Wednesday, June 23, 2021

৪৯. প্রশ্ন: স্ত্রী যদি গর্ভবতী থাকে তাহলে তার স্বামী কোন জানাজার সালাতে অংশ নিতে পারে না।” এ কথাটা কতটুকু সঠিক? Marriage education series

 No photo description available.

প্রশ্ন: স্ত্রী যদি গর্ভবতী থাকে তাহলে তার স্বামী কোন জানাজার সালাতে অংশ নিতে পারে না।” এ কথাটা কতটুকু সঠিক?
উত্তর:
এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও কুসংস্কার মূলক কথা। স্ত্রীর গর্ভ ধারণের সাথে স্বামীর জানাযার সালাতে অংশ গ্রহণের কোন সম্পর্ক নাই।
সুতরাং স্ত্রী গর্ভবতী থাকুক অথবা না থাকুক সর্ব অবস্থায় স্বামী জানাযার সালাতে অংশ গ্রহন করতে পারে। এ ধরণের কথা কিছু মানুষকে জানাযার সালাতে অংশ গ্রহণের বিরাট সওয়াব থেকে বঞ্চিত করার একটি শয়তানী চন্ত্রান্ত হতে পারে।
আল্লাহ আামাদেরকে হেফাজত করুন। আমীন।
আল্লাহু আলাম।
----------
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

 

No comments:

Post a Comment