Wednesday, June 23, 2021

৫৫. স্বামী অন্য নারীতে আসক্ত… Marriage education series

 

স্বামী অন্য নারীতে আসক্ত...
 
প্রশ্ন: এক বোনের স্বামী অন্য শহরে থাকে এবং তার সন্দেহ যে, তিনি অন্য কোন নারীতে আসক্ত। বোনটি চায়, তার স্বামীর সাথে থাকুক। কিন্তু তার স্বামী এতে রাজি নন। তিনি চান তার বাবা-মায়ের সাথে বোনটিকে রাখতে। এক্ষেত্রে বোনটির করণীয় কি জানিয়ে উপকৃত করবেন।
 
উত্তর:
উক্ত বোনের জন্য অবশ্যই তার স্বামীর সাথে থাকার চেষ্টা করা উচিৎ। কেননা বিয়ের অন্যতম উদ্দেশ্য হল, স্বামী-স্ত্রী একসাথে ঘর-সংসার করার মাধ্যমে নিজেদের চারিত্রিক পবিত্রতা রক্ষা করা। সুতরাং উক্ত স্বামীর জন্য আবশ্যক হল, স্ত্রীর অনুমতি ব্যতিরেকে তাকে তার থেকে আলাদা না রাখা। স্ত্রী যদি আলাদা থাকতে না চায় তাহলে অবশ্যই তার জন্য তাকে আলাদা রাখা বৈধ নয়। বিশেষ প্রয়োজনে, কাজ, চাকুরী, অর্থ উপার্জন ইত্যাদি কারণে পারস্পারিক সম্মতি ও সমঝোতার মাধ্যমে সাময়িকভাবে আলাদা থাকা ভিন্ন কথা। কিন্তু এ ক্ষেত্রে তাকে বাধ্য করার অধিকার নাই। 
 
সুতরাং উক্ত বোনের জন্য তার স্বামীর সাথে থাকার চেষ্টা করা কর্তব্য- বিশেষ করে যদি মনে হয় সে তার প্রতি অবহেলা প্রদর্শন করছে বা তাকে ইচ্ছাকৃত ভাবে বিশেষ কোন উদ্দেশ্যে দূরে রাখার চেষ্টা করছে। আল্লাহ সাহায্য করুন। আমীন।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

৫৪. বিবাহ বিচ্ছেদের কয়েকটি কারণ: বাঁচতে হলে জানতে হবে Marriage education series

 No photo description available.

বিবাহ বিচ্ছেদের কয়েকটি কারণ: বাঁচতে হলে জানতে হবে
▬▬▬ ◈◉◈▬▬▬
◈ ১) পরকীয়া: স্বামী অথবা স্ত্রীর পক্ষ থেকে পরকীয়া বৈবাহিক জীবনের ইতি টানতে বাধ্য করে। তা জীবনে একটি বারের জন্য হলেও। পরকীয়া মূলত: দাম্পত্য জীবনে বিশ্বাস ঘাতকতার শামিল।
◈ ২) সম্পর্কের অবনতি: দাম্পত্য জীবনে মতবিরোধ ও মনোমালিন্য থাকা অস্বাভাবিক নয়। তবে তাকে বেশী বাড়তে দেয়া যাবে না। তা যদি এমন পর্যায়ে পৌঁছে যে, কেউ কারো সাথে কথা বলছে না তাহলে সমস্যা জটিলতর হয়ে ক্রমান্বয়ে তা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।
◈ ৩) শারীরিক বা মানসিক নির্যাতন: এ ক্ষেত্রে সব চেয়ে বড় বিপদ জনক কারণ হল, দৈহিক ভাবে অত্যাচার, মারপিট ও রুক্ষ আচরণ অথবা মানসিকভাবে নির্যাতন তথা অপমান, হেয় প্রতিপন্ন, গালাগালি করা ইত্যাদি।
◈ ৪) দাম্পত্য জীবনের ব্যাপারে বিতৃষ্ণা: দাম্পত্য জীবনে এক ঘেয়েমী ও বিরক্তি ছড়িয়ে পড়া সংসার ভাঙ্গার একটি কারণ। দীর্ঘ দিন ঘর সংসার করার পর যদি দেখা যায়, ভালোবাসার উষ্ণতা শীতল হয়ে পড়েছে এবং পরস্পরের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছে তাহলে পরিণতিতে তা তালাকের দিকে গড়ায়। এ জন্য পারষ্পারিক ভালোবাসার উষ্ণতা ধরে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা জরুরি।
◈ ৫) মাদকাসক্তি: মাদকাসক্তি দাম্পত্য জীবনকে ধ্বংসের অতল তলে নিয়ে যায়। এর ধ্বংসাত্মক দিক অনেক। যেমন, প্রচুর অর্থ অপচয়, অপর পক্ষের প্রতি অবহেলা প্রদর্শন, শারীরিক নির্যাতন, সন্দেহ জনক অবৈধ সম্পর্ক আর পরিশেষে দাম্পত্যে জীবন ধ্বংস।
◈ ৬) যৌন সমস্যা: সুমধুর দাম্পত্য জীবনের জন্য সুস্থ যৌন মিলন একটি অপরিহার্য উপাদান। যখন স্বামী-স্ত্রী পরিতৃপ্ত যৌন মিলনে ব্যর্থ হয় তখন তাদের মাঝে দূরত্ব বাড়তে থাকে। পরিশেষে ঘুমের ঘর থেকেই দাম্পত্য জীবন সমাপ্তির দিকে এগিয়ে যায়।
আল্লাহ তায়ালা প্রতিটি দম্পতিকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করে তাদেরকে একটি সুস্থ, সুন্দর, মধুময়, ও বরকতময় পরিবার গঠন করার তাওফিক দান করুন।
▬▬▬ ◈◉◈▬▬▬
গ্রন্থনায়:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব