Wednesday, May 5, 2021

হাদিসের বই পড়ার নিয়ত কী হওয়া উচিৎ বা কী নিয়মে তা পড়বো?

 

হাদিসের বই পড়ার নিয়ত কী হওয়া উচিৎ বা কী নিয়মে তা পড়বো?
প্রশ্ন: হাদিসের বই পড়ার কোনো নিয়ম আছে কি? না কি গল্প আকারে পড়ে যাবো?
উত্তর:
হাদিস কোনও গল্পের বই নয় যে, গল্পের বই পড়ার মত করে পড়বেন এবং এটি এমন বইও নয় যে, তা তিলাওয়াত করলে প্রতিটি অক্ষরে সওয়াব রয়েছে। সুতরাং হাদিসের বইগুলো কেবল সওয়াবের নিয়তে তিলাওয়াত করা (রিডিং পড়া) উচিৎ নয়। (যেমনটি কুরআনুল কারিম সওয়াবের নিয়তে তিলাওয়াত করা যায়)।
বরং প্রতিটি হাদিস মূলত: মহান আল্লাহর পক্ষ থেকে একেকটি আইন, বিধান ও শরিয়াতের ব্যাখ্যা। এ ছাড়াও হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পক্ষ থেকে উম্মতের প্রতি পথ নির্দেশনা-যাতে রয়েছে মানব জাতির কল্যাণ-অকল্যাণ, সফলতা-ব্যর্থতা, উন্নতি-অধঃপতন, আখিরাতের কামিয়াবি- মুক্তি এবং আকিদা-আমল, ইবাদত-বন্দেগি, আচার-আচরণ সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে উম্মতের করণীয়-বর্জনীয় সংক্রান্ত দিকনির্দেশনা।
সুতরাং তা বুঝে পড়ার চেষ্টা করতে হবে এবং নিয়ত থাকবে জ্ঞানার্জন, শিক্ষা গ্রহণ ও যথাসম্ভব বাস্তব জীবনে প্রয়োগ ঘটানো।
আল্লাহু তাওফিক দান করুন। আমিন।
আল্লাহু আলাম
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

No comments:

Post a Comment