৪. স্বামী-স্ত্রী মহান আল্লাহর বিশেষ নিয়ামত ও অন্যতম নিদর্শন। সুতরাং এ ব্যাপারে যত্নশীল হোন:
স্বামী-স্ত্রী মহান আল্লাহর বিশেষ নিয়ামত ও অন্যতম নিদর্শন। সুতরাং এ ব্যাপারে যত্নশীল হোন:
▬▬▬▬▬▬▬▬
আল্লাহ তায়ালা বলেন:
مِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
“তাঁর (আল্লাহর) অন্যতম একটি নিদর্শন যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।” (সূরা রোম: ২১)
সুতরাং
স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হোন।
একে অপরকে ভালবাসুন।
একে অপরকে মূল্যায়ন করুন।
একে অপরের প্রতি যত্নবান হোন।
একে অপরের হক যথার্থভাবে আদায় করুন।
এই নিয়ামত লাভের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন।
দূরে থাকলে নিয়মিত যোগাযোগ রক্ষা করুন।
পরস্পরের খাওয়া-দাওয়া, ঘুম, পোশাক, সাজ-গোঁজ, বিনয়-নম্রতা, ধন্যবাদ জ্ঞাপন, উপহার প্রদান, ভালো লাগা-মন্দ লাগার প্রতি লক্ষ্য রাখা, আবেগ-অনুভূতিকে মূল্যায়ন করা ও শারীরিক চাহিদা পূরণের ব্যাপারে যত্ন নিন।
সর্বোপরি মহান আল্লাহর ইবাদতে একজন অপরজনের সাহায্যকারী বন্ধু হোন।
তাহলে দেখবেন, দৈহিক সৌন্দর্য, আর্থিক সচ্ছলতা ও বৈষয়িক চাহিদা পরিপূর্ণভাবে না থাকলেও দাম্পত্য জীবন সৌন্দর্য ও সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাহায্যকারী।
------উত্তর প্রদানে:----------
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব
FB/AbdullahilHadi
No comments:
Post a Comment