Thursday, June 17, 2021

১৪. প্রশ্ন: আল্লাহর নাফরমানীতে লিপ্ত স্বামীর আনুগত্য করা আবশ্যক কি? Marriage education series

 No photo description available.

 

 

প্রশ্ন: আল্লাহর নাফরমানীতে লিপ্ত স্বামীর আনুগত্য করা আবশ্যক কি?
 
উত্তর:- স্বামী যদি হারাম কাজে লিপ্ত থাকে, হালাল-হারামের তোয়াক্কা না করে বা হারাম উপায়ে অর্থ উপার্জন করে তাহলে তাকে স্ত্রী যথাসাধ্য দ্বীনের পথে ফিরিয়ে আনার চেষ্টা করবে, বুঝাবে এবং তার হেদায়েতের জন্য আল্লাহর নিকট দুআ করবে। কোনভাবেই তার অবৈধ কাজের সমর্থন করবে না। তাহলে স্ত্রী গুনাহ থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ।
এ সময় সে স্বামীর কেবল বৈধ কাজে অনুগত্য করবে, সেবা করবে, তার সঙ্গ দিবে এবং তার হক আদায় করবে।
অবশ্য সে যদি কোন হারাম কাজের নির্দেশ দেয় বা আল্লাহর ফরজ বিধানে বাধা দেয় তাহলে সে ক্ষেত্রে তার অনুগত্য করা বৈধ নয়। কেননা, স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির অনুগত্য করা যাবে না।
আর সে যদি শিরক বা কুফুরীর মত অপরাধে লিপ্ত থাকে তাহলে বুঝানোর পরও সংশোধন না হলে তার সাথে ঘর সংসার অব্যহত রাখা বৈধ নয়। বরং তালাক নেয়া জরুরি। আল্লাহু আলাম।
--------------------------
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

 

No comments:

Post a Comment