Saturday, January 21, 2012

চিঠি Letter [ Collection of Love Stories -18 ]



এই চিঠি লেখার আসল উদ্দেশ্য তোমাকে কতটুকু ভালোবাসি সেইটা জানানো নয় ।

সেইটা তোমাকে বোঝানো সম্ভবও নয় । আসল উদ্দেশ্য হচ্ছে তোমাকে ধন্যবাদ 

জানানো । তুমি আমাকে অনেক কিছু দেখিয়েছ, শিখিয়েছ ।


আমি জানতাম কিভাবে নিজেকে Control করতে হয় । নিজের উপর এই 

Controlling Power নিয়ে আমার খুব গর্ব ছিল । আমি জানতাম কিভাবে নিজের 

ভালোলাগা মন্দলাগা Control করতে হয় । তুমি আমার সেই জিনিস টা নষ্ট করে 

দিয়েছ । দেখিয়ে দিয়েছ শুধু আমি না, তুমিও আমাকে Control করতে পার । আমার

 চিন্তা জুড়ে সবসময় তুমি থেকে দেখিয়ে দিয়েছ আমার Mind Control করার ক্ষমতা     

তোমারও আছে । ধন্যবাদ তোমায় আমার Lackings টা দেখিয়ে দেয়ার জন্য...



আমি জানতাম না অপেক্ষা কি জিনিস । তুমি আমাকে শিখিয়েছ অপেক্ষা কাকে বলে

 । তুমি হয়ত ইচ্ছা করে শিখাও নাই । কিন্তু প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত 

campus এ তোমাকে দেখার জন্য অপেক্ষা করতে করতে আমি শিখে গেছি অপেক্ষা 

কি । ধন্যবাদ তোমায় ।



আমি বুঝতাম না কেমন করে কারো কথা চিন্তা করে রাত জাগতে হয় । অনেক রাত 

জেগেছি আড্ডা মেরে, মুভি দেখে, মাঝে মাঝে পড়াশুনা করে । কিন্তু কখনো কারো 

কথা চিন্তা করে রাত পার করে দেইনি । এখন যখন সারারাত ধরে তোমার কথা ভাবি 

তখন বুঝতে পারি কিভাবে সবাই ভালবাসার কথা চিন্তা করে রাত পার করে । 

ধন্যবাদ তোমায়...




আমি কখনো কষ্ট পেয়ে কাঁদতে শিখিনি , কাউকে কষ্ট দিয়ে কাঁদাতেও শিখিনি । 

আমার অনেক বন্ধু কে দেখেছি প্রেমিকার বিরহে কাঁদতে... আমি তাদের দেখে 

আফসোস করে বলতাম, "Shame on you dosto... একটা মেয়েকে নিয়ে এত 

কান্নাকাটি করার কি আছে??" আমার বন্ধুরা তখন বলত "নিজে যখন প্রেমে পড়বি 

তখন বুঝবি ।" আমি হাসতাম...


তুমি আমাকে শিখিয়েছ কিভাবে কষ্ট পেলে কাঁদতে হয় । ধন্যবাদ তোমায় ।




অনেক কাছের বন্ধুকে দেখেছি প্রেমে প্রতারিত হয়ে নিজের জীবন শেষ করে ফেলতে

 । আমি এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমি শুধু মাত্র তাকেই ভালবাসব যে 

আমাকে ভালবাসবে । হয়ত এই জন্যই কোন মেয়েই আমার জীবনে আসে নাই 

এখনও । তুমি আমার সেই প্রতিজ্ঞা ভেঙ্গে দিয়েছ । জানি না আমি কেন তোমাকে 

ভাল বাসলাম । সত্যি বলতেছি অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে যাওয়ার । কিন্তু 

পারিনি... তুমি যখন Canteen , shade , lake arena তে বসে তোমার বন্ধুদের 

সাথে গল্প কর আমি দূর থেকে তোমায় দেখি । তুমি যখন কথা বল তখন তোমার 

মুখের প্রতিটি Expression আমার মনে দাগ কেটে যায় । তুমি হাসলে তোমার 

ঠোঁটের কোনায় ছোট্ট একটা টোল পড়ে, চোখের নিচে হালকা একটা স্তর পড়ে 

, চিবুক টা সরু হয়ে যায় । এইসব ছোট ছোট জিনিসগুলো আমার ভিতর ঝড় সৃষ্টি 

করে... তোমার যত বন্ধুর সাথে কথা বলেছি তার মধ্যে একজন বাদে সবাই বলেছে 

"ওর তো অনেক problem. She is a Psycho". আমার বন্ধুরা প্রতিবার আমার দিকে 

তাকিয়ে জিজ্ঞেস করেছে "এখন কি করবি?" আমি আস্তে একটা হাসি দিয়ে বলেছি "

Love Psycho... " আমার অবস্থা দেখে সবাই বলতো " কি আছে ওই মেয়ের মধ্যে

বাদ দে । You deserve better." Blah blah … আমি হেসে বন্ধুদের বলতাম “You 

never can find out her like me." ...তারা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতো " তুই 

শেষ ।" আমি আসলেই মনে হয় শেষ ।


আমাকে শেষ করে দিয়ে হলেও তুমি শিখিয়েছ কিভাবে ভালবাসতে হয় । অনেক 

অনেক ধন্যবাদ তোমায়...



জীবনে যে কখনো কাউকে পছন্দ করি নাই তা না, করেছি । কিন্তু প্রথম ভালবাসার 

বলতে গেলে তুমি আমার সেই প্রথম ভালবাসা । তোমাকে কাছে পাব এই বিশ্বাসে 

অশ্রুস্নাত চোখ নিয়ে অপেক্ষায় আছি । আমি জানি আমার ভালবাসা সত্যি এবং আমি 

ইনশাআল্লাহ তোমাকে পাব ।

ভাল থেকো।




----নাম প্রকাশে অনিচ্ছুক


গল্পটি নেয়া :      https://www.facebook.com/abegmoy.valobasha

No comments:

Post a Comment