Thursday, June 17, 2021

১৫. স্ত্রীর জন্য কি স্বামীর অসম্মতিতে তার নিকটে না থেকে তার শশুর-শাশুড়ির খেদমতের উদ্দেশ্যে তাদের কাছে থাকা ঠিক হবে? Marriage education series

 No photo description available.

 

 

স্ত্রীর জন্য কি স্বামীর অসম্মতিতে তার নিকটে না থেকে তার শশুর-শাশুড়ির খেদমতের উদ্দেশ্যে তাদের কাছে থাকা ঠিক হবে?
▬▬▬▬●◈●▬▬▬▬
প্রশ্ন: এক বোনের শশুর শাশুড়ি চান যে, সে তাদের কাছে থাকুক। কিন্তু বোনটি স্বামীর কাছেই থাকতে চান। স্বামী ঢাকায় থাকেন আর শশুর শাশুড়ি গ্রামের বাড়িতে। তার স্বামীও চান সে তার কাছেই থাকুক। কিন্তু তিনি বাবা-মাকে বুঝাতে পারছেন না।
আর শশুর-শাশুড়িও এ ব্যাপারে একটু রাগ করছেন। এমতাবস্থায় বোনটির কি স্বামীর কাছে থাকাটা উত্তম নাকি শশুর-শাশুড়ির মন রক্ষা করা উত্তম হবে?
যদিও বোন টি তাদের মন রক্ষার জন্য তাদের কাছে যেতে চাইছেন কিন্তু স্বামী তা চাচ্ছেন না, আবার তাদেরকে বুঝাতেও পারছেন না। সে ক্ষেত্রে বোনটি কী করবেন?
উত্তর:
ইসলাম স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করাকে ফরয করেছে (যদি তা শরীয়া বিরোধী অথবা সাধ্যের অতিরিক্ত না হয়)। সুতরাং স্বামী যদি চান স্ত্রী তার কাছে থাকুক তাহলে স্ত্রীর জন্য বিকল্প চিন্তা করার সুযোগ নাই।
আর স্বামী তার পিতামাতার সেবার বিষয়ে সিদ্ধান্ত নিবে। তাদের যেন কষ্ট না হয় সে জন্য পদক্ষেপ নিবে। এটা তার দায়িত্ব।
তবে স্বামী-স্ত্রীর পারষ্পারিক পরামর্শের ভিত্তিতে স্ত্রী বাবা-মার কাছে থাকে তাতেও আপত্তি নাই।
মোটকথা, স্বামী যেভাবে চান সেভাবেই কাজ করতে হবে। তাদের উভয়ের উচিৎ, পিতা-মাতার প্রতি মানবিক ও শরঈ দায়িত্বের প্রতি খেয়াল রেখে সকলের জন্য কল্যাণকর হয় এমন সিদ্ধান্ত নেয়া।
আল্লাহ তাওফিক দান করুন। আমীন।
▬▬▬▬●◈●▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল (মাদানী)
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব