Saturday, May 15, 2021

ব্যক্তিগত সংগ্রহে রাখার মত কিছু ইসলামিক বইয়ের তালিকা

 ব্যক্তিগত সংগ্রহে রাখার মত কিছু ইসলামিক বইয়ের তালিকা

 

 

ব্যক্তিগত সংগ্রহে রাখার মত কিছু ইসলামিক বইয়ের তালিকা ।
-----------------------------------------------------------------------
কুরআনুল কারীম:
-------------------------------
১. আল-কুরআনুল কারীমু - ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ।
২.বঙ্গানুবাদ কুরঅীান শরীফ - আব্দুর রহীম (রহ:)
৩. শব্দার্থে আল-কুরআন - আধুনিক প্রকাশনী (০১-১০ খন্ড)
৪. The Notable Quran (সৌদি আরব থেকে প্রকাশিত।
তাফসীর:
----------------------------------
৫. তাফসীর ইবনে কাসীর - ড. মুজিবুর রহমান ( এক সেট)
হাদিস গ্রন্থ:
----------------------------
৬. সহীহ আল-বুখারি (তাওহীদ প্রকাশনী/ ইসলামী ফাউন্ডেশন - এক সেট)
৭. মুসলিম শরীফ - ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ ( ০১-০৮ খন্ড)
৮. মুয়াত্তা ইমাম মালিক (রহ:) - (০১-০২ খন্ড)
৯. ইবনে মাজাহ্ - তাহকীকে নাসিরুদ্দিন আলবানী (রহ:),তাওহীদ প্রকাশনী।
১০. তিরমিযী শরীফ - তাহকীকে নাসিরুদ্দিন আলবানী (রহ:), তাওহীদ প্রকাশনী (০১-০৬ খন্ড)।
১১. রিয়াদুস সালেহীন - তাহকীকে নাসিরুদ্দিন আলবানী (রহ:), তাওহীদ প্রকাশনী (০১-০৪ খন্ড)।
১২. রিয়াদুল জান্নাত - সংকলনে মওলানা মো: আব্দুল মান্নান।
সীরাত গ্রন্থ:
-------------------------------
১৩. আর-রহীকুল মাখতুম - আল কুরআন একাডেমী, লন্ডন।
১৪. সীরাতে উবনে হিশাম - বাংলাদেশ ইসলরামীক সেন্টার।
১৫. আসহাবে রাসূলের জীবন কথা - বাংলাদেশ ইসলামীক সেন্টার (০১-০৬ খন্ড)
তাওহীদ বিষয়ক গ্রন্থ:
-----------------------------------
১৬. প্রশ্নোত্তরে ইসলামী আকীদা - আ.ন.ম রশিদ আহমেদ।
১৭. তৌহিদের মূল সূত্রাবলী - ডক্টর আবু আমিনাহ বিলাল ফিলিপস্
১৮. তাওহীদ তত্বকথা - আব্দুর রহীম (রহ:)
১৯. দ্বীন কায়েম সবার উপর ফরয - আব্দুর রহীম (রহ:)
২০. কিতাবুল তাওহীদ - ইমাম বুখারী (রহ:) (বুখারী শরীফের শেষ অধ্যায়)
২১.মুক্তিপ্রাপ্ত দলের পথ নির্দেশিকা - শায়খ মুহাম্মদ বিন জামিল জাইনু।
২২. সংক্ষিপ্ত ইলামী আকিদা বা ইসলামী মৌল বিশ্বাস - শায়খ মুহাম্মদ বিন জামিল জাইনু।
২৩. কিতাবুল তাওহীদ - মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব (রহ:)।
২৪. আল-আকীদা আর ওয়াসেতিয়াহ - ইমাম ইবনে তাইমিয়াহগ (রহ:)।
২৫. তাকবিয়াতুল ঈমান - শাহ্ শহীদ ইসমাঈল (রহ:), আধুনিক প্রকাশনী।
২৬. শুয়াবুল ঈমান - ইমাম বায়হাকী (বাংলাদেশ ইসলামীক সেন্টার)।
২৭. অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা স্বত্তেও মুশরিক - খলিলুর রহমান বিন ফজলুর রহমান।
সালাত (নামায) বিষয়ক গ্রন্থ:
---------------------------------
২৮. আল্লাহর রসূল (সা:) কীভাবে নামায পড়তেন - ইবনুল
কাইয়িম (রহ:)
২৯. নাসিরুদ্দিন আরবানীর নামায শিক্ষা।
অন্যান্য:
--------------------------------------------
৩০. আরকানুল ইসলাম ওয়াল ঈমান ও আল- আক্বিদা আল ইসলামিয়াহ্ - শায়খ মুহাম্মদ বিন জামিল জাইনু।
৩১. হিসনুল মুসলিম (সহীহ দোয়ার বই)।
৩২. আল-বিদায়া ওয়ান নিহায়া - ইবনে কাসির (রহ:) [ইসলামী ইতিহাসের জন্য শ্রেষ্ঠ বই]
৩৩. আল- আদাবুল মুফরাদ - ইমাম বুখারী (রহ:)।
৩৪. ইসলামী সমাজ বিপ্লবের ধারা - সাইয়িদ কুতুব শহীদ ৯রহ:)।
৩৫. "The Alim Software" (যাতে- কুরআন, তিলোয়াত, তাফসীর, বুখারী, মুসলিম, তিরমযিী, দাউদ, মুয়াত্তা, ফিকস্-সুন্নাহ, নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, ইসলাম পরিচিতি, ইসলামী ইতিহাস ইত্যাদি)
৩৬. আল-কুরআন দ্যা ট্রু সায়েনস্ ( সিরিজ ১,২,৩,৪,....)

 

 

 

 

No comments:

Post a Comment