Wednesday, April 28, 2021

জান্নাত পাওয়ার সহজ ৬ টি আমল!

 

জান্নাত পাওয়ার সহজ ৬ টি আমল!
নিয়মিত নিজে আমল করুন, সন্তানদের শিক্ষা দিন।
১. প্রতিবার ওযূর পর কালিমা শাহাদাত পড়া। এতে জান্নাতের ৮ টি দড়জার যে কোনটি দিয়ে তাকে প্রবেশ করতে বলা হবে।
____(নাসাঈ-১৪৮, তিরমিযী-৫৫, ইবনু মাজাহ-৪৭০)
২. প্রতিদিন সকালে ও সন্ধ্যায় একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। সকালে পড়ে সন্ধ্যার আগে মারা গেলে অথবা সন্ধ্যায় পড়ে রাতের মধ্যে মারা গেলে সে জান্নাতি হিসাবে গণ্য হবে।
____(বুখারী-৬৩০৬, তিরমিযী-৩৩৯৩, মিশকাত-২৩৩৫)
৩. প্রতিবার ফরয সালাতের পর একবার আয়াতুল কুরসি পড়া। নিয়মিত আমল করলে আমলকারী ও জান্নাতের মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র মৃত্যু। অর্থাৎ মৃত্যু হলেই জান্নাতি। _____(নাসাঈ-৯৯২৮)
৪. মনোযোগী হয়ে, আন্তরিক বিশ্বাসের সাথে আযানের উত্তর দেওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে আযানের উত্তর দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
_____(মুসলিমঃ ৩৮৫, আবূ দাউদ-৫২৭, মিশকাত-৬৫৮)
আযানের সময় মুয়াজ্জিন যা যা বলে, তার সাথে তাই বলতে হবে। শুধুমাত্র মুয়াজ্জিন যখন “হাইয়্যা আ’লাস সালাহ” ও “হাইয়্যা আ’লাল ফালাহ” বলবে, তখন তার উত্তরে সেটা না বলে বলতে হবে “লা হা’উলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ”।
৫. প্রথম তাকবীরের সাথে একটানা ৪০ দিন জামাতে সালাত আদায় করা। এতে মুনাফিকের খাতা থেকে নাম কাটা যাবে আর জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে।
______(তিরমিযী-২৪১)
৬. শুধুমাত্র তর্ক পরিহার করবে বলে কেউ যদি নিজের ন্যায্য দাবী ছেড়ে দেয়, রাসুল (সাঃ) বলেছেন, তিনি জান্নাতে তার জন্য একটি ঘরের জিম্মাদার অর্থাৎ তাকে জান্নাত নিয়ে দিবেন।
______(আবূ দাউদ-৪৮০০)
সম্ভব হলে উপরের সবগুলোই- না হলে অন্তত যে কোন একটি আমল করার চেষ্টা করতে পারি।
আল্লাহ্ পাক সবাইকে সেই তোফিক দান করুন। আমিন।

No comments:

Post a Comment