Tuesday, December 13, 2011

Collection of Stories - 05

রাতের খালি রাস্তায় দ্রুত গতিতে মোটর সাইকেল চালাচ্ছে নিরব। পেছনে বসা অনিমা। তারা ভাল বন্ধু এবং একে অপরকে অনেক ভালবাসে কিন্তু একথাটা কেউ কাউকে বলেনি কখনো।

অনিমা- একটু আস্তে চালাবে? আমার ভয় করছে।

নিরব- না । আমার খুব ভাল লাগছে।

অনিমা- প্লীস । এটা খুবই বিপদজনক।

নিরব- ঠিক আছে। আগে বল তুমি আমাকে ভালবাস?

অনিমা- আচ্ছা আমি তোমাকে ভালবাসি।
এখন একটু আস্তে চালাও।

নিরব- এখন আমাকে একটু জড়িয়ে ধরো।
অনিমা নিরবকে জড়িয়ে ধরলো।

অনিমা- এখন আস্তে চালাও।

নিরব- তুমি আমার হেলমেট খুলে নিজে পড়।
এটা পড়ে আমি বাইক চালাতে সাছন্দ্য বোধ করিনা। এটা একটা বিরক্তি কর জিনিস।

পরের দিন ।

আজকের পত্রিকার প্রথম পাতায় ছাপা একটি ঘটনা। একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে বিদস্ত হয়েছে। জানা গেছে মোটর সাইকেলের ব্রেক এর তার ছিড়ে গিয়েছিল। যাত্রীদের দুজনের একজন সাথেসাথেই মারা যায়, অপর জন মারাত্তক আহত হয়ে হাসপাতালে আছে। ছেলেটা বুঝতে পারে যে বাইকের ব্রেক কাজ করছে না, কিন্তু মেয়েটিকে কিছু বুঝতে দেয়নি। সে জানত যে এতে করে অনিমা আরও ঘাবড়ে যাবে। শেষ মূহুর্তে ছেলেটি মেয়েটাকে বলেছিল আমি তোমাকে ভালবাসি এবং তার কাছ থেকে ভালবাসার উপহার সরুপ শেষ মুহূর্তের জন্য একটু আদর জড়ানো  ভালবাসা নিয়েছিল।


[একেই বলে সত্যিকারের ভালোবাসা]
 
গল্পটি নেয়া :  https://www.facebook.com/Golpo143

Collection of Stories - 04

সত্য ঘটনাঃ  { A true FACT }

আমাদের বাসা আর মিষ্টিদের বাসা যেন হাউস ফুলের ইকরামুল হক সাহবের বাসার মতো। আমি তখন নাইনে পড়ি।
আমাদের ফ্যমিলির সাথে মিষ্টিদের ফ্যামিলির ভাল সম্পর্ক ছিল। আম্মু প্রায়ই ওদের বাসায় যেত। ওরা আমাদের বাসায় আসতো।

মিষ্টি মেয়ে মিষ্টিও তখন ক্লাস সেভেনে পড়ে। মিষ্টি দেখতে অনেক সুইট। ওর সুন্দর করে কথা বলার জন্য সবাই ওকে অনেক ভালবাসাতো।
 
 


আমাদের বাসা থেকে গোলাপ চারা নিয়ে যেতো প্রায়, আর আমি জিঞ্জাসা করলেই বলতো , গোলাপ হলে আমি তা তোমাকেই দিবো।
আর তখনই আমি মনে মনে বলতাম মিষ্টি যে কবে বড় হবে, বড় হলে ও দেখতে অনেক সুন্দর হবে।

ইতালী আসার কয়েকদির পরই মিষ্টির আব্বুর চাকরী বদলি হবার পড় ওরা চলে যায় উত্তরায়।

মিষ্টিরা এখন আবার মোহাম্মদপুর এসেছে, এক কাজিনের সাথে কথা হবার পড়া জানতে পারলাম।
মিষ্টির কথা আমি না বলতেই ও বলে দিল, মিষ্টি নাকি অনেক সুন্দর হয়েছে। নেক্সট ইয়ার নাকি পরিক্ষা দিবে।

মিষ্টি কে অনেক মনে পড়ছে, দেখতে ইচ্ছে করছে।

[জানি লেখাটা পড়ে কারও ভালো লাগবে না কারন আমি গুছিয়ে লিখপে পারি না তবুও যারা পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ]
 
গল্পটি নেয়া :  https://www.facebook.com/Golpo143