Thursday, April 29, 2021

ভাল পাত্র বাছাই করার উপায়

 

[] ভাল পাত্র বাছাই করার উপায় []

১.যেদিন পাত্র দেখতে যাবেন পাত্রকে জিজ্ঞেস করবেন ফজরের সালাত পড়েছে কিনা।

২.পাত্রের মুখে দাঁড়ি আছে কিনা দেখবেন।

৩.পাত্র সহীহ শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারে কিনা দেখুন।

৪.ইসলামে বিয়ের বিধান সম্পর্কে পাত্রকে জিজ্ঞেস করুন।

৫.তালাকে মাস'আলা পাত্রকে জিজ্ঞেস করুন।

৬.পাত্রের পরিবার দ্বীনদার কিনা তা জানুন।এটি খুবই গুরুত্বপূর্ণ।কারণ পাত্রী যদি দ্বীনদার হয় অপরদিকে পাত্রের পরিবার যদি বেদ্বীন হয় তাহলে ফিতনা সৃষ্টি হবে।

৭.পাত্রের আচার-আচরণ এর দিকে লক্ষ্য রাখুন।

৮.পাত্রকে দ্বীনের মৌলিক আকিদা বিষয়ক প্রশ্ন করুন।এটা খুব গুরুত্বপূর্ণ।আকিদা সঠিক না হলে মোরতাদ হওয়ার সম্ভাবনা থাকে,ফলে বিবাহ বিনা তালাকে ভেঙে যায়।

৯.পাত্রের বংশ,সম্পদ,যোগ্যতা দেখুন।এ সমাজে কুফু খুব গুরুত্বপূর্ণ।

১০.পাত্রের প্রকাশ্য গুনাহ করে কিনা অন্যান্য লোক থেকে জেনে নিতে পারেন।এ ক্ষেত্রে একজনের উপর নির্ভরশীল না হয়ে কয়েকজনকে জিজ্ঞেস করতে পারেন,কেননা হিংসা বিদ্বেষের কারণে কেউ হয়তো অপবাদ দিতে পারে।

No comments:

Post a Comment