Wednesday, May 5, 2021

Some question answers

 No photo description available.

 প্রশ্ন:- বিতির সালাতে কি দুয়া কুনুত পড়া ওয়াজিব? না পড়লে কি সালাত শুদ্ধ হবে? আর এই দুয়া কুনুত কখন পড়তে হয়?
উত্তর:
বিতির সালাতের শেষ রাকাআতে রুকু থেকে উঠে (অথবা রুকুতে যাওয়ার পূর্বে) মুনাজাতের ভঙ্গিতে দু হাত তুলে দুআ কুনুত পাঠ করা মুস্তাহাব; ওয়াজিব নয়। এটাই অধিক বিশুদ্ধ অভিমত।

🔹🔸🔹🔸🔹🔸🔹🔹
প্রশ্ন: অযু করে ঘুমানো সুন্নাত। একবার অযু করার পর যদি কোনো কারণে অযু ভেংগে যায়, হাদীসে বর্ণিত ফজিলত পাবার উদ্দেশ্যে পুনরায় ওযু করতে হবে কি?
উত্তর:
ঘুমানোর পূর্বে অজু করার পর পরবর্তীতে কোন কারণে বিছানা ছেড়ে উঠতে হলে বা টয়লেট যাওয়ার প্রয়োজন হলে বারবার অযু করার প্রয়োজন নেই। প্রথম ওযুই যথেষ্ট ইনশাআল্লাহ।

🔹🔸🔹🔸🔹🔸🔹🔹
প্রশ্ন: সূর্য উঠার ১০/১৫ মিনিট আগে উঠে ফজর নামায পরে যিকির করে সূর্য উঠার ১৫/২০ মিনিট পর চাশতের নামায পড়লে কি হাদীসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে?

উত্তর:
হ্যাঁ, সোয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। সূর্য উদিত হওয়ার পনের/বিশ মিনিট পর ইশরাক এর নামাজ পড়াই সুন্নাত।

🔹🔸🔹🔸🔹🔸🔹🔹
প্রশ্ন:-সুন্নত অনুযায়ী গোসল করার পর নামায পড়ার জন্য কি আবারো অযু করতে হবে? অযুর পর husband যদি wife এর শরীর স্পর্শ অথবা দর্শন করে তাহলে কি অযু নস্ট হয়?
উত্তর:
ফরয গোসল করার পর আলাদাভাবে ওযু করার প্রয়োজ নাই-যদি অন্য কোন কারণে পবিত্রতা নষ্ট না হয়। বরং ঐ গোসলেই সালাত আদায় করা যাবে ইনশাআল্লাহ।
স্বামী-স্ত্রীর শরীর স্পর্শ করা, চুমোচুমি বা দেখাদেখির মাধ্যমে ওযু নষ্ট হয় না যদি লজ্জাস্থান দিয়ে পানি জাতীয় তরল কোন কিছু বের না হয়।

🔹🔸🔹🔸🔹🔸🔹🔹
প্রশ্ন: ভেতরে হাফ হাতা গেঞ্জি বা শার্ট আর উপরে জ্যাকেট পরিধান করে সালাত আদায় করার সময় যদি জ্যাকেটের চেইন বা বুতাম খোলা রাখা হয় তাহলে তাতে কি সালতের কোন ক্ষতি হবে??
উত্তর:
না, এতে কোন ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কারণ পুরুষের সালাতে সর্বনিম্ন সতর হল, দু কাধ ঢাকা এবং নাভি থেকেে হাঁটু পর্যন্ত ঢাকা।

- চাদর গায়ে দিয়ে মাথা ঢেকে শুধু মুখ খোলা রেখে চাদরের ভিতরে হাত রেখে সালাত আদায় করলে তাতে সালাত বিশুদ্ধ হবে।

✴️✴️✴️✴️✴️✴️
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
দাঈ জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, KSA

 

 

No comments:

Post a Comment