Sunday, July 25, 2021

আপনার সন্তান উসামা ইবনে যায়িদের (রাদিআল্লাহু আনহু) মতো হচ্ছে না। কারণ, আপনি তাকে তাঁর মতো গড়ে তুলতে পারছেন না।

 

আপনি আপনার ১৭ বছর বয়সী ছেলেকে বলতে পারবেন- এই মাসের পরিবারের খরচ তুমি চালাও? আপনি কি আপনার ১৭ বছর বয়সী ছেলেকে বলতে পারবেন- তুমি ঢাকা থেকে দোকানের মালামাল নিয়ে এসো? আপনি কি আপনার ১৭ বছর বয়সী ছেলেকে বলতে পারবেন- অন্ধকার মধ্য রাতে পাশের গ্রামে একটি প্রয়োজনে যেতে?
কেনো পারবেন না?
কারণ, আপনি আপনার ছেলেকে ননীর পুতুল করে গড়ে তুলেছেন। তাকে শুধু আদর করেছেন, দায়িত্ব দেননি কখনো। তাকে দায়িত্ব গ্রহণে উপযোগী করে গড়ে তুলেননি।
অথচ রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সময় মাত্র ১৭ বছরের উসামা ইবনে যায়িদকে (রাদিআল্লাহু আনহু) তিনি মুসলিম বাহিনীর সেনাপতি বানান। উসামা ইবনে যায়িদের (রাদিয়াল্লাহু আনহু) অধীনে ছিলেন আবু বকর, উমরের (রাদিয়াল্লাহু আনহুমা) মতো সাহাবী; যারা বয়সে তাঁর বাবার বড়ো।
আপনার সন্তান উসামা ইবনে যায়িদের (রাদিআল্লাহু আনহু) মতো হচ্ছে না। কারণ, আপনি তাকে তাঁর মতো গড়ে তুলতে পারছেন না।
[শায়খ তাওফিক চৌধুরীর লেকচার অবলম্বনে]
© আরিফুল ইসলাম

No comments:

Post a Comment