Friday, May 14, 2021

প্রোফাইল পিকচার বিষয়ে কিছু কথাঃ

 

প্রোফাইল পিকচার বিষয়ে কিছু কথাঃ
.
সুরা নুরের ৩০-৩১, সুরা আহযাবের বেশ কিছু আয়াতে আল্লাহ তায়ালা মুমীন পুরুষ ও মুমীন নারীদের দৃষ্টির হেফাজতের কথা উল্লেখ করেছেন। এই হেফাজত করতে হয় যা দেখা হারাম/মাকরুহ তা ইচ্ছাকৃতভাবে দেখা থেকে বিরত থেকে। একই সাথে যার দেখা হারাম/মাকরুহ তার সামনে তা উন্মুক্ত করাও গুনাহের কাজ।
.
এজন্য গ্রুপে যাদের পোস্ট এপ্রুভ হবে তাদের কারো প্রোফাইল পিকচারে যদি এমন কনটেন্ট থাকে তবে আমরা সেই মেম্বারকে অনুরোধ করি যেন পিকচারটি (অন্তত) পাল্টায় (মুমীন হিসেবে সর্বোত্তম হলো আল্লাহর আদেশ মেনে এমন পিকচার দেয়া থেকে চিরদিনের জন্যই বিরত থাকা, যদিও সেটা আমরা ফোর্স করতে পারি না)। যদি তিনি না পাল্টান তবে ফিতনা প্রতিরোধের স্বার্থে আমরা ঐ মেম্বারের পোস্ট এপ্রুভ করা থেকে স্থগিত রাখি।
.
অনেকে প্রশ্ন করতে পারে মেয়েদের প্রোফাইল পিকচার বদলাতে হলে ছেলেদের হবে না কেন? এর উত্তর হলো মেয়েদের মুখমন্ডল, কবজি পর্যন্ত হাত ব্যতিত সমস্ত শরীর সতরের অন্তর্ভূক্ত, কিন্তু ছেলেদের এমন নয়। মেয়েদের চেহারাও পর্দাও অন্তর্ভূক্ত বলা হয়েছে কিন্তু ছেলেদের এমন নয়।
.
আবার অনেকে মনে করে নিজের ছবি না দিলে গুনাহ হবে না। এটা বড় হাস্যকর কথা। বরং ছবি নিজের হোক বা অন্যের গুনাহ ঠিকই হবে।
.
আবার অনেকে বেপর্দা কার্টুন ছবি দেন। এ ব্যাপারে সঠিক কথা হলো এসব কার্টুনের ছবি বাস্তবের ছবির মতই ইফেক্ট করে আর তাই এগুলোও পর্দাহীন ছবির অন্তর্ভূক্ত।
.
এই গ্রুপে আমরা আল্লাহর কালাম কুরআনের বরকতময় আয়াতসমূহের দ্বারা প্যরানরমাল সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করছি। কিন্তু কুরআন নাযিলের অন্যতম প্রধান লক্ষ্য হলো মানুষের নিজেদের জীবনকে কুরআনি নির্দেশনায় পরিবর্তন করে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এখন আমরা যদি কুরআন থেকে শুধু নিজের চিকিৎসার জন্য আয়াতটা শুনে উপকৃত হই আর কুরআনের মূল নির্দেশনাকে উপেক্ষা করি তবে সেটা কত বড় জুলুম হবে?
.
আশা করি আমরা সবাই এই ব্যাপারে সতর্ক থাকবো। আমরা শুধুই সাজেশনের জন্য চেইঞ্জ করবো না, বরং তাওবা করে সারাজীবনের জন্যই চেইঞ্জ করে নিব। একই সাথে পুরো লাইফস্টাইলটাই কুরআনি নির্দেশনায় সাজাবার চেষ্টা করব।
.
আল্লাহ তাওফিক দিন। আমিন।

No comments:

Post a Comment