দ্বীনের পথে আসতে চাইলে আপনাকে সর্বপ্রথম এই "একটু"
শব্দটি জীবন থেকে মুছে ফেলতে হবে।
মুছ ফেলতে একটু একটু করে আগের অভ্যাস।
আবার এই
"একটু" শব্দকেই পুজি করে আপনাকে দ্বীনের পথে আসতে হবে।
একটু ঝোক কেটে উঠতে হবে।
আপনি নিয়মিত নতুন করে নামাজ পড়া শুরু করেছেন, পর্দা করার চেষ্টা করছেন।
ইত্যাদি ইত্যাদি করছেন ,,,
কিন্তু আগের রেখে যাওয়া অভ্যাস ছাড়তে পারেনি। আমরা অনেকেই পারি না।
এই ""একটু"" রোগ নিয়েই নামাজ, রোজ,পর্দা, নেশা, নাচ গান, যেনা, ফেতনা সবই করছি।
ফলাফল শূন্য হয়ে যাচ্ছে আমাদের,
""একটু"" রোগ গুলো হলো,
কেবল তো মসজিদে আজান দিলো একটু পড়ে নামাজ টা পড়ি।
একটু গান টা শুনলাম তো কি হলো?
একটু সিগারেট খেলে কিছু হবে না।
একটু পর্দা ছাড়া আজ বাইরে গেলে তেমন কিছুই হবে না।
একটু টিভি সিরিয়াল দেখে নামাজ পড়তে যাবো,,,!
একটু বিয়ে বাড়িতে গিয়ে বরটাকে দেখে আসলে কিছুই হবে না।
একটু প্রেম করলে তো তেমন কিছুই হবে না।
আমরা তো খারাপ কিছু করছিনা!
একটু ছেলে বন্ধুর সাথে ফোন কলে কথা বলে কিছু হবে না।
ইত্যাদি ,,
একটু একটু করতে করতে দ্বীনের পথে আর আসা হয়না।
ঠিক যেমন ফুটো কলসি তেমন।
একটু দেখি, করি, যাই, খাই ইত্যাদি,
কে জীবন থেকে আগে মুছে ফেলতে হবে ,,
___আর এই ""একটু""____
কে মুছে ফেলতে হলে একটুর সাহায্য নিয়ে এগোতে হবে।
একটু একটু স্বভাব টাকে একটু একটু করেই পরিবর্তন করতে হবে।
একেবারেই কেউই এই একটু স্বভাব পরিবর্তন করতে পারে না।
তাই একটু একটু চেষ্টা দ্বারাই সকল গুন্নাহ থেকে ফিরে আসতে হবে।
""একটু""_""একটু""_স্বভাবকে মুছতে হলে
একটু_একটু করে চেষ্টা দ্বারাই নিজেকে পরিবর্তন করতে হবে।
এই একটু স্বভাব টাকে পরিবর্তন করতে পারলেই দ্বীনের পথ সহজ হবে।
ইনশাআল্লাহ। চলুন আজ থেকেই একটু অভ্যাস কে পরিবর্তন করার একটু চেষ্টা করি।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়েত দান করুন,
সঠিক দ্বিন বোঝার তৌফিক দান করুন আমীন ,,
No comments:
Post a Comment