আসসালামু আলাইকুম
আমি একজন সরকারী চাকুরীজীবী ( ব্যাংকার)। চাকরির সুবাদে আমি কুষ্টিয়া আছি । আমার স্বামী থাকে ঢাকায় । সে ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকুরী করে । আমাদের বিয়ের বয়স ৮ বছর। এই ৮ বছরে আমার টাকায় আমি চলছি, তার টাকায় সে নিজে চলছে, দুজনের সেভিংস আছে। আমাদের ৭ বছর বয়সী এক সন্তান আছে। ওর জন্মের পর আমার কাছেই ছিলো, বয়স তিন হলে ওর দাদা দাদীর কাছে থাকে। সারাদিন অফিস করে বাচ্চাকে মেইনটেইন করা যায় না। তাই আমার শশুড় শাশুড়ী বাচ্চাকে তাদের কাছে রাখছে, শশুর শাশুড়ী এখনও যথেষ্ট ইয়ং আছে, আর আমার সন্তানকেও অনেক ভালোবাসে।
এখন আমাদের জীবন হয়ছে একাকীত্বে ভরপুর। সেও চাকুরী বাদ দিয়ে আমার কাছে আসতে চায়না, আর আমিও চাকুরী বাদ দিয়ে ওর উপর নির্ভরশীল হতে চাইনা।
আমার এক বান্ধবীর ছোট ভাইয়ের সঙ্গে আমি এটাচ্ড হইছি। আমি চাচ্ছি ওকে বিয়ে করতে।
কারণ আমার বরের তেমন কোন আগ্রহই নেই আমার প্রতি, একজন পুরুষ মানুষের আর কিছু না হোক শারীরিক ব্যাপারগুলো থাকবে, কিন্তু ওর সেটাও নেই। আমার ধারণা, সে ঢাকাতেই তার চাহিদা মেটায়। তাহলে আমি কেন মিছেমিছি ওর জন্য নিজের জীবন অপচয় করবো।
কিন্তু সমস্যা এখানে দুটা,
এক, যাকে বিয়ে করতে চাই সে আমার জুনিয়র, তার পরিবার আমাকে কখনই মানবে না
আর দুই, আমার বাচ্চাকে আমার শশুড় শাশুড়ী আর দিবে না।
আমার বর আমাকে স্লাট বলে, কিন্তু এই স্লাট হওয়ার পিছনে তার দায়ভার বেশী। সে যদি আমার কাছে আসতো, আমার প্রয়োজন মিটাতো, তাহলে তো আমাকে এই রাস্তায় নামতে হতো না।
আমার কী করা উচিত প্লিজ বলুন।
।।।।
আপনার স্বামী সত্য বলেছে। আর দায়ী মূলত আপনি।
নারীর অভ্যাস সে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবে।
ধিক্কার আপনার জন্য।
No comments:
Post a Comment