Friday, May 14, 2021

বহুল জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

 

বহুল জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

 

এই প্রশ্নোত্তরগুলো ডাওনলোড করে নিতে পারেন এখান থেকে bit.ly/ruqyahfaqpdf

রুকইয়াহ সংশ্লিষ্ট

- রুকইয়াহ কী?
উত্তরঃ রুকইয়াহ হলো বদনজর, জ্বীন, যাদু ইত্যাদি প্যারানরমলাম সমস্যার পাশাপাশি কিছু শারিরীক অসুস্থতার জন্য ইসলাম সম্মত ঝাড়ফুক বা চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসায় সাধারণত কুরানের আয়াত ও হাদীসে বর্ণিত দুয়া পড়া হয়। বিস্তারিত bit.ly/whatisruqyah
.
প্রশ্নঃ রুকইয়াহ শরীয়ার আয়াত কোনগুলো?
উত্তরঃ এখানে দেখুন  
 
 
সাধারণ_রুকইয়াহর_আয়াতসমূহ
আয়াতের যে লিস্টটা নিচে দিচ্ছি সেটা সবধরনের রোগীদের (বদনজরে আক্রান্ত/জ্বিন আক্রান্ত/যাদু আক্রান্ত) রুকইয়াহ করতে ব্যবহার করা হয়। তেলাওয়াত করুন। পড়ে পানিতে ফু দিয়ে খান, গোসল করুন। ব্যস হয়ে গেল। আল্লাহ তায়ালা সহজ করুন। আমীন।
১। সুরা ফাতিহা
২। সুরা বাকারা। আয়াত নং ১ থেকে ৫, ১০২, ১৬৩, ১৬৪, ২৫৫, ২৮৫, ২৮৬
৩। সুরা আলে ইমরান। আয়াত নং ১৮, ১৯
৪। সুরা আরাফ। আয়াত নং ৫৪ থেকে ৫৬, ১১৭ থেকে ১২২
৫। সুরা ইউনুস। আয়াত নং ৮১, ৮২
৬। সুরা ত্বহা। আয়াত নং ৬৯
৭। সুরা মুমিনুন। আয়াত নং ১১৫ থেকে ১১৮
৮। সুরা সফফাত। আয়াত নং ১ থেকে ১০
৯। সুরা আহকাফ। আয়াত নং ২৯ থেকে ৩২
১০। সুরা আর রাহমান। আয়াত নং ৩৩ থেকে ৩৬
১১। সুরা হাশর। আয়াত নং ২১ থেকে ২৪
১২। সুরা জ্বিন। আয়াত নং ১ থেকে ৯
১৩। সুরা ইখলাস
১৪। সুরা ফালাক
১৫। সুরা নাস
প্রতিদিন কমপক্ষে ৪০-৪৫ মিনিট তেলাওয়াত করবেন। ৩ বার করে প্রতিটা আয়াত, সুরা পড়লেই ৪০-৪৫ মিনিট লাগবে। আর একবার করে পড়ে পানিতে ফু দিয়ে কিছুটা খাবেন আর কিছুটা গোসলের পানিতে মিশিয়ে গোসল করবেন।
 
 
.
প্রশ্নঃ রাকী কী?
উত্তরঃ যিনি রোগীর উপর রুকইয়াহ করেন বা করবেন তাকে রাকী বলা হয়।
.
প্রশ্নঃ সেলফ রুকইয়াহ কী?
উত্তরঃ রুকইয়াহ রাকীর মাধ্যমে করা ছাড়াও নিজে নিজে রুকইয়াহ করা যায়। নিজে নিজে যে রুকইয়া করা হয় তাকে সেলফ রুকইয়াহ বলে।
.
প্রশ্নঃ আমি কি অন্যের নিয়তে রুকইয়াহ করতে পারব?
উত্তরঃ হ্যাঁ। রোগী সেলফ রুকইয়াহ করলে যা যা করবেন তা ঐ রোগীর নিয়তে অন্য কেউ করতে পারবে। এতেও সুস্থতার আশা করা যায়। যদিও সুস্থতা দেরিতে হতে পারে।
.
প্রশ্নঃ নিজের জন্য রুকিয়ার করার সাথে সাথে আরেকজনের নিয়তে কি আমি রুকইয়াহ করতে পারব?
উত্তরঃ না। আগে নিজে সুস্থ হয়ে অপরের জন্য করতে হবে।
.

রুকইয়ার অডিও সংক্রান্ত

================
প্রশ্নঃ রুকইয়ার অডিও কী?
উত্তরঃ রুকইয়াহ করলে কুরানের যে আয়াত ও হাদীসের দুয়া পড়া হয় তার রেকর্ড করা অডিওই রুকইয়ার অডিও। সেলফ রুকইয়াতে যখন কোন রাকি থাকেন না এবং নিজেও আয়াতগুলো পড়তে পারেন না তখন রুকইয়ার অডিও শুনে চিকিৎসা করা হয়।
.
প্রশ্নঃ অডিও এখন অর্ধেক, বাকিটা পরে এভাবে শোনা যাবে?
উত্তর: না, বরং একসাথেই শুনতে হবে। না পারলে একই ক্যাটাগরির সংক্ষিপ্ত কোন অডিও শুনবেন।
.
প্রশ্নঃ পিরিয়ডের অবস্থায় কি অডিও শোনা যাবে?
উত্তর: হ্যাঁ, যাবে। কিন্তু নিজে তেলাওয়াত করা যাবে না।
.
প্রশ্নঃ একই সাথে কি দুইটা অডিও শোনা যাবে?
উত্তর: না। একটা শোনার খানিক পর আরেকটা শুনবেন।
.
প্রশ্নঃ ৮ সুরার রুকইয়াহ কোনটা? ৮ সুরা কী কী?
উত্তরঃ সুরা ইয়াসিন, সফফাত, দুখান, জীন, যিলযাল, ইখলাস, ফালাক আর সুরা নাস এই ৮ টি সুরাকেই একত্রে ৮ সুরা বলা হচ্ছে। এই ৮ টি সুরার অডিও বর্তমানে ডাওনলোড পেইজের ৮ নং এ পাওয়া যাবে।
.
প্রশ্নঃ আয়াতুল হারকের অডিও কোথায়? আমি পাচ্ছি না।
উত্তরঃ আয়াতুল হারকের অডিও হলো ডাওনলোড পেইজের "আযাব এবং জাহান্নাম সংক্রান্ত আয়াত" শিরোনামের অডিওটা। ৫ এবং ৬ নং এ দুটি অডিও আছে। দুটির যেকোন একটি শোনা যাবে।
.
প্রশ্নঃ অডিও জোরে শুনলে কি সমস্যা হবে আশেপাশের মানুষের?
উত্তরঃ আশেপাশের মানুষদের মধ্যে কারো প্যারানরমাল সমস্যা থাকলে ইফেক্ট হতে পারে। তাই হেডফোনে শোনা উত্তম।
.
প্রশ্নঃ অডিও চলাকালীন ঘুম আসলে তাৎক্ষণিক কি করবো?
উত্তরঃ না ঘুমানোর চেষ্টা করবেন। আর যদি ঘুমিয়েই পড়েন, সমস্যা নাই। অডিও এরপরেও ইফেক্টিভ হবে।
.
প্রশ্নঃ অডিও না শুনে তেলাওয়াত করলে হবে?
উত্তরঃ হবে। বরং নিজে তিলাওয়াত করা উত্তম। এক্ষেত্রে পিডিএফ থেকে পড়া যেতে পারে ruqyahbd.org/pdf
.
প্রশ্নঃ অডিও শুনার নির্দিষ্ট কোনো সময় আছে কি?
উত্তরঃ নাই।
.
প্রশ্নঃ অডিও শোনার আগে অজু করতে হবে?
উত্তরঃ অযু করে শুনতে পারলে উত্তম। তবে অযু ছাড়াও শোনা যাবে।
.
প্রশ্নঃ আমার কোন সমস্যা নাই। আমি কি রুকিয়ার অডিও শুনতে পারব?
উত্তর: আমরা শুনতে মানা করি। কারণ যদি সমস্যা থাকে অার শুনে ইফেক্ট হয় তখন সামলানো কঠিন হতে পারে। তবে এরকম খুব কমই হয়।
.

রুকইয়ার গোসল সংক্রান্ত

প্রশ্নঃ রুকইয়ার গোসল কী?
উত্তরঃ রুকইয়ার আয়াত/দুয়া পানিতে পড়ে ফু দিয়ে বা পানিতে হাত দিয়ে ডুবিয়ে সেই পানি দিয়ে গোসল করাই রুকইয়ার গোসল। বিভিন্ন নিয়মের গোসল আছে।
.
প্রশ্নঃ রুকইয়ার গোসলের পর নরমাল গোসল করা যাবে?
উত্তরঃ হ্যাঁ, যাবে। করাই ভাল।
.
প্রশ্নঃ গোসল কি অডিও শোনার আগে করা যাবে?
উত্তর: গোসল অডিও শোনা বা রুকইয়াহ তিলাওয়াতের পরে করা উত্তম। তবে না পারলে আগেও করা যাবে।
.
প্রশ্নঃ পিরিয়ডের অবস্থায় কি গোসলের পানি তৈরি করা যাবে? না গেলে কিভাবে করব?
উত্তর: না। নিজে তৈরি করা যাবে না। তবে অপর কোন পবিত্র ব্যক্তি তৈরি করে দিবেন। যদি তাও সম্ভব না হয়, তবে পিডিএফ থেকে দুয়া পড়ে পানি তৈরি করতে হবে। (এই লিংক থেকে ২ নং পিডিএফ ruqyahbd.org/pdf এর প্রথম পৃষ্ঠার দুয়াগুলো পড়বেন)
.
প্রশ্নঃ পানি তৈরি করার সময় দেখে দেখে দোয়া/সুরা পড়লে হবে?
উত্তরঃ হবে।
.
প্রশ্নঃ দিনে অডিও শুনে রাতে গোসল করলে হবে?
উত্তরঃ হবে। তবে অডিও শোনার পরে দেরি না করলে ভাল।
.
প্রশ্নঃ একজনের গোসলের পানি দিয়ে দুইজন গোসল করতে পারবে?
উত্তরঃ পানি গায়ে ঢালার মত যথেষ্ট হলে পারবে
.
প্রশ্নঃ অজুর পা ধোয়া পানিও কি নিতে হবে?
উত্তরঃ নিতে না চাইলে বাদ দেয়া যায়।
.
প্রশ্নঃ গোসলের পানি তৈরি করার সময় কবজি পর্যন্ত হাত ডুবালে হবে? নাকি কনুই পর্যন্ত ডুবাতে হবে?
উত্তরঃ কনুই পর্যন্ত বা এর কাছাকাছি ডুবানোর চেষ্টা করবেন
.
প্রশ্নঃ বড় মগে গোসলের পানি তৈরি করা যাবে? নাকি বালতিতেই বেশি পানিতে করতে হবে?
উত্তরঃ বদনজরের রুকিয়ার গোসলে হাত ডুবাতে হয়। তাই সেরকম পাত্রেই পানি তৈরি করবেন।
.

সমস্যা চিহ্নিত করা সংক্রান্ত

=================
প্রশ্নঃ কেউ যাদু করেছে কিনা কিভাবে বুঝা যাবে?
উত্তর: লক্ষন দেখে। এছাড়া রুকিয়ার অডিও শুনিয়েও বোঝা যায়। বিস্তারিত জানতে bit.ly/sssihr পড়ুন
.
প্রশ্নঃ আমি বদনজরের আক্রান্ত কিনা কিভাবে বুঝব ?
উত্তর: লক্ষন দেখে। এছাড়া রুকিয়ার অডিও শুনিয়েও বোঝা যায়। বিস্তারিত জানতে bit.ly/sevileye পড়ুন
.

রুকিয়াহ করা সংক্রান্ত

==============
প্রশ্নঃ শুধু অডিও শোনা/শুধু গোসল করলে সমস্যা আছে?
উত্তর: ডাক্তারের ঔষধ একটা খেয়ে অারেকটা না খেলে সমস্যা অাছে? হ্যাঁ, কিছু ফায়দা হবে বটে কিন্তু পূর্ণ উপকারিতার জন্য যা সাজেশন দেয়া হয় ফলো করা উচিত।
.
প্রশ্নঃ গর্ভাবস্থায় রুকইয়া করা যাবে?
উত্তর: আমরা করতে মানা করি এজন্য যেন সন্তানের উপর কোন ইফেক্ট না হয়। তবে গর্ভের সন্তান নষ্টের যাদুর রুকিয়ার ক্ষেত্রে করতে বলি।
.

গ্রুপ সংক্রান্ত

========
প্রশ্নঃ আমি কি কোন এডমিনকে ইনবক্সে আমার সমস্যাগুলো বলতে পারি?
উত্তর: জ্বী না। ইনবক্সে ফিতনার সুযোগ থাকে। তাছাড়া এত জনের সমস্যাও মেসেজে হ্যান্ডেল করা কঠিন।
.
প্রশ্নঃ আমার সমস্যা খুবই পার্সোনাল। পোস্ট দিতে পারবো না। কিভাবে বলব?
উত্তর: ফেইক আইডি খুলে গ্রুপে পোস্ট দিন
.
প্রশ্নঃ আমার ফেইক আইডি নাই। তৈরিও করতে পারব না। আমি কিভাবে সমস্যা বলব?
উত্তর: তাহলে নিজের প্রব্লেমকে অন্যের সমস্যা হিসেবে উপস্থাপন করুন। তাও না পারলে পিন পোস্টে কমেন্ট করে বলুন। তবে এক্ষেত্রে উত্তর পেতে দেরি হতে পারে।

 

No comments:

Post a Comment