Wednesday, April 28, 2021

সালামের কয়েকটি ভুল

 May be an image of text that says 'প্রচলিত ভুল Gg Call পর্ব:- shutterstsck Criee সালামের কয়েকটি ভুল Iftekar Husain'

 

সালামের কয়েকটি ভুল

১. সালামের জবাব দিয়ে আবার সালাম দেওয়া

এ রীতিটা ভুল । উত্তম হল সালাম পাওয়ার অপেক্ষা না করে আগে সালাম দেওয়া । কিন্তু কেউ সালাম দিয়ে দিলে তখন দায়িত্ব হল শুধু সালামের উত্তর দেওয়া ।

২. সালামের জবাব না দিয়ে আবার সালাম দেওয়া

এ রীতিটা ও ভুল । বড় কেউ যদি আগে সালাম দিয়ে ফেলে, তখন আমাদের অনেকেই জবাব দিতে লজ্জাবোধ করে । তাই জবাব না দিয়ে নতুন করে সালাম দেয় । এ রীতি প্ররিহাযোগ্য । কেউ সালাম দিলে তার জবাব দেওয় ওয়াজিব । তাই জবাবই দিতে হবে ।

৩. কাউকে সালাম দেওয়া পর ‘সালাম দিয়েছি’ বলা

সালাম দেওয়ার পর উত্তর পেলে আমরা সাধারণত বলে থাকি ‘সালাম দিয়েছি ।’ এভাবে বলা ঠিক নয় । নিয়ম হল আবার সালাম দেওয়া । শ্রোতাকে যতাযতভাবে শুনিয়ে সালাম দিতে হবে । সালামের উত্তর যেমন সালামদাতাকে শুনিয়ে দিতে হয়, তেমনি সালামও শ্রোতাকে শুনিয়ে দিতে হয় ।

৪. মনে মনে বা নিম্নস্বরে সালামের জবাব দেওয়া

এ অভ্যাস প্ররিহাযোগ্য । সালামদাতাকে শুনিয়েই সালামের জবাব দেবে ।

৫. অসময়ে সালাম দেওয়া

কুরআন হাদীসের আলোকে একথা স্পষ্ট যে, সালাম হচ্ছে সাক্ষাতের বিভিন্ন আদবসমূহের একটি গুরুত্বপূর্ণ আদব । সালাম, মুসাফাহা, মুআনাকা ইত্যাদি এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে দেখা হলে করার মতো কিছু আমল, যা রাসূলুল্লাহ (সা.) শিখিয়েছেন । কিন্তু দেখা যায় দুআ বা মুনাজাত শেষ হলে অনেকে সালাম দিয়ে বসেন । এটা একটা ভিত্তিহীন রেওয়াজ । দুআ বা মুনাজাত শেষ হওয়ার সঙ্গে সালামের কোন সম্পর্ক নেই । তেমনি মুসাফাহা, মুআনাকার কোন সম্পর্ক নেই ।

৬. সালামের উচ্চারণে ভুল

সালাম একটি দুআ । ইসলামের শিআর ও প্রতীক পর্যায়ের একটি আমল । এর সহীহ উচ্চারণের প্রতি গুরুত্ব দেওয়া জরুরি । কমপক্ষে এতটুকু বিশুদ্ধ উচ্চারণ অবশ্যই জরুরি, যার দ্বারা অর্থ ঠিক থাকে ।

‎‎ ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ‎‎

আরবী দেখে এর উচ্চারণ শিখে নেওয়া উচিত । অন্যথায় ع ও ح ইত্যাদি হরফের যতাযত মাখরাজ আদায় হয় না । অনেকে অসাবধানতা বা তাড়াহুড়োর কারণে ভুল উচ্চারণে সালাম দিয়ে থাকে । এমনটা অনুচিত । সালামের ভুল উচ্চারণের কয়েকটি রূপ:
১.স্লামালাইকুম, ২. সালামালাইকুম, ৩. আস্লামালাইকুম, ৪. আস্লামুআলাইকুম, ৫. সেলামালাইকুম, ৬. ইস্লামালাইকুম, ৭. আচ্ছালামু আলাইকুম ইত্যাদি ।
সুত্র:- প্রচলিত ভুল, পৃষ্টা:- ৩৮

 

No comments:

Post a Comment