Thursday, April 29, 2021

ডান হাত ব্যবহার করা এবং ডান দিক থেকে শুরু করা

 

শাশ্বত সুন্নাহঃ পর্ব ০৬--[সুন্নাহঃ ৩] ডান হাত ব্যবহার করা এবং ডান দিক থেকে শুরু করা
----------------------------------------------------------------------------------------------
Wall Street Journal পত্রিকা থেকে হুবহু তুলে দিচ্ছি, The Health Risks of Being Left-Handed শিরোনামে,
কিছু মনোস্নায়বিক অসুস্থতা যেমন পড়তে অসুবিধা (Dyslexia), সিজোফ্রেনিয়া (Schizophrenia) এবং অমনোযোগিতা-অতিচাঞ্চল্য (ADHD, Attention Deficit Hyperactivity Disorder) এসব বাঁহাতিদের মধ্যে বেশি দেখা যায়।
২০০৮ সালের এক সমীক্ষা পরিচালনা করেন Östersund, Sweden-এর MidSweden University-এর মনোবিজ্ঞানের প্রফেসর Alina Rodriguez হাতের ব্যবহার ( handedness) এর উপরে। তিনি এতে যে ফল পান তা হল, বামহাতি এবং উভয় হাত ব্যবহারকারী শিশুরা ডানহাতিদের তুলনায় ভাষাগত প্রতিবন্ধকতা (language difficulty) ও ADHD অসুখের ঝুঁকিতে বেশি থাকে।
২০১০ সালে Dr. Rodriguez ফিনল্যাণ্ডের ৮০০০ শিশুর উপর গবেষণা চালিয়ে পান, যে সব শিশুরা ডান হাতের সাথে সাথে বাম হাত ব্যবহারেও অভ্যস্ত তাদের বাইপোলার ডিসর্ডার (Bipolar Disorder) ও আচরণগত প্রতিবন্ধকতার (Behavioural difficulty) সম্ভাবনা বেশি।
আর্টিকেলটা শেষ হয়েছে এভাবে,
Experts suggest, left or mix handedness could be a risk factor for possible psychiatric or developmental condition.
বিশেষজ্ঞরা বলেন, বাঁহাতি বা উভয়হাতি হওয়াটা ভবিষ্যৎ মনোরোগ ও বৃদ্ধিজনিত রোগের ঝুঁকির কারণ হতে পারে।
অনেকে মনে করতে পারেন, বাঁহাতি হবার সাথে ডান হাতের সুন্নাতের কি সম্পর্ক, এটাতো জন্মগত?
ঐ একই আর্টিকেলে উল্লেখ আছে, মানুষ ডানহাতি না বামহাতি হবে এটা পুরোপুরি জন্মগত বা জেনেটিক নয়। Neuropsychologia জার্নাল, ২০০৯ অনুসারে এর ২৫% জেনেটিক্যালি হয়ে থাকে। বাকি ৭৫% বামহাতি হওয়া অন্যান্য পারিপার্শ্বিক বিষয়ের কারণে হয় যেমন, গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক অবসাদ ( stress) বা শিশু বয়সে বাম হাতের ক্রমাগত ব্যবহার ইত্যাদি।

No comments:

Post a Comment