Wednesday, May 5, 2021

বাম হাতে কুরআন ধরার বিধান

 No photo description available.

 বাম হাতে কুরআন ধরার বিধান

প্রশ্ন: কুরআন বাম হাতে নিয়ে পড়লে কি কোরআনের অসম্মান হয়? যখন ট্যাব বা মোবাইল থেকে কুরআন পড়া হয় তখন বাম হাতে নিয়ে পরলে সুবিধা লাগে।
উত্তর:
সর্ববস্থায় ডান হাতে কুরআন ধরা উত্তম। কেননা, সকল ভালো কাজে ডান হাত ব্যবহার করা ইসলামের আদব। কিন্তু যদি ডান হাতে ধরতে ক্লান্তি বোধ হয় বা ডান হাতে কোন অসুবিধার কারণে বাম হাতের সাহায্য নেয়া হয় তাহলেে ইনশাআল্লাহ তাতে কোন অসুবিধা নেই ইনশাল্লাহ। কেননা তাতে কুরআনেরে প্রতি অসম্মান প্রদর্শন করা উদ্দেশ্য থাকে না।। আল্লাহু আলাম।
------------------
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

 

 

 

 

 

 

No comments:

Post a Comment