ব্যাথার জন্য রুকইয়াহ
------
উসমান
ইবনে আবিল আস রা. থেকে বর্ণিত, একবার আমার শরীরে ব্যাথা অনুভব করছিলাম,
তখন আমি রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামকে এর কাছে এব্যাপারে
অনুযোগ করলাম।
রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- তোমার হাতটি ব্যাথার যায়গায় রাখো, এরপর তিনবার "বিসমিল্লাহ" বল। তারপর ৭বার বল- "আ'ঊযু বি'ইঝঝাতিল্লা-হি ওয়াক্বুদরাতিহী, মিন শাররি মা-আজিদু ওয়াউহা-যির"।
(বর্ণনাকারি সাহাবী বলেন) আমি এমনটাই করলাম, এতে আমার ব্যাথা ভালো হয়ে গেল।
রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- তোমার হাতটি ব্যাথার যায়গায় রাখো, এরপর তিনবার "বিসমিল্লাহ" বল। তারপর ৭বার বল- "আ'ঊযু বি'ইঝঝাতিল্লা-হি ওয়াক্বুদরাতিহী, মিন শাররি মা-আজিদু ওয়াউহা-যির"।
(বর্ণনাকারি সাহাবী বলেন) আমি এমনটাই করলাম, এতে আমার ব্যাথা ভালো হয়ে গেল।
।
-------------
: أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ :
------------------------
হাদিসটি শব্দের সামান্য তারতম্য সহ - মুসলিম, মুয়াত্তা মালেক, তিরমিযি, আবু দাউদ, ইবনে মাযাহ, মুসনাদে আহমাদ, মুসতাদরাকে হাকেম, মুজামুল কাবিরে বর্ণিত হয়েছে। মিশকাত, হাদিস নং ১৫৩৩
আলহামদুলিল্লাহ্! আমি এটা থেকে খুব উপকার পেয়েছি।
.
[ রিলেটেড: পাশাপাশি শরীরে যেকোন ব্যাথার জন্য এখানে বলা আয়াতগুলো তিলাওয়াত করে রুকইয়াহ করা বেশ উপকারী ইনশাআল্লাহ্।
]
ব্যাথার জন্য আয়াতুত তাখফীফ - সূরা বাকারা ১৭৮, নিসা ২৮, আনফাল ৬৬
No comments:
Post a Comment