এই জায়গাটি উরুগুয়ের পিটার মাউন্টেন নামক এক পাহাড়ের নিচের একটি
সুড়ঙ্গ । এখানে প্রতি পূর্ণিমা রাতে নীল পোশাকের একটি মেয়েকে দেখা যায় । প্রতি
পূর্ণিমা রাতে ! কখনো মিস হয় না । মানুষ বলে অনেককাল আগে এই পাহাড়ের নিচে বাস করতো
থমসন ফ্যামিলি । সেই ফ্যামিলির মেয়ে টিনাকে কে বা কারা একবার অপহরণ করে নিয়ে যায় ।
হয়তো মেয়েটিকে নিয়ে গিয়ে মেরে ফেলে তারা । কারণ মেয়েটিকে এরপরে আর কোথাও খুঁজে
পাওয়া যায় নি । সেটা প্রায় ২০০ বছর আগের ঘটনা । টিনার তখন বয়স ছিলো ১৯ বছর ।
মানুষের মুখে প্রচলিত যে টিনার অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়ায় পাহাড়ের টানেলে ।
খুঁজে ফেরে পরিচিতদের । অনেকেই নাকি মাঝে মাঝে গভীর রাতে চিৎকার করে কান্নার আওয়াজ
শুনতে পান । ভয়ে কেউ রাতের বেলা ঐ পথ মাড়ান না ইদানীং ।
No comments:
Post a Comment