কিছু হিন্দুয়ানী ও ইসলাম বিরোধী বাক্য যেগুলো আমরা না জেনে ব্যবহার করে থাকি!
▬▬▬▬▬▬
আমাদের
সমাজে মানুষের মুখেমুখে প্রচলিত এবং বিভিন্ন লেখুনি, সাহিত্য ও
পত্র-পত্রিকায় বহুল ব্যবহৃত কতিপয় হিন্দুয়ানী ও ইসলাম বিরোধী বাক্য নিম্নে
তুলে ধরা হল:
১. তোর মুখে ফুল-চন্দন পড়ুক। (ফুল-চন্দন হিন্দুদের পূজার সামগ্রী)
২. কষ্ট করলে কেষ্ট মেলে (কেষ্ট অর্থ: হিন্দুদেবতা কৃষ্ণ)
৩. ধান ভানতে শিবের গীত (শিব হিন্দু দেবতার নাম)
৪. মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? (মহাভারত একটি উপন্যাস, যা সবসময় অশুদ্ধ)
৫. লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্ত্রী বলা। (হিন্দু দেবীর নাম লক্ষ্মী। তাই ইসলামে এটি হারাম)
৬. নির্মল চরিত্র বোঝাতে ”ধোয়া তুলসীপাতা” বলা।
(হিন্দুদের পূজোতে তুলশি পাতা ব্যবহার করা হয়। তারা তুলশী পাতাকে পবিত্র মনে করে)
৭. মধ্যযুগীয় বর্বরতা (এটা বলতে ইসলাম বিদ্বেষীরা ইসলামের স্বর্ণ যুগকে
উদ্দেশ্য করে। এটা উদ্দেশ্য হয়ে থাকলে নিশ্চয় তা কুফুরী বাক্য)
এ ধরণের
আরও বহু কুফুরী বাক্য আমাদের সমাজে প্রচলিত রয়েছে। তাই মুসলিমদের উচিৎ,
শব্দ ও বাক্য ব্যবহারে সতর্কতা অবলম্বন করা যেন, এ সব বাক্য ব্যবহার করে
আল্লাহু অসন্তুষ্টির শিকার না হই। আল্লাহ তাওফিক দান করুন। আমীন।
▬▬▬▬▬▬
*লেখক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল*
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব
লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
No comments:
Post a Comment