Wednesday, April 28, 2021

রুকু ধরার জন্য দৌড়ে আসা

 May be an image of text that says '"রাকাত বা রুকু ধরার জন্য দৌড়ানো যা একটি মারাত্মক ভুল"'

 

দুইটা বিষয় আমরা প্রায় অনেকেই করে থাকি,
১.নামাজের জন্য দৌড়ে আসা।
২.রুকু ধরার জন্য দৌড়ে আসা।
হ্যাঁ, এই দুইটা বিষয় নিতান্তই আমরা দেখে থাকি।হয় নামাজের জন্য দৌড়াই আর না হয় রুকু বা রাকাত ধরার জন্য দৌড়াই।এর পর দৌড়ানোর কারনে নামাজে দাঁড়িয়ে হাপাতে থাকি।
কিন্তু, আমরা কি জানি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন না??আমরা কি জানি উনি এমন করতে নিষেধ করেছেন??
হজরত আবু কাতাদা (রা.) বর্ণনা করেন, একবার আমরা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে নামাজ পড়ছিলাম, নামাজরত অবস্থায় তিনি লোকের ছুটাছুটির শব্দ অনুভব করলেন। নামাজা শেষে জিজ্ঞেস করলেন, ‘তোমরা কী করছিলে’? তারা আরজ করল, ‘আমরা নামাজের জন্য তাড়াতাড়ি আসছিলাম’। আল্লাহর রাসুল (স.) বললেন, ‘এরূপ কখনো করো না। শান্তিশৃঙ্খলা ও ধীরস্থিরভাবে নামাজের জন্য আসবে, তাতে যে কয় রাকাত ইমামের সঙ্গে পাবে পড়ে নেবে, আর যা ছুটে যায় তা ইমামের নামাজের পর পূর্ণ করে নেবে’। [বোখারি শরীফ : ১/ ৩৮৭]
তাছাড়া, আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, যখন সালাত শুরু হয়, তখন দৌড়িয়ে গিয়ে সালাতে যোগদান করবে না, বরং হেঁটে গিয়ে সালাতে যোগদান করবে। সালাতে ধীর-স্থিরভাবে যাওয়া তোমাদের জন্য অপরিহার্য। কাজেই জামা‘আতের সাথে সালাত যতটুকু পাও আদায় কর, আর যা ছুটে গেছে, পরে তা পূর্ণ করে নাও।(বুখারিঃ-৯০৮)
তাই,এক্ষেত্রে আপনি হয় সময় নিয়ে নামাজ পড়তে যাবেন অথবা ধিরস্থির ও শান্তভাবে হেঁটে গিয়ে যতোটুকু জামাতে শরিক হতে পারেন হবেন এবং বাকি নামাজ পরে নিজে শেষ করবেন।
আল্লাহ সবাইকে বুঝার তাউফিক দান করুক।

 

 

No comments:

Post a Comment