উটের গোস্ত খাওয়া ওযু ভঙ্গের একটি কারণ*
প্রশ্ন:- উটের গোশত খেলে আবার অজু করে সালাত আদায় করতে হয় কেন? এর কারণ কি? বিস্তারিত জানালে উপকৃত হতাম।
উত্তর:
উটের
গোস্ত খেলে ওযু ভেঙ্গে যায়। সালাত আদায় বা কুরআন স্পর্ষ করতে চাইলে পূণরায়
ওযু করতে হবে। এর কারণ হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযু
করতে আদেশ করেছেেন।
এ বিষয়ে নিম্নে হাদীস প্রদান করা হল:
জাবের বিন সামুরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ছাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম)কে জিজ্ঞেস করা হল, আমরা কি ছাগলের মাংস খেয়ে ওযু করব? তিনি
বললেন, যদি চাও তো করতে পার। বলা হল, আমরা উটের মাংস খেয়ে কি ওযু করব? তিনি
বললেন, “হ্যাঁ”। (সহীহ মুসলিম)
তিনি
আরও বলেন, “উটের গোশত খেলে তোমরা ওযু করো।” (মুসনাদ আহমদ, সুনান আবূদাঊদ,
সুনান তিরমিযী, সুনান ইবনে মাজাহ্, সহীহুল জামে ৩০০৬ নং)
নবী
(ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন ছাগলের মাংস খেয়ে ওযু করার বিষয়টি
মানুষের ইচ্ছাধীন রেখেছেন, তখন বুঝা যায় উটের গোস্ত খেয়ে ওযুর ব্যাপারে
মানুষের কোন ইচ্ছা স্বাধীনতা নেই। অবশ্যই ওযু করতে হবে।
অতএব উটের
গোস্ত কাঁচা হোক বা পাকানো হোক কোন পার্থক্য নেই, গোস্ত লাল বর্ণ হোক বা
অন্য বর্ণ খেলেই ওযু ভঙ্গ হবে। উটের নাড়ী-ভুঁড়ি, কলিজা, হৃতপিণ্ড, চর্বি,
মোটকথা উটের যে কোন অংশ ভক্ষণ করলে ওযু ভঙ্গ হবে। কেননা রাসূল
(ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এ ক্ষেত্রে কোন পার্থক্য বর্ণনা করেন
নি। অথচ তিনি জানতেন মানুষ উটের সব অংশ থেকেই খেয়ে থাকে।
আরও শুনুন:
https://youtu.be/1OCU2wrR_K0
-----------------------------------
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল, সৌদি আরব
No comments:
Post a Comment