Wednesday, May 5, 2021

প্রশ্ন: “না ফেরার দেশ” কথাটা কি ইসলাম সম্মত?

 No photo description available.

 প্রশ্ন: “না ফেরার দেশ” কথাটা কি ইসলাম সম্মত?
উত্তর:
মানুষ মারা যাওয়ার পর তাকে কবরে রেখে আসা হয়- যেটা আখিরাতের ১ম ধাপ। তারপর কিয়ামত সংঘটিত হলে সকল মৃত মানুষকে হাশরের ময়দানে বিচারের জন্য পুনরুত্থিত করা হবে। তারপর প্রত্যেকের ঈমান ও আমল অনুযায়ী কেউ যাবে জান্নাতে আর কেউ জাহান্নামে।
আল্লাহর তাওহীদ বা একত্ববাদে বিশ্বাস করত (শিরক করে নি) কিন্তু পাপাচারী ছিল এমন ব্যক্তিরা এক সময় জাহান্নাম থেকে মুক্তি পাবে কিন্তু তাওহীদে অবিশ্বাসী কাফির-মুশরিকরা আর কখনো জাহান্নাম থেকে মুক্তি পাবে না। শুরু হবে অনন্ত জীবন-যার কোন পরিসমাপ্তি নাই। সেখান থেকে কেউ পুনরায় দুনিয়াতে ফিরে আসবে না যদিও অনেক মানুষ দুনিয়ার জীবনে ফিরে আসার আশা ব্যক্ত করবে। কিন্তু তা আর সম্ভব হবে না।

“না ফেরার দেশ” বলতে সাধারণত: এটাই উদ্দেশ্য হয়ে থাকে। সুতরাং এ অর্থে যদি এ কথা বলা হয় তাহলে তাতে দোষ নাই ইনশাআল্লাহ।
---------
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

 

 

No comments:

Post a Comment