Monday, July 5, 2021

যেমন প্রশ্ন তেমন উত্তর

 

যেমন প্রশ্ন তেমন উত্তর
 
ক/ ইমাম আ'মাশ রহ. কে এক ব্যক্তি প্রশ্ন করল, ইবলিসের বউ'র নাম কী? 
 
জবাবে তিনি বললেন, আমি ইবলিসের বিয়েতে শরীক হইনি, তাই বলবো কি করে? (দ্র. সিয়ারু আ'লামিন নুবালা ৪/৪১৪)
 
খ/ ইমাম আবু হানিফা রহ. কে এক লোক প্রশ্ন করল, কাপড় ওপরে রেখে নদীতে উলঙ্গ হয়ে গোসল করলে মুখ কোন মুখী রাখবো? কেবলামুখী না কেবলা থেকে সরিয়ে? 
 
আবু হানিফা রহ. বললেন, উত্তম হল তোমার মুখ কাপড়মুখী করে রাখবে যাতে কাপড়গুলো কেউ নিয়ে না যায়। (দ্র. আলমিরাহু ফিল মিযাহ পৃ. ৪৩)
 
 
গ/ ইমাম শা'বী রহ. কে এক লোক জিজ্ঞেস করল, এহরাম অবস্থায় কেউ কি চুলকাতে পারবে? 
 
জবাবে বললেন, হ্যাঁ পারবে। লোকটি পুনরায় জিজ্ঞেস করল, কতটুকু চুলকাতে পারবে? শা'বী রহ. বললেন, যতক্ষণ না ভেতরের হাড্ডি দেখা যাবে ততক্ষণ চুলকাতে পারবে। (দ্র. আলমিরাহু ফিল মিযাহ পৃ. ৩৯)

No comments:

Post a Comment