Wednesday, June 23, 2021

৫৫. স্বামী অন্য নারীতে আসক্ত… Marriage education series

 

স্বামী অন্য নারীতে আসক্ত...
 
প্রশ্ন: এক বোনের স্বামী অন্য শহরে থাকে এবং তার সন্দেহ যে, তিনি অন্য কোন নারীতে আসক্ত। বোনটি চায়, তার স্বামীর সাথে থাকুক। কিন্তু তার স্বামী এতে রাজি নন। তিনি চান তার বাবা-মায়ের সাথে বোনটিকে রাখতে। এক্ষেত্রে বোনটির করণীয় কি জানিয়ে উপকৃত করবেন।
 
উত্তর:
উক্ত বোনের জন্য অবশ্যই তার স্বামীর সাথে থাকার চেষ্টা করা উচিৎ। কেননা বিয়ের অন্যতম উদ্দেশ্য হল, স্বামী-স্ত্রী একসাথে ঘর-সংসার করার মাধ্যমে নিজেদের চারিত্রিক পবিত্রতা রক্ষা করা। সুতরাং উক্ত স্বামীর জন্য আবশ্যক হল, স্ত্রীর অনুমতি ব্যতিরেকে তাকে তার থেকে আলাদা না রাখা। স্ত্রী যদি আলাদা থাকতে না চায় তাহলে অবশ্যই তার জন্য তাকে আলাদা রাখা বৈধ নয়। বিশেষ প্রয়োজনে, কাজ, চাকুরী, অর্থ উপার্জন ইত্যাদি কারণে পারস্পারিক সম্মতি ও সমঝোতার মাধ্যমে সাময়িকভাবে আলাদা থাকা ভিন্ন কথা। কিন্তু এ ক্ষেত্রে তাকে বাধ্য করার অধিকার নাই। 
 
সুতরাং উক্ত বোনের জন্য তার স্বামীর সাথে থাকার চেষ্টা করা কর্তব্য- বিশেষ করে যদি মনে হয় সে তার প্রতি অবহেলা প্রদর্শন করছে বা তাকে ইচ্ছাকৃত ভাবে বিশেষ কোন উদ্দেশ্যে দূরে রাখার চেষ্টা করছে। আল্লাহ সাহায্য করুন। আমীন।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

No comments:

Post a Comment