Wednesday, May 26, 2021

দাইয়্যুস কে?

দাইয়্যুস কে?

এক.

 

দাইয়্যুস শব্দটার সাথে আমাদের অনেকেরই কম বেশি পরিচয় আছে। অথচ দাইয়্যুসের ব্যাপারে ধারণা রাখাটা অত্যন্ত জরুরী। এই বিষয়ে ভয়ানক কিছু সাবধানবানী সহ হাদীস রয়েছে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

 

“তিনজন আছেন যাদের দিকে আল্লাহ আযযা ওয়া জাল কিয়ামাতের দিন নজর দেবেন না। যে পিতামাতার অবাধ্য, ও যে নারী বেশভূষায় পুরুষের অনুকরণ করে, এবং দাইয়্যুস ব্যক্তি।” (সূনান আন নাসাই : ২৫৬২, হাদিস হাসান, আলবানী সাহীহ বলেছেন)

 

ইমাম আহমাদের বর্ণনাকৃত অন্য আরেকটি হাদীসে ‘আল্লাহ নজর দেবেন না’ এর সাথে এসেছে দাইয়্যুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেনা। (আহমাদ শাকির যার ইসনাদ সাহীহ বলেছেন,

 

দেখুনঃ http://islamqa.info/en/9611)

 

No comments:

Post a Comment