Wednesday, May 5, 2021

মাহরামদের সামনে নারী-পুরুষের সতর কতটুকু?

 No photo description available.

 মাহরামদের সামনে নারী-পুরুষের সতর কতটুকু?

প্রশ্ন : মায়ের জন্য তার বালেগ ছেলে থেকে সর্বনিম্নে কতটুকু ঢেকে রাখা ফরজ? অনুরূপ বালেগ ছেলের জন্য তার মা থেকে সর্বনিম্নে কতটুকু ঢেকে রাখা ফরজ?
উত্তর:
আল্লাহ তাআলা বলেন,
لَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ
“...তারা যেন যা সাধারণত: প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নি পুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপনাঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে...।” (সূরা নূর: ৩১ নং আয়াত)
উক্ত আয়াতে আল্লাহ তাআলা নারীর জন্য মাহরামদের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করার অনুমতি দিয়েছেন। এখানে সৌন্দর্য বলতে সৌন্দর্যের স্থানগুলো উদ্দেশ্য। অর্থাৎ শরীরে সাধারণত: যে সব অঙ্গে মহিলারা সৌন্দর্য হিসেবে, আংটি, চুরি, দুল, মালা, পায়ের নূপুর ইত্যাদি পরে। যেমন, মুখ মণ্ডল, মাথা, দু হাতের কব্জি, কুনুই পর্যন্ত দু হাতের নলা, দু পায়ের পাতা ও পায়ের নলা, গলা ও বুকের উপরের অংশ ইত্যাদি। একজন মহিলা এগুলো তার মাহরাম পুরুষদের সামনে খুলে রাখতে পারে। এগুলো ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ঢেকে রাখা জরুরি।

আর পুরুষের সতর হল, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। (তবে আরেকটি শক্তিশালী মতানুযায়ী পুরুষের দু রান সতরের অন্তর্ভুক্ত নয়) অর্থাৎ সর্বনিম্ন এতটুকু স্থান নিজের মা, বোন বা অন্য মানুষদের সামনে ঢেকে রাখা ফরজ। তবে সব সময় সমাজের প্রচলন হিসেবে শালীন ও ভদ্র পোশাক পরিধান করা উত্তম।
---------------
উত্তর দিয়েছেন:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

 

 

 

 

 

No comments:

Post a Comment