প্রশ্ন: মহিলারা কি নাভির নিচের পশম ব্লেড দিয়ে পরিষ্কার করতে পারবে?
---------------------------------
উত্তর:
নাভির
নিচে বা শরীরের কোনো স্থানের অতিরিক্ত লোম পরিস্কারের ক্ষেত্রে
নারী-পুরুষের মধ্যে কোন পার্থক্য নেই। সুতরাং নারী কিংবা পুরুষ উভয়ই ব্লেড
ব্যবহার করতে পারে।
عنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله
عليه وسلم قَالَ " الْفِطْرَةُ خَمْسٌ - أَوْ خَمْسٌ مِنَ الْفِطْرَةِ -
الْخِتَانُ وَالاِسْتِحْدَادُ وَتَقْلِيمُ الأَظْفَارِ وَنَتْفُ الإِبْطِ
وَقَصُّ الشَّارِبِ "
আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। নাবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 'ফিতরাহ্ (স্বভাব) পাঁচটি অথবা
বলেছেন, পাঁচটি কাজ হলো ফিতরাহ এর অন্তর্ভুক্ত:
১. খাতনা করা,
২. ক্ষুর বা ব্লেড দ্বারা নাভীর নিচের লোম পরিষ্কার করা,
৩. নখ কাটা,
৪. বগলের লোম উপড়িয়ে ফেলা
৫. এবং গোফ কাটা।"
(সহীহ মুসলিম,অধ্যায়ঃ তাহারাহ (পবিত্রতা) পরিচ্ছদঃ ১৬. মানবীয় ফিতরাহ-এর (স্বভাবের) বিবরণ)
উপরোক্ত হাদীসে বলা হয়েছে, মানবীয় স্বভাবের মধ্য একটি হল ক্ষুর বা ব্লেড ব্যবহার করা। এটি নারী-পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য।
আল্লাহু আলাম।
-------------
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।
No comments:
Post a Comment