বিয়ের এঙ্গেজমেন্ট এবং ভিডিওর মাধ্যমে পাত্রী দর্শন
▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰ ▰
প্রশ্ন: পাত্র বিদেশে থাকায় যদি পাত্রীকে আংটি পরিয়ে বিয়ে ঠিক করে রাখে। সেক্ষেত্রে পাত্রী কি পাত্রকে ভিডিওতে মুখ খোলা রেখে প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবে? পাত্রীর যদি নিয়ত থাকে যে, ছেলে যেহেতু পাত্রীকে সামনাসামনি দেখে নি তাই বিয়ের আগে দেখfনোর জন্যে শুধু মুখ দেখানো কি জায়েজ কথা বলার জন্যে ?
উত্তর:
১ম কথা হল, কনেকে আংটি পরানো বা এ্যাঙ্গেজমেন্ট ইসলামী সংস্কৃতি নয়। বরং তা অমুসলিমদের থেকে অনেক মুসলিম গ্রহণ করেছে। তাই এ প্রথা থেকে মুসলিমদের বের হয়ে আসার উচিৎ।
আর আংটি দেয়া মানে বিয়ে নয়। আকদ তথা ইজাব-কবুল ছাড়া বিয়ে সংঘটিত হয় না। এর আগ পর্যন্ত তাদের পরস্পরের মধ্যে পর্দার বিধান পরিপূর্ণ বলবত থাকবে।
২য় কথা হল, বিয়ের পূর্বে পাত্র-পাত্রী পরস্পরে দেখাদেখি করার ব্যাপারে ইসলামে উৎসাহিত করা হয়েছে। আর তা সামনা সামনি হওয়াই উত্তম। তবে দূরত্বের কারণে ছবি বা ভিডিওর মাধ্যমেও দেখাদেখি করা জায়েয আছে। যদিও এতে প্রকৃত রূপ বা অবস্থা অনেক ক্ষেত্রে সঠিক হয় না। তাই এ বিষয়ে সাবধান হওয়া কর্তব্য।
৩য় কথা হল, প্রবাসী পাত্র যদি পাত্রীকে ভিডিও মারফত দেখতে চায় তাহলে মেয়ের নিকট মাহরাম পুরুষ তথা বাবা, ভাই, দাদা ইত্যাদি ব্যক্তিদের উপস্থিত থাকা আবশ্যক। এভাবে পাত্রী মুখমণ্ডল খোলা রেখে পাত্রের সাথে বিয়ে সংক্রান্ত প্রয়োজনীয় কথা বলতে পারে।
তবে দেখাদেখির পর পাত্র পাত্রীকে পছন্দ হলে যখন তখন তারা দেখাদেখি বা অপ্রয়োজনীয় কথা বলতে পারবে না। কারণ যে উদ্দেশ্য কথা বলা বা দেখার অনুমতি ছিল, তা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তবে যদি সিদ্ধান্ত গ্রহণে দোদুল্যমান থাকে তাহলে মেয়ের অভিভাকের উপস্থিতিতে একাধিক বার দেখাদেখি করা যাবে বা বিবাহ সংক্রান্ত প্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে।
কিন্তু আংটি পরিয়ে দেয়ার পর নিষ্প্রয়োজনীয় দেখা-সাক্ষাত বা কথাবার্তা বলা বৈধ হবে না।
আল্লাহু আলাম।
▬▬▬ ◈◉◈▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
fb/AbdullaahilHadi
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, KSA