে বিসর্জন দিয়েছে। 

দায়িত্বশীলতায় অবহেলা: 
দায়িত্বশীলতার জায়গায় অবহেলা ও ত্রুটি বিভিন্নভাবে হতে পারে। হয়ত:
১। সে নারীর ভরণপোষণ করছে না।
২। ভরণপোষণ করলেও তাকে নিয়মিত রোজগারের খোটা দেয়।
৩। ভাতকাপড় দিয়েই ক্ষান্ত থাকা, তার হাতে খরচের জন্য মাঝে মাঝেই খুচরা টাকা না দেয়া৷ সামর্থ্য থাকা সত্ত্বেও কোন প্রয়োজনে টাকা চাইলে সেটা নিয়ে জেরা করা কিংবা অতি টালবাহানা করা। 
৪। তার সাংসারিক কাজ ও দায়িত্বকে ছোট করে দেখা। 
৫। তার জন্য দ্বীন শিক্ষার ব্যবস্থা না করা। 
৬। সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে নারীদের কাফালত বা দায়িত্বগ্রহণের ব্যবস্থাপনা দাঁড় করাতে না পারা। 

আত্মমর্যাদা বা গায়রাত বিসর্জন দেয়া: 
গায়রাতহীনতাও বিভিন্নভাবে হতে পারে। হয়ত: 
১। সে নিজেই দায়্যুসের মত হয়ে অধিনস্থ মেয়েদের বেপর্দা, ফ্রি মিক্সিং ও ক্যারিয়ারের দিকে ঠেলে দিয়েছে।
২। সে নিজেই নিজের বউ ও কন্যাকে জব করতে বলপ্রয়োগ করেছে।
৩। সে নিজেই নারীদের বেপর্দা, ফ্রিমিক্সিং, ক্যারিয়ারমুখীতা ইত্যাদি বিষয়কে উৎযাপন করে। 

৩ নাম্বার পয়েন্টটাতে কয়েক লাইন যোগ করে বলি। লজ্জাশীলতা যেমন নারীদের অমূল্য গুণ, তেমন গায়রাতও পুরুষদের জন্য তার পুরুষত্বের অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য। এটাও তার গায়রাতের দাবি যে, সে নিজেও ফ্রি মিক্সিংয়ে জড়াবে না, নারীদের বেপর্দার সাথে সাই দিবে না, স্বীকৃতি দিবে না। আমাদের ছেলেরা কি এরকম কোন জনমত দেখাতে পেরেছে যে, তারা চায় না নারীরা ফ্রি মিক্সিংয়ে আসুক, বেপর্দা চলাফেরা করুক। নাকি ছেলেদের অধিকাংশই ব্যাপারটাকে উৎযাপন করে। বরং তারাও নারীদের সাথে মিশে। তারা কি নারীদের এড়িয়ে চলার শিক্ষাটা সালাফদের থেকে গ্রহণ করতে পেরেছে? 

কথাগুলো দায়িত্বের জায়গা থেকে লেখা। নতুবা মূল মাসআলা তো এটাই যে, নারীরা গৃ্হস্থলে অবস্থানের ব্যাপারে আদিষ্ট, আর পুরুষরা বাইরে খাটাখাটনির ব্যাপারে আদিষ্ট। এটা হল মূল স্রোত। প্রয়োজন, অপারগতা এসব ব্যতিক্রম সুরত তো আছেই। 

মূলত শরীয়তের মূল বিধানের সাথে একমত থাকলে নারীপুরুষ বিভাজিত হয়ে একে অপরকে দোষারোপ করে লাভ নেই। আসল কথা হল, নারীপুরুষ নির্বিশেষে সমাজের সকলেই আমরা দ্বীন থেকে দূরে সরে গেছি। আমরা আল্লাহ প্রদত্ত রোল যথাযথভাবে প্লে করছি না। সংশোধনের বার্তা সবাইকেই গ্রহণ করতে হবে।

© iftekhar sifat ভাই