Wednesday, May 5, 2021

ইসলামের দৃষ্টিতে '7up, কোকা কলা, RC ইত্যাদি খাওয়া কতটা বৈধ?

 No photo description available.

 প্রশ্ন: ইসলামের দৃষ্টিতে '7up, কোকা কলা, RC ইত্যাদি খাওয়া কতটা বৈধ?
উত্তর:
সেভেন আপ, আর সি কোলা, কোকা কোলা, মিরিন্ডা, ফান্টা, পেপসি ইত্যাদি কোমল পানীয়ের ব্যাপারে আমার জানামতে নির্ভরযোগ্য সূত্রে এমন কোন তথ্য পাওয়া যায় নি যে, এগুলোতে এলকোহল বা হারাম কিছু মিশানো থাকে। এ ব্যাপারে কিছু রটনা নেটে পাওয়া যায় যেগুলো নির্ভরযোগ্য নয়।
কিন্তু যতটুক জানা যায়, এগুলো অধিকাংশই স্বাস্থ্য সম্মত নয়। তাই যথাসম্ভব এড়িয়ে চলাই ভালো।
আর যদি প্রমাণিত হয় যে, এগুলোতে হারাম দ্রব্য মিশানো হয় তাহলে তা অবশ্যই নাজায়েজ হবে-তাতে কোন সন্দেহ নাই।
আল্লাহ ভালো জানেন।
--------------
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
Abdullahilhadi
সঠিক পথের দিশা Guidance To The Right Path

 

 

No comments:

Post a Comment