Thursday, April 29, 2021

পুরুষেরা যেদিন ' পৌরুষ ' হারিয়েছে, নারীরা সেদিন 'হায়া' হারিয়েছে

 

পুরুষেরা যেদিন ' পৌরুষ ' হারিয়েছে, নারীরা সেদিন 'হায়া' হারিয়েছে 

এক আলিমের ঘটনা, একদিন তিনি শুক্রবারে জুমআর আগে খুতবা তৈরি করছিলেন। সামনে কিতাবপত্র নিয়ে পড়াশোনা করছেন, নোট করছেন। শাইখের ছেলে সেসময় বাবার পাশেই খেলাধুলা করছিল। বারবার বাবাকে ডিস্টার্ব করছিল, শাইখ ও ছেলের দুষ্টমিতে কাজে মন দিতে পারছিলেন না। এদিকে জুমআর সময় ও আর বেশী নেই।তাই তিনি একটা ম্যাগাজিন খুলে সেখানে একটা পৃথিবীর মানচিত্রের ছবি দেখলেন। তিনি ম্যাগাজিন থেকে মানচিত্রটি কেটে নিলেন। সেটাকে এলোমেলো ভাবে কয়েক টুকরা করে ছেলের হাতে দিয়ে বললেন,যাও এই মানচিত্রের টুকরাগুলো জোড়া লাগিয়ে আনো, দেখি পারো কি না! 

শাইখকে অবাক করে দিয়ে তার ছেলে কয়েক মিনিট পরই মানচিত্রের টুকরা গুলো জায়গামতো বসিয়ে নিয়ে এলো।  শাইখ তো অবাক! ছেলের প্রতিভায় রীতিমত মুগ্ধ। তিনি মনে করেছিলেন এই করতে তার অনেক সময় লাগবে, এই ফাকে তিনি নিজের কাজ শেষ করে ফেলবেন! কিন্ত ছেলে তো পুরো ফাটিয়ে দিলো। তিনি খুবই কৌতূহল নিয়ে ছেলেকে জিগ্যেস করলেন, তুমি এটা কিভাবে করলে? ছেলে জবাব দিলো, আসলে মানচিত্রের পেছনে একটা মানুষের ছবি ছিলো। আমি মানচিত্র জোড়া লাগাইনি, মানুষ টা কে জোড়া লাগিয়েছি।  হাত,পা,মাথা  জায়গামতো বসিয়ে  দিয়েছি, এতে করে অপর পাশের পৃথিবীর মানচিত্রের ছবি টাও অটোম্যাটিক জায়গামতো জোড়া লেগে গেছে। শাইখ মনে মনে ভাবলেন, তিনি আজকের খুতবার টপিক পেয়ে গেছেন।

'When the man come together, the World also comes together ' 

সুতরাং এই ভাঙা পৃথিবী টাকে জোড়া লাগানোর জন্য উম্মাহর পৌরুষ ফিরিয়ে আনা ছাড়া কোনো উপায় নেই।  

আজকাল অনেকে নারীদের বিপথে যাওয়া নিয়ে কথা তোলেন। দেখুন ভাই মেয়েরা কিভাবে বিপথে যাচ্ছে, পর্দা ছেড়ে দিচ্ছে, ফাহেশা কাজে লিপ্ত হচ্ছে। কিন্তু এটা একদিনে হয় নি। যেসব নারীরা বিপথে যাচ্ছে, তাদের আগে তাদের পুরুষরা বিপথে গিয়েছে।  বিপথে যাওয়া নারীরা হায়া হারানোর আগে, এসব নারীদের দেখভালের দায়িত্ব নেওয়া তাদের পুরুষেরা হায়া,গীরাহ,পৌরুষ হারিয়েছে।  

যে ভাইগুলো বলছে নারীরা বিপথে যাচ্ছে, সেই একই ভাইয়েরা নিজেদের স্ত্রীদের সাথে সোস্যাল মিডিয়ায় ছবি আপলোড দিচ্ছে। সেই ছবি তার হোয়াটস এপ এর প্রফাইল পিকচার হচ্ছে। তাই যাদের কাছেই তার ফোন নাম্বার আছে, তাদের কাছে এখন তার স্ত্রীর ছবি ও আছে। প্রতিদিন তার স্ত্রীর ছবি অন্যরা দেখছে। 

এক ভাই একদিন আমার কাছে এলেন, তার স্ত্রীকে নিয়ে। হাসতে হাসতে নিজের স্ত্রীকে আমার সাথে পরিচয় করিয়ে দিতে। আমি বিব্রত হয়ে কোনোমত সালাম দিলাম।  কিন্ত্ সেই মহিলা হাসতে হাসতে আমার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল। আর পাশে স্বামী নির্লজ্জ এর মতো তখনো হাসিমুখে দাড়িয়ে আছে। আমি কাকে দোষ দিব? পৌরুষ হীন এই ভাই কে? নাকি তার,স্ত্রীকে? 

রাসুলুল্লাহ সাঃ বলেছেন, এমন তিন ব্যাক্তি আছে, যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কিয়ামতের দিন তাকাবেন না। তারা হচ্ছে, ১/যে পিতামাতার অবাধ্য, ২/যে নারী বেশভূষায় পুরুষের অনুকরণ করে, ৩/ দাইয়ুস ব্যাক্তি। (নাসাঈ-২৫৬২)
এখানে দাইয়ুস হলো সেই পুরুষ, যে তার অধীনস্হ নারীদের (মা,বোন,স্ত্রী,মেয়ে) ব্যভিচার, ফাহেশা কাজে বাধা দেয় না  তারা পর্দা করছে না, এটা তার গায়ে লাগে না। তার স্ত্রী পরপুরুষের সাথে হেসে হেসে কথা বলছে, এতে তার গা জ্বলে না। সে এমন ব্যাক্তি, যে তার পৌরুষ হারিয়েছে।  এই উম্মাহর একজন রিজাল( সত্যিকারের পুরুষ)  উমর ইবনুল খাত্তাব(রাঃ) তখন ও পর্দার আয়াত নাযিল হয় নি। তিনি আল্লাহর রাসুল সাঃ এর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসুলুল্লাহ সাঃ!  আপনার কাছে ভালোমন্দ সব ধরনের লোকেরা আসে। আপনি যদি আপনার স্ত্রীদের পর্দা করার আদেশ দিতেন। বাইরের কেউ উম্মুল মুমিনীদের দেখবে, উমর ইবনুল খাত্তাব(রাঃ) কাছে এটা পছন্দ হচ্ছিল না। ওয়াল্লাহি! স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা, এরপর পর্দার বিধান নাযিল করে আসমান থেকে কুরআন পাঠালেন( সুরাহ আহযাবের ৫৩ নং আয়াত)  নবি নয়, কিন্তু উম্মাহর একজন সত্যিকারের রিজাল, একটা মতামত দিয়েছেন, যার সমর্থনে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কুরআন নাযিল করেছেন।  এমনই ছিলো উম্মাহর পুরুষেরা, তারাই ছিলো Real man

আরেকবার তো একজন আলিম আমাকে( মোহাম্মদ হোবলস) বলেছেন, ভাই! আপনার দাওয়া ভিডিও তে নারীদের আনেন না কেন? আপনার উচিত নারীদের কে ও নিয়ে আসা। আমি বিস্মিত হই, হতবাক হয়ে চেয়ে আছি, এ কি বলছেন আপনি?  আচ্ছা আপনি মেনে নিবেন?  আপনার স্ত্রী আমার সাথে বসে খোসগল্প করছে?  হাসাহাসি করছে? আর সেটা ভিডিও হচ্ছে, সারা দুনিয়ার মানুষ তা দেখছে!! 

আমাদের নারীরা হায়া হারানোর আগে উম্মাহর পুরুষ রা হায়া হারিয়েছে।  হায়া এটা কোনো সহজ বিষয় নয়। সমস্ত ইংরেজি ভাষায় এমন কোনো শব্দ নেই, যেটা এই হায়া শব্দটার যথার্থ অর্থ প্রকাশ করতে পারে! ওলামারা বলেন, যার অন্তরে হায়া নেই, তার মরে যাওয়াই শ্রেয়। 

আর আজ এই উম্মাহর পুরুষ রা হায়া হারিয়েছে,  সাথে তাদের অধীনস্হ নারীরাও বিপথে গিয়েছে। এই উম্মাহকে আবার তার আগের অবস্থায় জুড়ে দিতে হলে,  আগে এই উম্মাহর পুরুষ দের সত্যিকারের পুরুষ হয়ে উঠতে হবে।

মোহাম্মদ_হোবলস এর লেকচার থেকে নেওয়া।
আমিনুল_ইসলাম


No comments:

Post a Comment