Wednesday, May 5, 2021

মসজিদের সাথে মহিলাদের আলাদা সালাতের কক্ষ থাকা কি বিদআত?

 No photo description available.

 

 মসজিদের সাথে মহিলাদের আলাদা সালাতের কক্ষ থাকা কি বিদআত?
➖➖➖➖➖➖➖
প্রশ্ন: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে নারীরা পুরুষদের পেছনে জামাআতে সালাত আদায় করত। কিন্তু বর্তমানে নারীদেরকে মসজিদে আলাদা রুমে বিভক্ত করে সালাতের ব্যবস্থা করা হয়েছে। তাহলে কি এটা বিদআত হবে না বা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খেলাফ করা হবে না?

উত্তর:
আমাদের জানা দরকার যে, মহিলাদের জন্য নিজ বাড়িতে সালাত আদায় করা অধিক উত্তম। এ ব্যাপারে বহু হাদীস বর্ণিত হয়েছে। তাই তাদের উচিৎ, তাদের বাড়িতে সালাত আদায় করা। এটি তাদের জন্য অধিক সওয়াবের কাজ মসজিদে এসে জামআতে শরিক হওয়ার চেয়ে।

তবে যদি মসজিদে মহিলাদের সালাতের সুব্যবস্থা থাকে, তাহলে তারা ইচ্ছে করলে শর্ত সাপেক্ষে মসজিদে আসতে পারে-যদিও তা উত্তম নয়।
আর মসজিদে এলে জামাআতে দাঁড়ানোর সময় তাদেরকে পার্টিশন ছাড়া সরাসরি পুরুষদের পেছনে দাঁড়াতে হবে -এমন কোন বাধ্যবাধকতা নেই।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগের মসজিদ ব্যবস্থা আমাদের মত এত উন্নত ছিল না। এখনকার মত একতলা, দু তলা, তিন তলা, এত সুন্দর কাপের্ট, মোজাইক, সাজানো গোছানো পারিপাটি ওযুখানা, টয়লেট ইত্যাদি কিছু ছিল না। অনুরূপভাবে মহিলাদের জন্যও আলাদা রুম করা হত না।
কিন্তু সময়ের পরিবর্তনের সমজিদের অবকাঠামোতে পরিবর্তন এসেছে এবং অনেক মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে বা একই মসজিদে মহিলাদেরকে পুরুষদের থেকে আলাদা পার্টিশন দিয়ে আলাদা করা হয়েছেে-যেমন মসজিদে নববীতে। আবার কাবায় তাদের জন্য আলাদা কক্ষ বা তেমন পার্টিশনও নেই।
সুতরাং মসজিদে মহিলাদের জন্য আলাদা রুম থাকা-না থাকা বা পার্টশন দ্বারা পৃথক করা-না করার সাথে বিদআতের কোন সম্পর্ক নেই। কারণ, নামায পড়াটা ইবাদত; আলাদা রুম/পার্টশন ইবাদতের বষয় নয়। এগুলো মসজিদের অবকাঠামোগত বিষয় (যা যুগে যুগে বরিবর্তনশীল)।

সুতরাং মসজিদে মহিলাদের জন্য আলাদা রুম থাকাকে বিদআত বলা বিদআতের সঙ্গা সম্পর্কে অজ্ঞতার শামিল।
আল্লাহু আলাম।
✒✒✒✒✒✒
*উত্তর প্রদানে:*
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

 

 

 

No comments:

Post a Comment